দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর||24 Mcq Practice on Educational


দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর


HELLO, আমার প্রিয় ছাত্র ছাত্রী, দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর যত অনুশীলন করবে ততই তোমাদের দক্ষতা বাড়বে। 


● তোমাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ের পাশাপাশি শিক্ষাবিজ্ঞানের mcq আমরা প্রকাশ করি। যেগুলি অনুশীলন করতে তোমাদের সময় লাগবে 10 থেকে 12 মিনিট । 


● তাই সময় নষ্ট না করে এক ঝলকে 10 মিনিটে 24 টি MCQ প্র্যাকটিস করে নিজের দক্ষতা যাচাই করে নাও। যা তোমাদের পড়াশোনার গতি নির্ধারণে সাহায্য করবে।

●দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান এর প্রশ্ন উত্তর অনুশীলন তোমাদের লক্ষে পৌঁছাতে সাহায্য করবে।




দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর||24 Mcq Practice on Educational 




1➤ গেস্টাল্ট শব্দের অর্থ কী?

ⓐ আকার
ⓑ ইঙ্গিত
ⓒ অবয়ব
ⓓ কাঠামো

2➤ মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো-

ⓐ আকার
ⓑ আয়তন
ⓒ মেজাজ
ⓓ তীব্রতা

3➤ থার্স্টোনের প্রাথমিক শক্তিতত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তির সংখ্যা কত?

ⓐ 4টি
ⓑ 6টি
ⓒ 3টি
ⓓ 7টি

4➤ কেলাসিত বুদ্ধির প্রবক্তা কে?

ⓐ থার্স্টোন
ⓑ গার্ডেনার
ⓒ ভার্ণন
ⓓ ক্যাটেল

5➤ 80-90 এর প্রকৃত উর্ধ্বসীমা কত?

ⓐ 88.5
ⓑ 90
ⓒ 90.5
ⓓ 91

6➤ প্রাচীন অনুবর্তন কী টাইপ?

ⓐ S-টাইপ
ⓑ P-টাইপ
ⓒ R- টাইপ
ⓓ N- টাইপ

7➤ সবচেয়ে দ্রুতগতিতে কেন্দ্রীয় প্রবণতা জানা যায় কোন পদ্ধতির মাধ্যমে?

ⓐ গড়
ⓑ মধ্যমান
ⓒ ভুয়িস্টক
ⓓ প্রসার

8➤ Exterior Cate কে কী বলা হয়?

ⓐ SC
ⓑ ST
ⓒ OBC
ⓓ General Caste

9➤ বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত?

ⓐ রাজ্য তালিকা
ⓑ যুগ্ম তালিকা
ⓒ কেন্দ্রীয় তালিকা
ⓓ কোনোটিই নয়

10➤ 12,11,7,12,9,8,10,12,9 এর Mode কত?

ⓐ 10
ⓑ 11
ⓒ 12
ⓓ 13

11➤ যেসব প্রতিক্রিয়া নির্দিষ্ট উদ্দীপক তাদের কী আচরণ বলা হয়?

ⓐ রেসপনডেন্ট
ⓑ আনরেসপন্ডেন্ট
ⓒ ইমোশন
ⓓ অপারেন্ট জাতীয়

12➤ সর্বশিক্ষা অভিযানে উচ্চ প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার কথা বলা হয় কত কিমি অন্তর?

ⓐ 3 কিমি
ⓑ 6 কিমি
ⓒ 4 কিমি
ⓓ 5 কিমি

13➤ মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক স্তরের শিক্ষা হবে কীরূপ?

ⓐ ভাষাভিত্তিক
ⓑ উচ্চ প্রাথমিক
ⓒ স্বয়ংসম্পূর্ণ
ⓓ বুনিয়াদি

14➤ প্রথম কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহারের কথা বলেছিল?

ⓐ মুদালিয়ার
ⓑ কোঠারি
ⓒ মাধ্যমিক শিক্ষা
ⓓ জাতীয় শিক্ষানীতি

15➤ কোঠারি কমিশনের উদ্দেশ্য কি ছিল?

