দ্বাদশ শ্রেণীর বাংলা মকটেস্ট এবং দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাস||চতুর্থ পর্ব

 পড়াশোনা(ParaSuna):- আগামী 12 এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমধ্যমিক পরীক্ষা। কিন্তু দীর্ঘ লকডাউনের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় তোমাদের অনেকের মধ্যেই অলসতা এসে পড়েছে। ফলে দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসও জানা নেই।

● আমাদের হাতে রয়েছে মাত্র চারটি মাস এই চার মাস অন্তত ভালোভাবে পরিশ্রম করলে অবশ্যই ভালো রেজাল্ট তোমরা করতে পারবে।

● তোমাদের কথা ভেবেই দ্বাদশ শ্রেণির বাংলা সিলেবাস এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের উপর মক টেস্ট আমরা নিয়ে এসেছি।

● এখানে দ্বাদশ শ্রেণীর বাংলা গল্প, কবিতা, নাটক, শিল্প- সাহিত্য ও সংস্কৃতি এবং ভাষা থেকে বাছাই করা প্রশ্নাবলি দেওয়া হয়েছে, যা অনুশীলন করলে তোমাদের প্রস্তুতি অনেকটাই এগিয়ে থাকবে।


দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের মক টেস্ট কেন দেওয়া উচিত? কারণ-  

1-বাংলায় গল্প, কবিতা, নাটক রয়েছে । যেগুলি থেকে লাইন তুলে প্রশ্ন করা হয়। তাই লাইন অনুযায়ী কেমন প্রশ্ন আসতে পারে তা জানার জন্য।


2- বাংলা এমন একটি বিষয়। যেখানে শিল্প-সাহিত্য-সংস্কৃতি অধ্যায় থেকে নতুন নতুন প্রশ্ন প্রতিবারই আসে। তা যাতে ছাড়া না পরে তার জন্য।


3- পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি আরো ভালো করার জন্য বাংলা বিষয়ের মক টেস্টগুলি বারবার দেওয়া উচিত।


4- বাংলায় যেমন বিভিন্ন উক্তি মূলক প্রশ্ন আসে,সেই প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য অবশ্যই মকটেস্ট দেওয়া উচিত।


5- নৈর্ব্যক্তিক প্রশ্নের প্রস্তুতি ভালো হলে, আমাদের প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে। তাই নৈবিত্তিক প্রশ্নের উপর নির্মিত মকটেস্ট সেটগুলি অনুশীলন করা দরকার ।


দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাস:-


উচ্চমাধ্যমিকের বাংলা সিলেবাস থেকে যে বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে সেগুলি হলঃ-
কবিতাঃ- শিকার ।
গল্পঃ-কে বাঁচায় কে বাঁচে  ।
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থঃ-কলের কোলকাতা 
বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতিঃ-বাংলা গানের ধারা ।
ভাষা:-শব্দার্থতত্ত্ব। 


দ্বাদশ শ্রেণির বাংলা মক টেস্ট mcq



বিষয় বাংলা 
প্রশ্নের ধরনMCQ
প্রশ্ন সংখ্যা 10
মান1
বোর্ড WBCHSE 
ONLINE QUIZ 1Set
প্রশ্ন সংখ্যা 10
সময়45sec/question 



1➤ ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব কে?






2➤ বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন কে?






3➤ রজনীকান্ত 'রিজিয়া' নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন?






4➤ "তুলসী লাহিড়ীর 'পথিক' নাটক থেকে বলি- আমি তো চললাম"- বক্তা কে?






5➤ "সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে"- প্রশ্নটা কী?






6➤ "পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' -কবিতাটির বাংলায় কে অনুবাদ করেছেন?






7➤ মেজ আর ছোটর জন্য বারোমাস কোন চাল রান্না হয়?






8➤ টুনুর মা নিখিলকে কী অনুরোধ জানিয়েছিল?






9➤ যে অব্যয় শব্দের শুরুতে বসে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাকে কী বলে?






10➤ "এ গল্প গ্রামের সবাই শুনেছে"- কোন গল্প?

ⓐ বাসিনীর মনিববাবুর বাড়িতে হেলাঢেলা ভাত
ⓑ বাসিনীর মনিব সতীশবাবুর আত্মীয়
ⓒ বাসিনীর মনিব খুব ভালো লোক
ⓓ বাসিনীর মনিব বাড়িতে লোকের মেলা




মক টেস্ট দেওয়ার নিয়মাবলী-

1- প্রথমে স্টার্ট কুইজ বোতামে চাপ দেবে।

2- এরপর একটি প্রশ্নের চারটি বিকল্প দেখতে পাবে। সঠিক বিকল্পটি বাঁছতে হবে । তারপর নেক্সট বোতামে চাপ দিতে হবে।

3- সঠিক উত্তর দিলে সবুজ রং দেখাবে এবং ভুল উত্তর দিলে লাল রঙ দেখাবে।

4- প্রতিটি প্রশ্নের জন্য 45 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে বিকল্পটি বাঁছতে হবে।

5- মোট দশটি প্রশ্নের জন্য 10 নম্বর রয়েছে। দশটি প্রশ্নের উত্তর দেওয়ার পর তোমরা নিজেদের স্কোর দেখতে পাবে।



Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

উচ্চমাধ্যমিকের বাংলাঃ- বিষয় ভিত্তিক প্রশ্ন ও উত্তর অনুশীলন করার জন্য 
CLICK HERE বোতামে চাপ দিয়ে শুরু করো।
বিষয় লিংক 
ভাতCLICK HERE 
ভারতবর্ষCLICK HERE
রূপনারানের কূলে CLICK HERE
মহুয়ার দেশ CLICK HERE
আমি দেখি CLICK HERE
ক্রন্দনরতা জননীর পাশে CLICK HERE
বিভাব CLICK HERE
নানা রঙের দিন CLICK HERE
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন CLICK HERE
অলৌকিক CLICK HERE

Post a Comment

0 Comments