12 ক্লাসের রাষ্ট্রবিজ্ঞান|পঞ্চম অধ্যায়ঃকয়েকটি রাজনৈতিক মতবাদ |সম্ভাব্য MCQ & SAQ



 এক নজরেঃ- west bengal council of higher secondary Education 12 ক্লাসের রাষ্ট্রবিজ্ঞান এর যে Reduce সিলেবাস প্রকাশ করেছে,  তাতে রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ঃ কয়েকটি রাজনৈতিক মতবাদ অন্তর্ভুক্ত রয়েছে। এই অধ্যায় থেকে 2টি Mcq এবং 2টি Saq আসবে।


● রচনাধর্মী প্রশ্নের পাশাপাশি আমাদের এই অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন- উত্তর ও  অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি পড়তে হবে।


● অধ্যায়ের আলোচ্য বিষয় -উদারনীতিবাদ, মার্কসবাদ ও গান্ধীবাদ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ MCQ এবং SAQ  তুলে দেওয়া হল।


● প্রশ্ন উত্তর গুলি অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বে ও মনে রাখবে । তাছাড়া তোমরা অনেকেই এই প্রশ্ন-উত্তর গুলি খাতায় লিখে রাখতে পারো । আমাদের পরিশ্রম সার্থক হবে যদি তোমরা উপকৃত হও।


12 ক্লাসের রাষ্ট্রবিজ্ঞান এর পঞ্চম অধ্যায়ঃ কয়েকটি রাজনৈতিক মতবাদ থেকে সম্ভাব্য MCQ          মান-1





1➤ ভারতের রাষ্ট্র প্রধান কাকে বলা হয়?

2➤ উদারনীতিবাদের উদ্ভব ঘটে কত সালে?

3➤ "বিপ্লব হল ইতিহাসের চালিকা শক্তি"- বক্তা কে?

4➤ মার্কসের মতে সমাজের মূল ভিত্তি কি?

5➤ গান্ধীজী কোন জাতীয় গণতন্ত্রের কথা বলেছে?

6➤ উদারনীতিবাদের গোড়া পত্তন কে করেন?

7➤ য ডানদিকে কিসের দ্বারা সত্যি অনুসন্ধান করতেন ?

8➤ উদারনীতিবাদের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে ?

9➤ উদারনীতি বাদের উদ্ভব হয় কোন দেশে?

10➤ উদারনীতিবাদের জনক কে?

11➤ গান্ধীজীর সর্বোদয় এর মূল কথা কী?

12➤ ভাববাদের প্রবর্তক কে?

13➤ কোন দার্শনিক এর নাম অনুসারে মার্কসবাদের প্রভাব?

14➤ ফরাসি বিপ্লব কবে হয়েছিল?

15➤ মহাত্মা গান্ধী তার সংগ্রামের নাম কী দিয়েছিলেন?

16➤ ইয়ং ইন্ডিয়া পত্রিকায় কত সালে গান্ধীজী অহিংসার সংজ্ঞা দিয়েছিলেন?

17➤ গান্ধিজী কত ধরনের সত্যাগ্রহের কথা বলেছেন?

18➤ উদারনীতিবাদের প্রধান আলোচ্য বিষয় কী?

19➤ গান্ধীজীর মতে আধুনিক রাষ্ট্রের ভিত্তি কী?

20➤ হিতবাদ এর মূল প্রবক্তা কে?

21➤ "The Kingdom of God is within You"- গ্রন্থের লেখক কে?

22➤ "Das Kapital"- গ্রন্থের লেখক কে?

23➤ "A Theory of Justice"- গ্রন্থের লেখক কে?

24➤ মার্কসবাদের মূল সূত্র কয়টি?




12 ক্লাসের রাষ্ট্রবিজ্ঞান-পঞ্চম অধ্যায়ঃ কয়েকটি রাজনৈতিক মতবাদ থেকে সম্ভাব্য SAQ                 মান-1


1- দ্বন্দ্বমূলক বস্তুবাদ এর মূল বক্তব্য?


উত্তর - দ্ন্দ্বমূলক বস্তুবাদ এর মূল বক্তব্য হলো জগত বস্তময়। এই জগতের প্রতিটি বস্তু পরস্পরের ওপর নির্ভরশীল এবং পরস্পরের দ্বারা নিয়ন্ত্রিত।


2-সর্বহারা শ্রেণী কাকে বলে?


উত্তর;-মার্কসবাদে বলা হয়েছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যেসব শ্রমিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় নিজেদের শ্রম বিক্রি করে অর্থ উপার্জন করে, তাদের সর্বহারা শ্রেণী বলা হয়।


3 গান্ধীজীর চিন্তার উৎসগুলি কী কী ?


উত্তর-গান্ধীজীর রাজনৈতিক চিন্তার উৎস হল- বেদ ভাগবত, গীতা,বাইবেল,কোরান, বৈষ্ণব ধর্মমত, জৈন সন্ন্যাসী প্রভৃতি ।


4 মার্কসবাদ কী?


উত্তরঃ- আমাদের এই জগত ও মানব সমাজ সম্বন্ধে একটি সাধারণ তত্ত্ব  হলো মার্কসবাদ।  লেনিনের মার্কসের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামূলক কাজ মার্কসবাদী রূপে স্বীকার করা হয়েছে।


5-শ্রেণি কাকে বলে?

উত্তরা- একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করে সমাজের এমন এক একটি অংশকে নিয়ে গঠিত হয় এক-একটি শ্রেণী।


6-রাম রাজ্য কাকে বলে?


উত্তর-গান্ধীজীর মতে সর্বপ্রকার শোষনহীন এবং সাম্য প্রতিষ্ঠার সহায়ক ও বিকেন্দ্রীকরণ সম্পন্ন গণতান্ত্রিক সমাজকে রামরাজ্য বলে।


7-উদারনীতিবাদ এর একটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ- উদারনীতিবাদের একটি বৈশিষ্ট্য  হলো ব্যক্তির প্রাধান্য। 


8- উদারনীতিবাদ কাকে বলে?


উত্তর- উদারনীতিবাদ হল এমন একটা মতবাদ যেখানে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদী এর বিরুদ্ধে ব্যাক্তিস্বাধীনতার নীতি প্রতিষ্ঠার কথা বলা হয়।


9-গান্ধীজীর সত্যাগ্রহের বৈশিষ্ট্য গুলি লেখো।


উত্তর- গান্ধীজীর সত্যাগ্রহের বৈশিষ্ট্য হলো-(1) অহিংসা (2) উদ্দেশ্যের নৈর্ব্যক্তিকতা (3) ভয় শূণ্যতা এবং  (4) সৃজনশীলতা।

(10) গান্ধীজী কিসের পুজারি ছিলেন?


উত্তর ' গান্ধীজী অহিংসার পূজারী ছিলেন।


11- গান্ধীজীর মতে অহিংসা কী?


উত্তর গান্ধীজীর মতে অহিংসা হল সত্যে উপনীত হওয়ার পথ।


12- গান্ধীজীর মতে সত্য কী?


উত্তর-  তার মতে সত্য হলো ঈশ্বর।


আরো পড়ো-

আন্তর্জাতিক সম্পর্ক ছোটো প্রশ্ন ও উত্তর 


উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022

Post a Comment

0 Comments