শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ Test || Wb Primary Tet

 

শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ Test For Primary Tet  

Hello, আমার প্রিয় ছাত্র ছাত্রী তোমরা অনেকেই wb primary TET 2022 পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছো।  এমনকি ওয়েবসাইটেও বহু ব্লগার প্রাইমারি টেট পরীক্ষার মক টেস্ট/ প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছে। শতাধিক মক টেস্টগুলির মধ্যে সঠিক সিলেবাস অনুযায়ী মক টেস্ট বেছে নিতে ভীষণ অসুবিধা হচ্ছে। এমনকি বহু ব্লগার অপ্রয়োজনীয় বিষয় থেকেও মক টেস্ট তুলে দিচ্ছে। যা সম্পূর্ণ সিলেবাস বহির্ভূত। অনেক সময় ভুল উত্তর সম্বলিত মক টেস্টের মুখোমুখি  হচ্ছো। তাই  তোমাদের কথা ভেবেই আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ Test || Wb Primary Tet   পর্ব শুরু করলাম। এই পর্ব গুলি নিয়মিত আমাদের ওয়েব পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন উত্তরের উপরে সাইটে অনুশীলন করলে আমরা আশাবাদী তোমরা পরীক্ষায় অবশ্যই সাফল্য পাবে। তোমাদের সাফল্যেই আমাদের গর্ব।

■ অনেকের স্বপ্ন সরকারি চাকরি পাওয়া। কিন্তু পরীক্ষায় বসলেই চাকরি পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি। আজকে তোমাদের সহযোগিতার জন্যই মকটেস্ট আপলোড করলাম।যেগুলো অনুশীলন করলে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।   

                      


শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ Test FOR Wb Primary Tet 

Parasuna Mock Test 
Exam name Wb primary TET 
 Subject  child development &
Pedagogy 
Q.Type MCQ 
Number of question  20
Time 20 minute 






1➤ পাঠক্রমকে বাস্তবে সফল করে তোলার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব কাদের?

ⓐ প্রধান শিক্ষকের
ⓑ শ্রেণী শিক্ষকদের
ⓒ পাঠক্রম নির্ধারণকারীদের
ⓓ সংশ্লিষ্ট শিক্ষা পর্ষদের

2➤ মানুষের জীবন হল কর্মের উপজাত-

ⓐ পদার্থ
ⓑ প্রভাবক
ⓒ ফল
ⓓ শর্ত

3➤ বিদ্যালয়ে সহপাঠক্রমিক কার্যাবলীর মূল্যায়নের জন্য দরকার কী?

ⓐ রেকর্ড কার্ড অনুসরণ
ⓑ শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দান
ⓒ ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান
ⓓ কঠোর নিয়ম শৃঙ্খলা প্রণয়ন

4➤ আধুনিক পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?

ⓐ আধ্যাত্মিকতা
ⓑ গতানুগতিকতা
ⓒ পরিবর্তনশীলতা
ⓓ রাজনৈতিকতা

5➤ " যেকোনো মূল্যেই আমরা আমাদের শিশুদের জন্য সর্বাপেক্ষা ভালো শিক্ষক জোগাড় করব" - বক্তা কে?

ⓐ স্বামী বিবেকানন্দ
ⓑ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ⓒ রাজা রামমোহন
ⓓ গান্ধীজী

6➤ নিচের কোনটি আত্মপ্রকাশ মূলক কাজ হিসেবে বিবেচিত হয় না?

ⓐ অভিনয়ে অংশগ্রহণ
ⓑ সিনেমা দেখা
ⓒ বক্তৃতা দান
ⓓ নৃত্যে অংশগ্রহণ

7➤ ছাত্র-ছাত্রীদের শারীরিক বিকাশে সহায়ক কার্যাবলী কোনটি?

ⓐ কবিতা পাঠ
ⓑ ব্যায়াম করা
ⓒ সংগীত পরিবেশন
ⓓ রক্তদান করা

8➤ প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য কী?

ⓐ মানুষের আশা-আকাঙ্ক্ষা সম্পর্কে জানা
ⓑ নিজেকে উপলব্ধি করা
ⓒ ভগবানের আশীর্বাদ লাভ করা
ⓓ প্রকৃতিকে চেনা ও জানা

9➤ ভাষাবোধের ক্ষমতাকে থার্স্টোন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করেছেন?

ⓐ V
ⓑ W
ⓒ R
ⓓ P

10➤ শিশুর শিক্ষার ক্ষেত্রে প্রথম উপাদান কোনটি?

ⓐ পাঠ্যক্রম
ⓑ পরিবার
ⓒ সমাজ
ⓓ বিদ্যালয়

11➤ শিশু জন্ম লাভ করার পর প্রথম আশ্রয় পায় কোথায়?

ⓐ পরিবারে
ⓑ বিদ্যালয়
ⓒ সমাজে
ⓓ হসপিটালে

12➤ ব্রেইল লেখা হয় কটি বিন্দুর ধরা?

ⓐ 2
ⓑ 3
ⓒ 4
ⓓ 6

13➤ অডিও মিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়?

ⓐ শব্দের তীব্রতা
ⓑ বধিরতা
ⓒ মানসিক বৈকল্য
ⓓ দৃষ্টিহীনতা

14➤ শিক্ষার গুরুত্বপূর্ণ কৌশল কী?

ⓐ ছাত্রদের মন নিয়েই বোঝানো
ⓑ ছাত্রদের হালকা করে বোঝানো
ⓒ যতটুকু পাঠ্যসূচী আছে তা পরানো
ⓓ নিয়মিত ক্লাস নেওয়া

15➤ ভাষার ব্যাকরণ কোনটি?

ⓐ শব্দ গঠন
ⓑ বাচনিক ভাব
ⓒ বাক্য বিন্যাস
ⓓ বাক্য ব্যাখ্যা

16➤ " শব্দ ভান্ডার বিস্ফোরণ"- বলা হয় শিশুর কোন বয়সকে?

ⓐ 1 বছর
ⓑ 2 বছর
ⓒ 3 বছর
ⓓ 4 বছর

17➤ কোহলবার্গের মতে শিশুদের নৈতিক বিকাশে কীসের বিশেষ ভূমিকা রয়েছে?

ⓐ চিন্তামূলক দ্বন্দ্বের
ⓑ জ্ঞানমূলক দ্বন্দ্বের
ⓒ বৌদ্ধিক দ্বন্দ্বের
ⓓ মানসিক দ্বন্দ্বের

18➤ কহেলবার্গ নৈতিক বিকাশের কয়টি পর্যায়ের কথা বলেছেন?

ⓐ 1
ⓑ 2
ⓒ 3
ⓓ 4

19➤ স্কিমার ধারণাটির উদ্ভাবক কে?

ⓐ পিয়াজে
ⓑ আগলিন
ⓒ হাল
ⓓ আর্ট বার্টলেট

20➤ পেঁয়াজে কোন দেশের জন্মগ্রহণ করেন?

ⓐ সুইজারল্যান্ড
ⓑ জার্মানিতে
ⓒ ফ্রান্সে
ⓓ ইতালিতে







Post a Comment

0 Comments