WBPSC food SI recruitment notification 2023|| Online Apply h |
পড়াশোনা : Hello, আমার প্রিয় ছাত্র-ছাত্রী তোমরা অনেকেই সরকারি চাকরির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছো। মাধ্যমিক যোগ্যতায় বেরিয়েছে ফুড এস আই। WBPSC এর website এ প্রকাশিত হয়েছে WBPSC food SI recruitment notification 2023।এর বিস্তারিত তথ্য আমরা আপলোড করলাম।
Post | Food Sub inspector |
Eligibility | Madhyamik |
Age | 18+ |
Sallary | 22700-58,500/- |
Vacancy | 480 |
WBPSC food SI recruitment notification 2023|| ফুড এস আই নিয়োগ বিজ্ঞপ্তি 2023
পদের নাম:- ডাবলু বি পি এস সি পরিচালিত পরীক্ষার মাধ্যমে Food Sub Inspector পদে নিয়োগ করা হবে।
শূণ্যপদ:- প্রায় 480 টি শূন্যপদে Food SI নিয়োগ করা হবে।
যোগ্যতা:- (a) ভারতীয় নাগরিক হতে হবে।
(b) মাধ্যমিক পাস হতে হবে।
(c) বাংলা লিখতে ও পড়তে জানতে হবে।
বয়সসীমা:- প্রার্থীকে ১৮ বছর বয়স্ক হতে হবে। ১৮ বছরের কম বয়স হলে আবেদন করায় যোগ্য নয়। তবে বয়সের উর্ধ্বসীমা রয়েছে ৪০ বছর বয়স পর্যন্ত। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতনক্রম:- Food Sub Inspector পদে যারা চাকরি করবেন তাদের pay level-6 অনুযায়ী বেতনক্রম হবে- ২২,৭০০-- ৫৮,৫০০/- পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি:- প্রার্থী বাছাই করা হবে দুটি পরীক্ষার মাধ্যমে। ১. লিখিত পরীক্ষা ২ পার্সোনালিটি টেস্ট। লিখিত পরীক্ষায় পাস করলে পার্সোনালিটি টেস্ট হবে।এই দুটি পরীক্ষায় পাশ করার পর সরাসরি এপয়েন্টমেন্ট লেটার পাঠানো হবে।
ফুড এস আই পদে আবেদন পদ্ধতি:- ইচ্ছুক প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। নিম্নে আবেদন পদ্ধতি দেওয়া হল-
- প্রথমে চাকরিপ্রার্থীদের সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইট হল- www.wbpsc.gov.in
- এরপর চাকরিপ্রার্থীদের Online Apply অপশনে ক্লিক করতে হবে।
- এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। যেমন- নিজের নাম, বাবার নাম,ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটারের জ্ঞান ইত্যাদি।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। যেমন মাধ্যমিকের এডমিট, মার্কশিট ইত্যাদি।
- অবশেষে আবেদন ফি জমা করতে হবে। তপশিলি জাতি ও উপজাতিদের কোন ফি লাগবে না।
- সবশেষে সাবমিট করে দিয়ে আবেদনপত্রটির প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
- আবেদনের প্রয়োজনীয় তথ্য:-আবেদন করতে যে সকল তথ্যের প্রয়োজন সেগুলি হল-
- মাধ্যমিকের এডমিট।
- শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস।
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
- পাসপোর্ট সাইজের ছবি।
- স্ক্যান করা সিগনেচার।
- আধার কার্ড বা ভোটার কার্ড।
- অন্যান্য।
Official Notification | Click Here |
Online Apply | Click Here |
Apply Start | 23/08/23 |
Last Date Of Apply | 20/09/23 |
Application fee | 100/- |
Read more:-
1 Comments
Nice 👍
ReplyDelete