প্রলয়োল্লাস - কাজী নজরুল ইসলাম ।।মাধ্যমিক বাংলা , MCQ & SAQ ||ছোটো প্রশ্নোত্তর

পড়াশোনা - মাধ্যমিকের বাংলা পাঠ্য কবিতা 'প্রলয়োল্লাস'-কবিতার উৎস ,নামকরণের সার্থকতা ,প্রেক্ষাপট ,ছোটো প্রশ্নোত্তর আলোচনা করা হলো আজকের পোস্টে। যেহেতু তোমাদের সিলেবাস হ্রাস করা হয়েছে ,তাই প্রতিটি কবিতা ,গল্প ,নাটক ,প্রবন্ধ খুঁটিয়ে পড়তে হবে। কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা '-কাব্যগ্রন্থের অন্তর্গত 'প্রলয়োল্লাস ' কবিতার গুরুত্বপূর্ণ বাছাই করা MCQ & SAQ দেওয়া হলো। 

*মাধ্যমিকের বাংলার প্রস্তুতি আরো ভালো করার অন্যতম মাধ্যম হলো টেস্ট পেপারের পাশাপাশি WWW.PARASUNA.COM এর নোট ,সাজেশন ও প্রাকটিস সেটগুলো ভালোভাবে অনুশীলন করা। এছাড়াও রচনাধর্মী প্রশ্নোত্তর গুলো অভিজ্ঞ শিক্ষকের পরামর্শে নির্বাচিত। তাই ছোটো প্রশ্নোত্তরের পাশাপাশি বড়ো প্রশ্নোত্তরগুলিও অনুশীলন করবে। এছাড়াও আরো পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্যে CLICK HERE.


আলোচ্য কবিতাপ্রলয়োল্লাস
মূল কাব্যগ্রন্থঅগ্নিবীণা 
কবিকাজী নজরুল ইসলাম 
MCQ21 টি।
SAQ12 টি।


কাজী নজরুল ইসলামের ;প্রলয়োল্লাস কবিতার বাছাই করা MCQ



Q ➤ "সপ্ত মহাসিন্ধু দোলে"- কোথায়?


Q ➤ 'প্রলয়োল্লাস' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?


Q ➤ "তোরা সব জয়ধ্বনি কর"- "তোরা" বলতে কাদের বোঝানো হয়েছে?


Q ➤ 'কেতন'- শব্দের অর্থ কী ?


Q ➤ "আসছে এবার অনাগত"- এখানে 'অনাগত' বলতে কাকে বোঝানো হয়েছে?


Q ➤ সিন্ধুপারের কোথায় ধমক হানার কথা বলা হয়েছে?


Q ➤ "রক্ত তাহার কৃপাণ ঝোলে"- 'কৃপাণ' শব্দের অর্থ কী ?


Q ➤ অট্টরোলের হট্টগোলে কে স্তব্ধ হয়েছে?


Q ➤ দ্বাদশ রবি বলা হয় কোন সময়ের সূর্যকে?


Q ➤ সপ্তমহাসিন্ধু কোথায় দোল খায়?


Q ➤ বিশ্ব মায়ের আসন কোথায় পাতা আছে?


Q ➤ 'মাভৈঃ' শব্দের অর্থ কী?


Q ➤ দিগম্বরের জটায় কে হাসে?


Q ➤ 'মহাকাল সারথী' কিসের চাবুক হানে?


Q ➤ ঘোড়ার খুড়ের দাপট কোথায় লাগে?


Q ➤ দেবতা কোথায় বাঁধা পড়ে আছে?


Q ➤ অসুন্দরকে ছেদ বা ধ্বংস করতে কারা আসছে?


Q ➤ প্রলয়োল্লাস কবিতায় কবি বধূদের কী তুলে ধরতে বলেছেন?


Q ➤ কোন ছদ্মবেশে সুন্দরের আগমন ঘটবে?


Q ➤ কারা ভেঙ্গে আবার গড়তে জানে ?


Q ➤ "আলো তার ভরবে এবার ঘর" - আলোয় কার ঘর ভরে উঠবে?


 


কাজী নজরুল ইসলামের ;প্রলয়োল্লাস কবিতার বাছাই করা SAQ



১."তোরা সব জয়ধ্বনি কর"- কবি কার জয় ধ্বনি করার কথা বলেছেন?



উত্তরঃ -'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত 'প্রলয়োল্লাস' কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ধ্বংস ও সৃষ্টির প্রতীক তরুণ বিপ্লবীদের নামে জয় ধ্বনি করার কথা বলেছেন।



২.''ঐ নূতনের কেতন ওড়ে"- নূতনের কেতন ওড়ার সংবাদ কে বহন করে এনেছে?


