■ আশা করি আমাদের ওয়েবসাইটের প্রশ্নপত্র গুলি ভালোভাবে পড়লে পরীক্ষায় তোমরা সাফল্য পাবে। আলাদাভাবে আর কোনো নোট এর প্রয়োজন নেই।
উচ্চমাধ্যমিক অষ্টম অধ্যায় সত্যাপেক্ষক থেকে গুরুত্বপূর্ণ mcq আলোচনা করা হলো
বিষয় | দর্শন |
অধ্যায় | অষ্টম: সত্যাপেক্ষক |
বোর্ড | wbchse |
MCQ | ২৫ টি |
SAQ | ১৫ টি |
উচ্চ মাধ্যমিক দর্শন অষ্টম অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর MCQ
1. সত্যাপেক্ষক বচনের অঙ্গ বাক্যগুলি যে চিহ্ন বা শব্দের দ্বারা যুক্ত হয় তাদের কী বলা হয়?
A. সংকেত
B. গ্রাহক
C. যোজক
D. প্রতীক
উত্তর:-C. যোজক।
2. একটি স্থায়ী সংকেত বা ধ্রুবকের দৃষ্টান্ত দাও।
A. P
B. Q
C. S
D. v
উত্তর:- D. v
3. একক ধ্রুবক কোনটি?
A. কার্ল ( ~ )
B. ভেল ( v )
C. ডট ( . )
D. হর্স শূ ( ⊃ )
উত্তর:- কার্ল। (~ )
4. দুটি অঙ্গ বচ্চন বিশিষ্ট যৌগিক বচনের সত্যসারণির নিবেষণ দৃষ্টান্তের সংখ্যা কয়টি?
A. একটি
B. তিনটি
C. দুইটি
D. চারটি
উত্তর:- D. চারটি ।
5. কোন বাক্যের উপাদান বাক্যের সংখ্যা তিন হয় তাহলে এর সারির সংখ্যা কয়টি হবে?
A. আটটি
B. সাতটি
C. ছয়টি
D. পাঁচটি
উত্তর:- A. আটটি।
6. যৌগিক বাচনের সবকটি নিবেষণ যদি মিথ্যা হয় তবে তাকে কী বলে?
A. স্বত: সত্য
B. স্বত: মিথ্যা
C.আপতিক
D. কোনোটিই নয়
উত্তর: B. স্বত: মিথ্যা।
7. ডট ( . ) প্রতীকটি কোন বচনে ব্যবহৃত হয়?
A. প্রাকল্পিক
B. বৈকল্পিক
C. সংযৌগিক
D. নিরপেক্ষ
উত্তর:- C. সংযৌগিক বচন।
8. "আজ রবিবার এবং আজ রবিবার নয়"- এটি কীরুপ বাক্য?
A. স্বত:সত্য
B. স্বত:মিথ্যা
C. আপতিক
D. উপরের কোনোটিই নয়।
উত্তর- B. স্বত:মিথ্যা
9. P.~P বচনাকারটি কীরূপ হয়?
A. স্বত:সত্য
B. স্বত:মিথ্যা
C. আপতিক
D. উপরের কোনোটিই নয়।
উত্তর - B. স্বত:মিথ্যা
10. P v P এই বচনাকাটি কীরূপ?
A. স্বত:সত্য
B. স্বত:মিথ্যা
C. আপতিক
D. উপরের কোনোটিই নয়।
উত্তর - C. আপতিক
11. P v ~P এই যৌগিক বাচনটি সর্বদা কিরূপ হয়।
A. স্বত:সত্য
B. স্বত:মিথ্যা
C. আপতিক
D. উপরের কোনোটিই নয়।
উত্তর - A. স্বত:সত্য
12. p ≡ q এই বাচনাকারটি কীরূপ?