ⓐ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন
ⓑ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন
ⓒ প্রাক-প্রাথমিক শিক্ষার উন্নয়ন
ⓓ শিক্ষার সর্বস্তরের উন্নয়ন

16➤ বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছে?

ⓐ মুদালিয়ার
ⓑ রাধাকৃষ্ণন
ⓒ কোঠারি
ⓓ মাধ্যমিক শিক্ষা

17➤ অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা কমিশনের বলা হয়েছে?

ⓐ জাতীয় শিক্ষানীতি 1986
ⓑ স্যাডলার কমিশন
ⓒ হান্টার কমিশন
ⓓ কোঠারি কমিশন

18➤ ভারতের সাংবিধানিক শিক্ষা শুরু হয় কত খ্রিস্টাব্দে পর?

ⓐ 1945
ⓑ 1947
ⓒ 1948
ⓓ 1949

19➤ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষায় অধিকার আইন কী নামে পরিচিত?

ⓐ NCPCR
ⓑ CABE
ⓒ RTE-2009
ⓓ FCEB-2004

20➤ 75% সূত্র অনুসারে X ও Y অক্ষের দৈর্ঘ্যের অনুপাত কত?

ⓐ 1:2
ⓑ 3:4
ⓒ 2:3
ⓓ 4:3

21➤ 2,6,9,7,4 সংখ্যাগুলির মধ্যমান কত?

ⓐ 8
ⓑ 9
ⓒ 7
ⓓ 6

22➤ অন্ধদের শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কে রচনা করেন?

ⓐ ভারতীয় ব্রেইল
ⓑ লুই ব্রেইল
ⓒ পুস্তক
ⓓ যন্ত্র

23➤ মুদালিয়ার কমিশনের মতে ভারতের সর্বত্র মাধ্যমিক শিক্ষার মাধ্যম কী হবে?

ⓐ ইংরেজি
ⓑ বাংলা ভাষা
ⓒ হিন্দি ভাষা
ⓓ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা

24➤ কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কয়টি স্তরের কথা বলেছেন?

ⓐ 2টি
ⓑ 7টি
ⓒ 4টি
ⓓ 5টি

 গুরুত্বপূর্ণ দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর ।    মান-1

1-শিখন ও পরিনমনের মধ্যে একটি পার্থক্য লেখো।


 উত্তরঃ- শিখন ও পরিনমনের একটি উল্লেখযোগ্য পার্থক্য হল- শিক্ষণ অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া।কিন্তু পরিনমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া। 


2- প্রেষণা কী?


উত্তরঃ-প্রেষণা হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যা ব্যাক্তির আভ্যন্তরীণ কর্ম উদ্দীপনাকে উদ্দেশ্যপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তার মধ্যে একটি তাগিদ সৃষ্টি করে এবং তাকে সঠিক পথে পরিচালিত করে।


3- মনোযোগের পরিসর বলতে কী বোঝায়?


 উত্তর- ব্যক্তি তার চেতনার স্তরে কয়েকটি মাত্র বস্তুকে কেন্দ্রস্থ করতে পারে। ফলে ব্যক্তি কোন বস্তুর উপর যত খুশি মনোযোগ দিতে পারেনা, মনোযোগের এই সীমাকে মনোযোগের পরিসর বলা হয় ।


4-আগ্রহ কাকে বলে ?


উত্তর- আগ্রহ বা অনুরাগ হল বাস্তব বা কাল্পনিক কোন বস্তু ঘটনা বা অবস্থার প্রতি এক বিশেষ কৌতূহলপূর্ণ অনুভূতি যা ব্যক্তিকে ওই বিষয়টি সম্পর্কে উদ্বুদ্ধ করে ও তাকে মনোযোগী করে তোলে। 


5-শিখন কৌশল বলতে কী বোঝো?


 উত্তরঃ-শিখন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা নতুন নতুন আচরণ আয়ত্ত করে থাকি, পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পূর্ব-অভিজ্ঞতা, প্রশিক্ষণ ইত্যাদিকে কাজে লাগিয়ে অভিযোজনের মাধ্যমে শিখন সম্পন্ন করি।


6- পাজল বক্স কী?


