উচ্চমাধ্যমিকের পরিবেশ বিদ্যা Online mock test.Marks10

●www.parasuna.com নিয়ে এসেছে Online Mock Test ●মকটেস্টগুলি কেন দেবে?

 >নিজের পড়াশোনার মান বৃদ্ধির জন্য। 

 >পাঠ্যপুস্তকের একঘেয়েমি কাটানোর জন্য। 

 >বাড়িতে বসেই অনলাইন অনুশীলনের সুবিধা।

 >নিজেদের প্রস্তুতি যাচাই করার জন্য।

 >গুরুত্বপূর্ণ প্রশ্নের ধারণা গঠন । 

 >পরীক্ষার ভীতি কাটানোর জন্য। 

 ●সুতরাং দেরি না করে ঝটপট শুরু করে দাও চর্চা---

 

1. ভারতের কোথায় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আছে?





ANSWER= (A) দেরাদুনে
Explain:-

 

2. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?





ANSWER= (B) 5ই জুন
Explain:- (a. 3 মার্চ -বিশ্ব বন্য প্রাণী দিবস।b.21 মার্চ -বিশ্ব অরণ্য দিবস।c.22 এপ্রিল -বসুন্ধরা দিবস।d.10-আগস্ট বিশ্ব হস্তি দিবস।)

 

3. পশ্চিমবঙ্গের কোন শহরে শকুনের প্রজনন কেন্দ্র রয়েছে?





ANSWER= (A) রাজাভাতখাওয়া
Explain:-

 

4. ইকোলজি শব্দটির বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দেন?





ANSWER= (B) ই ও উইলসন
Explain:-

 

5. পেয়ারার বিজ্ঞানসম্মত নাম কী?





ANSWER= (B) Psidium guayava
Explain:-

 

6."হটস্পট"-শব্দটির প্রবর্তক কে ?





ANSWER= (C) মায়ারস্
Explain:-

 

7.শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলা হয়?





ANSWER= (D) নোনামাটি
Explain:-

 

8.নীচের কোনটি বাগিচা ফসল?





ANSWER= (D) কফি
Explain:-

 

9.তুতেঁ কী?





ANSWER= (b) ছত্রাকনাশক
Explain:-

 

10.জৈব কীটনাশক থাকে কীসে?





ANSWER= (A) ব্যাকটেরিয়ায়
Explain:-

 


  বি:দ্র:-গতবছরের মতো এবছরও উচ্চমাধ্যমিকের পরিবেশের সিলেবাস Reduce করা হয়েছ।অর্থাৎ গতবারের reduce সিলেবাস থেকেই 2022 সালে ছাত্র-ছাত্রীদের পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
__________________________________________________

 দর্শন মকটেস্ট দাও - CLICK HERE - দর্শন।

Post a Comment

0 Comments