হ
MADHYAMIK PARIKSHA || মাধ্যমিক ভূগোল সাজেশন ||প্রথম অধ্যায়||বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ।।
MCQ মান-1
📚 অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কী বলে ?
উত্তর- পর্যায়ন ।
📚-বহির্জাত শক্তির মূল উৎস কী?
উত্তর-সূর্য।
📚 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কী বলে?
উত্তর -আরোহণ।
📚 একটি অন্তর্জাত শক্তির উদাহরণ দাও।
উত্তর- ভূমিকম্প ।
📚 পর্যায়ন শব্দটি প্রথম কে দেন ?
উত্তর-জি কে গিলবার্ট ।
📚 কোন জলবায়ু অঞ্চলে নদীর কাজ সবচেয়ে বেশি?
উত্তর- আদ্র জলবায়ুতে।
📚 যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কী বলে?
উত্তর -বহির্জাত প্রক্রিয়া।
📚 অবরোহন প্রক্রিয়ার অপর নাম কী?
উত্তর -ক্ষয়সাধন।
📚 শুষ্ক অঞ্চলের গিরিখাত কে কী বলা হয় ?
উত্তর- ক্যানিয়ন।
📚 বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে কোন নদীতে?
উত্তর - কলেরাডো।
📚 পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ দেখা যায় কোথায় ?
উত্তর- মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়।
📚 পলল শঙ্কু গঠিত হয় পর্বতের কোন অঞ্চলে?
উত্তর -পর্বতের পাদদেশে ।
📚 পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী?
উত্তর -সান্টা এঞ্জেল ।
📚 ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কী?
উত্তর- কুঞ্চিকল ।
📚 মন্থকূপ সৃষ্টি হয় কিসের ফলে ?
উত্তর - নদীর ক্ষয় কার্যের ফলে ।
📚 পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?
উত্তর -গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ।
📚 হাতলযুক্ত ডেক চেয়ারের মতো দেখতে হিমবাহ উপত্যকার অংশকে কী বলে?
উত্তর- করি ।
📚 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?
উত্তর - হূবার্ট।
📚 হিমবাহের ক্ষয় এর ফলে গঠিত একটি ভূমিরূপের নাম লেখো।
উত্তর - রসেমতানে ।
📚 রসে মতানে সৃষ্টি হয় কার কার্যের ফলে?
উত্তর -হিমবাহের ক্ষয় কার্যের ফলে।
📚 সমুদ্রের জলে ভাসমান বরফের স্তুপকে কী বলে?
উত্তর -হিমশৈল।
📚 ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ?
উত্তর -সিয়াচেন ।
📚পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্টি গভীর ফাটল গুলিকে কি বলে?
উত্তর- ক্রেভাস ।
📚 পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কী?
উত্তর -জেকবস্ভ্যান।
📚শিলাময় মরুভূমিকে কী বলা হয়?
উত্তর - হামাদা ।
📚 ইয়ারদাং সৃষ্টি হয় কার কার্যের ফলে?
উত্তর -বায়ুর ক্ষয় কার্যের ফলে ।
📚 মাশরুম রক বলা হয় কাকে?
উত্তর -গৌড়কে ।
📚 মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে ?
উত্তর- ওয়াদি।
📚 চলমান বালিয়াড়ি কে কী বলা হয় ?
উত্তর- ধ্রিয়ান ।
📚 মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কী বলে?
উত্তর প্লায়া।
শূন্যস্থান পূরণ করো মান 1
✒ আবহবিকারজাত শিলা চূর্ণকে ______ বলে।
উত্তর- রেগোলিথ।
✒_______ হল একটি স্থিতিশীল বহির্জাত প্রক্রিয়া।
উত্তর- সূর্যকিরণ।
✒ আরোহণ প্রক্রিয়ার ফলে ভূপৃষ্ঠে ______ঘটে ।
উত্তর -অবক্ষেপণ ।
✒ পার্বত্যগতিতে নদীর প্রধান কাজ হলো _____।
উত্তর -ক্ষয়সাধন ।
✒ নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত গুলোকে_____ বলে।
উত্তর- মন্থকূপ।
✒ কাবেরী নদীর জলপ্রপাতের নাম হলো_______।
।
উত্তর- শিবসমুদ্রম ।
✒ ______ ফিয়র্ড এর দেশ বলা হয়।
উত্তর- নরওয়েকে।
✒ছোট আকৃতির ফিয়রডকে বলে ______।
উত্তর ফিয়ার্ড।
✒ _______ কথাটির অর্থ হল দ্বিপশৈল।
উত্তর-ইনসেলবার্জ।
✒ পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরুভূমি নাম ________।
রুব-আল-খালি।
■-শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো মান-1
📖 নদী ভূমির ঢাল এর সাথে সামঞ্জস্য রেখে চলে তাকে বলে অনুগামী নদী।শুদ্ধ।
📖 নীল নদের বদ্বীপ একটি ধনুকাকৃতি ব-দ্বীপ এর উদাহরণ। শুদ্ধ।
📖 গিরিখাত ও ক্যানিয়ন গঠনে নদী উপত্যকার নিম্ন ক্ষয় অপেক্ষা পার্শ্ব ক্ষয় হয় বেশি হয়।অশুদ্ধ।
📖 হুবার্ট পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। অশুদ্ধ।
📖 ম্যাটারহর্ন ফ্রান্সে অবস্থিত ।অশুদ্ধ।
📖 ছোটো আকৃতির ফিয়র্ডকে বলা হয় ফিয়র্ড। শুদ্ধ।
📖 রসেমতানে হিমবাহ সৃষ্ট ভূমিরূপ ।অশুদ্ধ
📖 অবশিষ্ট পাহাড় গুলোকে মনাডনক বলে।অশুদ্ধ।
📖 পেডিমেন্টস একপ্রকার প্রায় ভূমি। শুদ্ধ।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর,বর্ণনামূলক, ব্যাখ্যামূলক মান2/3
1-আদর্শ নদী বলতে কী বোঝায় ?
2-উপনপনদী ও শাখা নদী কাকে বলে ?
3- নদী অববাহিকা কাকে বলে ?
4- নদীর ধারণ অববাহিকা বলতে কী বোঝো ।
5-নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কী?
6-নদী উপত্যকা কাকে বলে ?
7-অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো।
8-স্বাভাবিক বাঁধ কাকে বলে?
9-I আকৃতি ও V আকৃতির উপত্যকা মধ্যে পার্থক্য লেখো।
10- অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে উৎপত্তি হয়েছে চিত্রসহ লেখো।
11- নদীর উচ্চগতি ও পার্বত্যগতির মধ্যে পার্থক্য দেখাও।
12- গৌড় কীভাবে সৃষ্টি হয়?
13- ইয়ারদাং কিভাবে সৃষ্টি হয়?
14- বায়ুর বহন কাজ কোন কোন প্রক্রিয়ায় হয়ে থাকে?
15- পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো।
16- অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও বার্খান বালিয়াড়ি মধ্যে পার্থক্য লেখো।
রচনাধর্মী প্রশ্ন মান-5
1- নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও।
2-নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও।
3- হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও।
4-হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও।
5- বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও।
________
0 Comments