উত্তর-শিক্ষাবিদ থনর্ডাইক তার পরীক্ষামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন, যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স । এ বক্সের মধ্যে একটি মাত্র বের হওয়ার পথ থাকে। সেটি ছিটকানি দিয়ে আটকানো ।


7-টাইম কার্ভ কী?


 উত্তরঃ- থনর্ডাইক পুনরাবৃত্তি সময়কে লেখচিত্রের সাহায্যে পরিবেশন করেন। পুনরাবৃত্তি সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ লেখ নিচের দিকে নেমে আসে, একে বলা হয় টাইম কার্ভ।


8- পরিসংখ্যা বহুভুজ কাকে বলে ?


উত্তরঃ- পরিসংখ্যা বহুভুজ হলো এক ধরনের রৈখিক লেখচিত্র যেখানে পরিসংখ্যা বিভাজনের প্রত্যেক শ্রেণি ব্যবধানের মধ্যবিন্দু সংশ্লিষ্ট শ্রেণীর প্রতিনিধি সূচক বিন্দু ধরে নিয়ে কাগজে স্থাপন করতে হয়, এইভাবে বিন্দুগুলি যোগ করলে যে বহুভুজ পাওয়া যায়, তাকে পরিসংখ্যা বহুভুজ বলে।


9- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়?


 উত্তর:-1848 সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল।


10- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কী?


 উত্তরঃ- ভারতের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের খরচ বহনের জন্য যে কমিশনের হাতে অর্থবন্টনের দায়িত্বভার অর্পণ করা হয়, তাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বলে।

 11-মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?

 উত্তর:-মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামীর মুদালিয়ার।


12- মাধ্যমিক শিক্ষায় সপ্ত প্রবাহ কী?

 উত্তর- মুদালিয়র কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষায় কতকগুলো ঐচ্ছিক বিষয়ের উল্লেখ করেছেন, সেগুলিকে একত্রে সপ্ত প্রবাহ বলা হয়।


13- নার্সারি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে, কবে করেন ?


উত্তরঃ- ইংল্যান্ডের ভগিনী মার্গারেট ম্যাকমিলান রেচেল ম্যাকমিলন 1909 সালে নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।


14- মন্টেসরি বিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেন?

 উত্তর - মাদাম মারিয়া মন্তেসরি 1907 সালে মন্টেসরি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ।


15-বুনিয়াদি শিক্ষার প্রবর্তক কে ?

উত্তর- বুনিয়াদি শিক্ষা প্রবর্তন করেন মহাত্মা গান্ধী।


16- কিন্ডারগার্টেন এর প্রবর্তক কে ,কবে প্রতিষ্ঠা করেন?


 উত্তর -বিখ্যাত দার্শনিক ও শিক্ষাবিদ ফ্রয়েবেল 1837 সালে কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেন।


17- বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে ?


উত্তর- যে শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণে সাহায্য করে তাকে বৃত্তিমূলক শিক্ষা বলে।


18- কারিগরি শিক্ষা কাকে বলে?


 উত্তর- কারিগরি শিক্ষা হলো সেই শিক্ষা যা শিক্ষার্থীকে শিল্প-কারখানার পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারে আগ্রহী করে তোলে।


19-শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো? 


উত্তর:-প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ না করেই  বিদ্যালয় ছেড়ে দেওয়াকে শিক্ষাক্ষেত্রে অপচয় বলে।


20- নবোদয় বিদ্যালয় কাকে বলে?


 উত্তর- মাধ্যমিক শিক্ষায় সংখ্যাগত মান অপেক্ষা গুনগতমান বৃদ্ধির উদ্দেশ্যে বা দেশের অত্যন্ত মেধা সম্পন্ন শিশুদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ সুবিধা আদায়ের উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি 1986 তে যে বিদ্যালয় স্থাপন করা হয়, তাকে নবোদয় বিদ্যালয় বলে।




আরো পড়ো-

 উচ্চ মাধ্যমিক এর রাষ্ট্রবিজ্ঞান এর প্রশ্ন উত্তর পেতে CLICK HERE 

দশম শ্রেণির সিলেবাস সম্পর্কে জানতে CLICK HERE i

Post a Comment

0 Comments