H.S Education DAILY PRACTICE SET-1.প্রথম অধ্যায়-শিখনের MCQ

 ■শিক্ষাবিজ্ঞানে নম্বর তোলার কৌশল 

●প্রতিটি অধ্যায় তিনবার রিডিং পড়তে হবে। 

●পড়ার শেষে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কলম দিয়ে দাগ দিতে হবে। 

●এরপর একটি খাতায় প্রশ্ন ও উত্তর নিজে তৈরি করবে।

●তারপর www.parasuna.com  এ র mock test practice করবে।

●রচণাধর্মী প্রশ্ন ও উত্তর আমাদের সাইটে সাজেশন অনুযায়ী দেওয়া হয়। তাই সেগুলো খাতায় লিখে মুখস্থ করবে।


1. প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ কী?





ANSWER= (C) চিনে নেওয়া
Explain:-

 

2. থারস্টোনের মতে শিখনের উপাদান কয়টি?





ANSWER= (A) 7 টি
Explain:-

 

3. শিখন হল অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া?





ANSWER= (B) গেটস্ ও অনান্য
Explain:-

 

4.কী থেকে প্রষণার উদ্ভব হয় ?





ANSWER= (B)অভাববোধ
Explain:-

 ধ্বনিত্বত্ত্বের MCQ  PRACTICE  করতে 👇👇 

CLICK  HERE


5.জ্ঞানের ভান্ডার কোনটি?





ANSWER= (D)দীর্ঘস্থায়ী স্মৃতি
Explain:-

 

6.বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তা কে?





ANSWER= (B)আলফ্রেড বিনে
Explain:-

 

7.ক্ষণস্থায়ী স্মৃতি স্থায়ী হয় কত সময়?





ANSWER= (B)20 সেকেন্ড
Explain:-

 

8."বুদ্ধি বংশগতির উপর নির্ভর করে ?





ANSWER= (C)ইয়র্কস
Explain:-

 

9. সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষের I.Q কত?





ANSWER= (D)60%
Explain:-

 

10. কোন উপাদান মানুষের বুদ্ধিকে সবচেয়ে বেশী প্রভাবিত করে?





ANSWER= (C)বংশগতি ও পরিবেশ
Explain:-

Post a Comment

0 Comments