উচ্চমাধ্যমিক বাংলা মকটেস্ট || দ্বিতীয় পর্ব ||WBCHSE MOCK TEST- 2

 পড়াশোনা(ParaSuna):- পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষ পর্ষদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে উচ্চমাধ্যমিকের পরীক্ষার তারিখ ।আশাকরি ইতিমধ্যে তোমাদের সমস্ত সিলেবাস সম্পন্ন হয়েছে অথবা শেষ হওয়ার দিকে। তাই তোমাদের কথা ভেবে নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তরে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা(Parasuna.com) নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক বাংলা মক টেস্ট। আজকের দ্বিতীয় পর্বে থাকছে 18 টি প্রশ্ন। যেহেতু বাংলায় নৈর্ব্যক্তিক প্রশ্ন (MCQ)থাকে আঠারোটি ,তাই 18 টি প্রশ্ন সেট করা হল।

বাংলা বিষয়ের মক টেস্ট কেন দেওয়া উচিত? কারণ-  

1-বাংলায় গল্প, কবিতা, নাটক রয়েছে । যেগুলি থেকে লাইন তুলে প্রশ্ন করা হয়। তাই লাইন অনুযায়ী কেমন প্রশ্ন আসতে পারে তা জানার জন্য।


2- বাংলা এমন একটি বিষয়। যেখানে শিল্প-সাহিত্য-সংস্কৃতি অধ্যায় থেকে নতুন নতুন প্রশ্ন প্রতিবারই আসে। তা যাতে ছাড়া না পরে তার জন্য।


3- পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি আরো ভালো করার জন্য বাংলা বিষয়ের মক টেস্টগুলি বারবার দেওয়া উচিত।


4- বাংলায় যেমন বিভিন্ন উক্তি মূলক প্রশ্ন আসে,সেই প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য অবশ্যই মকটেস্ট দেওয়া উচিত।


5- নৈর্ব্যক্তিক প্রশ্নের প্রস্তুতি ভালো হলে, আমাদের প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে। তাই নৈবিত্তিক প্রশ্নের উপর নির্মিত মকটেস্ট সেটগুলি অনুশীলন করা দরকার ।


উচ্চমাধ্যমিক বাংলা মকটেস্টঃ-দ্বিতীয় পর্ব। 



বিষয় বাংলা 
প্রশ্নের ধরনMCQ
প্রশ্ন সংখ্যা 10
মান1
বোর্ড WBCHSE 
ONLINE QUIZ 1Set
প্রশ্ন সংখ্যা 10
সময়45sec/question 





1➤ নিখিলের সন্তান ছিল কয়টি?






2➤ "নির্ঘাত মরে গেছে বুড়িটা"- একথা কে বলেছিল?

ⓐ ফজলু সেখ
ⓑ করিম ফরাজী
ⓒ নিবারণ বাগদী
ⓓ চাওয়ালা জগা

3➤ করিম ফরাজী একদা কী ছিলেন?






4➤ বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কী বলা হয়?






5➤ বুড়ো কর্তার মৃত্যু হয় কত বছর বয়সে?






6➤ মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কার কথা?






7➤ "সে জবাবে বলল অন্য কথা"- 'সে'- কে?






8➤ কালো বিড়ালের লোম আনতে গিয়েছিলো কে?






9➤ আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখলো কী?






10➤ "বারোটা বেজে গেছে আমার"- বক্তা কে?






উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন পেতে CLICK HERE 

উচ্চমাধ্যমিকের ইতিহাস সাজেশন পেতে CLICK HERE 

উচ্চমাধ্যমিকের পরিবেশ সাজেশন পেতে CLICK HERE 


উচ্চ মাধ্যমিক বাংলা মক টেস্ট দ্বিতীয় পর্ব||WBCHSE  BENGALI MOCK TEST-2

মক টেস্ট দেওয়ার নিয়মাবলী-

1- প্রথমে স্টার্ট কুইজ বোতামে চাপ দেবে।

2- এরপর একটি প্রশ্নের চারটি বিকল্প দেখতে পাবে। সঠিক বিকল্পটি বাঁছতে হবে । তারপর নেক্সট বোতামে চাপ দিতে হবে।

3- সঠিক উত্তর দিলে সবুজ রং দেখাবে এবং ভুল উত্তর দিলে লাল রঙ দেখাবে।

4- প্রতিটি প্রশ্নের জন্য 45 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে বিকল্পটি বাঁছতে হবে।

5- মোট দশটি প্রশ্নের জন্য 10 নম্বর রয়েছে। দশটি প্রশ্নের উত্তর দেওয়ার পর তোমরা নিজেদের স্কোর দেখতে পাবে।


Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Post a Comment

0 Comments