A. স্বত:সত্য
B. স্বত:মিথ্যা
C. আপতিক
D. উপরের কোনোটিই নয়।
উত্তর - A. স্বত:সত্য
13. p সত্য q মিথ্যা হলে p v q এর শর্ত মূল্য কী হবে?
A. সত্য
B. মিথ্যা
C. আপতিক
D. উপরের কোনোটিই নয়।
উত্তর - A- সত্য
14. যে যৌগিক বচনে পূর্বগ ও অনুগের উল্লেখ থাকে তাকে কী বচন বলে?
A. নিরপেক্ষ বচন
B. প্রাকল্পিক বচন
C. বৈকল্পিক বচন
D. যৌগিক বচন
উত্তর -B. প্রাকল্পিক বচন
15. p . q সত্য হলে p v q এর শর্ত মুল্য কীহবে ?
A. সত্য হবে
B. মিথ্যা হবে
C. আপতিক
D. কোনোটিই নয়
উত্তর -A.সত্য হবে।
16.রাম আসবে না কেবল যদি শ্যাম আসে-এটি কোন বচন?
A. যৌগিক
B. নিরপেক্ষ
C. দ্বিপ্রাকল্পিক
D. বৈকল্পিক
উত্তর -C. প্রাকল্পিক বচন।
16. P ⊃ Q এই যৌগিক বাচনাকারটি কখন মিথ্যা হবে ?
A. যদি p সত্য এবং q মিথ্যা হয়।
B.যদি p মিথ্যা এবং q মিথ্যা হয়।
C.যদি p সত্য এবং q সত্য হয়।
উত্তর -A. যদি p সত্য এবং q মিথ্যা হয়।
17. যদি আকাশ আসে তাহলে জয়া আসবে-সাংকেতিক রূপ লেখ।
A. p v q
B. p . q
C. p ⊃ q
D. p ≡ q
উত্তর - C. p ⊃ q
18. দ্বিপ্রাকল্পিক বচনের প্রত্যেক চিহ্ন কোনটি ?
A. V
B. ~
C. ⊃
D. ≡
উত্তর - D. ≡
19. 'p’ এবং ‘~~ p’-এর মান কীরূপ?
A.বিষয়মানের
B. সমমানের
C. বিরুদ্ধ মানের
D. বিপরীত মানের
উত্তর -B.সমমানের
20. ‘প্রতীক’ হলো একপ্রকার কীরূপ সংকেত?
A.কৃত্রিম সংকেত
B. ভাষা
C. চিহ্ন
D. ছেদ বা যতিচিহ্ন
উত্তর- C. চিহ্ন
21. গ্রাহক কত প্রকার ?
A.৩ প্রকার
B. ৪ প্রকার
C. ২ প্রকার
D. ৫ প্রকার
উত্তর - A. ৩ প্রকার
22. সত্যাপেক্ষ বচন কয় প্রকার?
A ৩ প্রকার
B ৫ প্রকার
C ২ প্রকার
D. ৪ প্রকার
উত্তর - B. ৫ প্রকার
23. সংকেত বা প্রতীকের প্রথম ব্যবহার কে করেন ?
A.জন ভেন
B. জর্জ বুল
C প্লেটো
D.অ্যারিস্টটল
উত্তর - D. অ্যারিস্টটল
24. P v (p כ p) এই যৌগিক বাক্যটি সর্বদাই কী হয়?
A. স্বত:সত্য
B. স্বত:মিথ্যা
C. আপতিক
D. উপরের কোনোটিই নয়।
উত্তর - A. স্বত:সত্য
25. যৌগিক বচন কাকে বলে ?
A.যার অঙ্গবাক্য আছে
B.যার অর্থ আলাদা
C. যার অঙ্গবাক্য নেই
D. যার আলাদা অর্থ নেই
উচ্চমাধ্যমিক দর্শন অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা SAQ
1. সত্যাপেক্ষক কাকে বলে ?