উত্তরঃ -কাজী নজরুল ইসলামের লেখা 'প্রলয়োল্লাস' কবিতা নূতনের কেতন ওড়ার সংবাদ কালবৈশাখীর ঝড় বহন করে এনেছে।

৩. ''ও রে, ওই হাসছে ভয়ঙ্কর"- ভয়ংকরের হাসির কারণ কী ?


উত্তরঃ -'প্রলয়োল্লাস'  ভয়ঙ্কর পরাধীন ভারতবর্ষে আগমন করে সমস্ত রকম অরাজকতার অবসান ঘটাবে। তারপরে হবে নব সৃষ্টি। তাই তার ভয়ঙ্করতা প্রদর্শনের জন্য অট্টহাসিতে ফেটে পড়ছে ভয়ঙ্কর।



৪"ঝাপটা মেরে গনন দোলায় "- কে ঝাপটা মেরে গনন দোলায় ?


উত্তরঃ -প্রলয় সৃষ্টিকারী ভয়ঙ্কর, তার কৃষ্ণবর্ণ কেসের দোলাই ঝাপটা মেরে যেন গগনকে দুলিয়ে যায়। কতটা হয়েছে ভয়ঙ্কর।


৫.''সিন্ধুপারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল"- কে বা কারা ভাঙলো?



উত্তরঃ -প্রলয় নেশায় নৃত্য পাগল নটরাজ শিবের মতো মহাশক্তিধর বিপ্লবীরা।তাই  'সিন্ধুপারের সিংহদ্বারে' ধমক হেনে বন্দে বিপ্লবীদের মুক্তি দিয়েছে। তারাই আগল ভেঙেছে।



৬.''তোরা সব জয়ধ্বনি কর"- জয় ধ্বনি করবার কারণ কী ?



উত্তরঃ -বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লক্ষ করেছেন কালবৈশাখীর প্রলয়ঙ্কর ঝড় এসে পৃথিবীর জড়জীর্ণতাকে ঝরিয়ে দিয়ে নতুনের আহ্বান ঘটাবে। তাই  কালবৈশাখীর মতো ভয়ঙ্কর তরুণ বিপ্লবীদের জয় ধ্বনি করার কথা বলা হয়েছে।




৭. ''মহাকালের চন্ড রূপে"- চন্দের পরিচয় দাও।



উত্তরঃ - 'চন্ড' কথাটির আভিধানিক অর্থ হলো উগ্র বা তীব্র ভয়ঙ্কর। আবার পুরাণ অনুযায়ী চন্ড হলেন দৈত্যরাজের অন্যতম অনুচর। দেবীযুদ্ধে এই দৈত্য উপস্থিত হলে ভগবতী একে কৌশিকরূপে বধ  করেন।


৮.''তার চামর দোলায়"- কে কার চামর দোলায়?


উত্তরঃ - সর্বনাশী জ্বালামুখী ধুমকেতু প্রলয় সৃষ্টিকারী ভয়ঙ্করের সম্মানার্থে চমরিপুচ্ছ নির্মিত এক প্রকার ব্যঞ্জন দুলিয়ে যায়।


৯.''অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর"- চরাচর স্তব্ধ কেন?



উত্তরঃ -বিশ্ব পাতার বক্ষতলে ভয়ঙ্কর এসে তার রক্তরঞ্জিত কৃপাণ অট্টহাসিতে ফেটে পড়ে। তার এই ভয়ঙ্করতার জন্যই চরাচর বা সমগ্র পৃথিবীই স্তব্ধ হয়ে যায়।



১০.''আসবে উসা অরুণ হেসে"- উসা কিভাবে আসবে?



উত্তরঃ -'প্রলয়োল্লাস' কবিতায় দূরদৃষ্টি সম্পন্ন কবি  উপলব্ধি করেছেন মহানিশার শেষে স্বাধীনতার সূর্য  অরুণ হাসতে হাসতে করুনার ছদ্মবেশে আগমন করবেন।



১১.''দেবতা বাধা যজ্ঞ-যুপে "- দেবতা কোথাকার যজ্ঞ-যুপে বাধা?



উত্তরঃ -ইংরেজদের পাষাণ কারাগারে অসংখ্য ভারতীয় বিপ্লবী বন্দি। কবির ভাবনায় ওই বিপ্লবীরা দেবতাতুল্য। তারা অন্ধকারের বন্ধ-কূপের কারাগারে বন্দী থেকে যেন যজ্ঞ -যুপে বাধা রয়েছে।



১২.''বধূরা প্রদীপ তুলে ধরো"- বধূরা প্রদীপ তুলে ধরবে কেন?



উত্তরঃ -প্রলয় দেবতা আসছে, প্রলয় ঘটিয়ে এই সমাজকে আবার নতুন করে গড়ে তুলতে। তাই সেই দেবতাকে বরণ করতে বধূদের প্রদীপ তুলে ধরার নির্দেশ দিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম।



আরো পড়ো :-




Post a Comment

1 Comments