দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান||নৈর্ব্যক্তিক প্রশ্নের উপরে mock test practice



Hello, আমার প্রিয় ছাত্র-ছাত্রী, তোমরা জানো যে উচ্চমাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান বিষয় থেকে 24 টি MCQ এবং 16 টি SAQ প্রশ্নের উত্তর দিতে হয়।


● এই 24 টি প্রশ্নের সঠিক উত্তর করে আসা আমাদের প্রত্যেকের  লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য আমরা অনেক সময় বহু বার খুঁটিয়ে খুঁটিয়ে অধ্যায়গুলি পড়ি কিন্তু তা সত্বেও 24 টি প্রশ্ন উত্তর করে আসতে পারিনি ।

● তাই তোমরা যাতে 24 টি প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারো, তার জন্য আমাদের এই মকটেস্টগুলি।

● এই মকটেস্ট গুলি চর্চা করলে নিজেদের প্রস্তুতি যেমন যাচাই করতে পারবে, তেমনই বার্ষিক পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে ।

● আশা করি 24 টি প্রশ্নের মধ্যে 24 টি উত্তর করে আসতে হবে। দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান বিষয় থেকে যে ধরনের গুরুত্বপূর্ণ mcq গুলি আসতে পারে তা তোমাদের  সামনে তুলে ধরা হলো ।

● কুইজএ অংশগ্রহণের জন্য প্রথমে স্টার্ট কুইজ বোতামে চাপ দিতে হবে ।এরপর তোমাদের সামনে যে প্রশ্নগুলি খুলে যাবে তাতে চারটে বিকল্প পাবে। 

● এরপর সঠিক বিকল্পটি বেছে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করতে হবে ।এভাবে মোট চব্বিশটি প্রশ্ন উত্তর দেওয়ার পর তোমরা নিজেদের স্কোর দেখতে পাবে। "ধন্যবাদ" এতক্ষণ আমার লেখাটি ধৈর্য সহকারে পড়ার জন্য।

দ্বাদশ শ্রেণীর ঌশিক্ষা বিজ্ঞান||নৈর্ব্যক্তিক প্রশ্নের উপরে mock test practice


 

Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:




বিষয় 

শিক্ষাবিজ্ঞান  

অধ্যায় 

সম্পূর্ণ বিষয়

প্রশ্ন সংখ্যা 

24 টি

মান

24

মোট সময় 

60 সেকেন্ড/প্রশ্ন 



দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান-এর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর  মান-1

1. মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য উল্লেখ কর?


উত্তর মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হলো ভবিষ্যতের জন্য সুনাগরিক তৈরি করা যাবে।



2. মুদালিয়ার কমিশন কবে তার রিপোর্ট জমা দেয়?



উত্তর- মুদালিয়ার কমিশন 1953 সালের 29 আগস্ট রিপোর্ট সরকারকে জমা দেয়।



3. মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য কতজন ছিল?



উত্তর-মাধ্যমিক শিক্ষা কমিশনের মোট 9 জন সদস্য ছিল।



4.AICTE-এর সম্পূর্ণ নাম কী? 



উত্তর- অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন।



5. বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে?



উত্তর-যে শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণে সাহায্য করে, তাকে বৃত্তিমূলক শিক্ষা বলে।


6.ক্রেশ কী?


উত্তর:- ক্রেশ হল প্রাক-প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান। সাধারণত জন্মের পর থেকে আড়াই বছর বয়স পর্যন্ত শিশুদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করা হয়।


7. মন্টেসরি বিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করে?


উত্তর মাদাম মারিয়া মন্তেসরি 1907 সালে মন্টেসরি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।


8. এই স্কুল গুচ্ছ কী?


উত্তর:-কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু স্কুল  নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বলা হয়। 


9. বয়স্ক শিক্ষার একটি সমস্যা উল্লেখ করো।


উত্তর:-বয়স্ক শিক্ষার একটি সমস্যা হল শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অর্থের অভাব।


10.VEC-এর পুরো নাম কী ?


উত্তর ভিলেজ এডুকেশন কমিটি।


আরো পড়ো -



Post a Comment

0 Comments