উত্তর:- সত্যাপেক্ষ বচনের আকারকে সত্যাপেক্ষক বলে। যেমন - 'যদি মেঘ করে তবে বৃষ্টি হবে'-এই সত্যাপেক্ষ বচনের আকারটি অর্থাৎ সত্তাপেক্ষকটি হল p ⊃ q
2. সত্যাপেক্ষ বচন কাকে বলে?
উত্তর- যে যৌগিক বাচনের সামগ্রীক সত্যমূল্য তার অঙ্গবাচনগুলির শর্তমূল্যের উপর নির্ভরশীল, তাকে সেই যৌগিক বচনের সত্যাপেক্ষ বচন বলে।
3. ধ্রুবক কাকে বলে ?
উত্তর- যুক্তি বা বচনের যেসব প্রতীককে পরিবর্তন করা যায় না। তাকে ধ্রুবক বলে। যেমন - ⊃, v , ~ ইত্যাদি।
4. গ্রাহক কাকে বলে?
উত্তর - যে প্রতীক চিহ্নের স্থানে আমরা যেকোনো পদ বা বচনকে বসাতে পারি, তাকে গ্রাহক বা গ্রাহক প্রতীক বলে।
5. দ্বিধ্রুবক কাকে বলে?
উত্তর- যে ধ্রুবক দুটি চলকের সাহায্যে বচনের অর্থকে প্রকাশ করতে সাহায্যে করে, দ্বিধ্রুবক বলে। যেমন - ⊃, v , ~ ইত্যাদি।
6. ধ্রুবক কয় প্রকার ও কী কী ?
উত্তর:- ধ্রুবক দুই প্রকার। যথা - একক ধ্রুবক এবং দ্বিধ্রুবক।
7. ফল-স্তম্ভ বলতে কী বোঝো?
উত্তর - সত্যসারণির যে স্তম্ভটি থেকে বচনের সত্যমূল্য নির্ধারণ করা যায়, তাকে ফলস্তম্ভ বলে।
8. সংযৌগিক বচন কাকে বলে ?
উত্তর:- যে যৌগিক বচনের অঙ্গবাক্য দুটি 'এবং , কিন্তু , ও , আর ইত্যাদি জাতীয় শব্দ দ্বারা যুক্ত হয়, তাকে সংযৌগিক বচন বলে।
9. দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে?
উত্তর:- যে প্রাকল্পিক বচনে অঙ্গ বাক্য দুটি' যদি এবং কেবল যদি'শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে দিপ্রাকল্পিক বচন বলা হয়। যেমন বৃষ্টি হবে যদি এবং কেবল যদি মে করে।
10. স্বত:মিথ্যা বচনাকার কাকে বলে?
উত্তর:- যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রধান যোজকের সবকটি সারি মিথ্যা হয়, তাকে স্বত:মিথ্যা বচনাকার বলে।
11. স্বত: সত্য বচনাকার কাকে বলে ?
উত্তর:- যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রধান যোজকের সবকটি সারি সত্য হয়, তাকে স্বত:সত্য বচনাকার বলে।
12. বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়?
উত্তর:- বৈকল্পিক বচনের সমস্ত বিকল্পগুলি মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয়।
13. নিষেধক বচন কী ?
উত্তর :- যে বচনে একটি নঞর্থক বা না-বাচক শব্দ থাকে তাকে নিষেধক বচন বলে।
14. সংকেত কী?
উত্তর:- সংকেত হলো একটি প্রতিনিধিত্বমূলক চিহ্ন যার দ্বারা বাক্য বা বচন বা তার কোনো অংশকে নির্দেশ করা হয়।
15. প্রতীক কাকে বলে ?
উত্তর:- কোনো কিছু বোঝাবার, ব্যক্ত করবার বা কোনো কিছু নির্দেশ করার জন্য যে চিহ্ন বা সংকেত বা লিপি ব্যবহার করা হয়, তাকে ‘প্রতীক’ বলে।
0 Comments