ধ্বনিতত্ত্বের গুরুত্বপূর্ণ MCQ & SAQ

                   দ্বিতীয় অধ্যায় ● ধ্বনিতত্ত্ব ●

● নৈর্ব্যক্তিক ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  -                       মান -1

1-বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কী বলে? 

উ-ভাষা ।

2-ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে কি বলে? 

উ-বর্ণ ।

3-ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একককে কি বলে? 

উ-বাগধ্বনি । 

4-ধ্বনিতত্ত্ব কোন ধ্বনি নিয়ে আলোচনা করে?

উ-বাগধ্বনি ।

5-বাগধ্বনি কয় প্রকার? 

উ-দুই প্রকার। 

6-ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা কী? 

উ-phonology 

7-দৈর্ঘ্য শ্বাসাঘাত যতি ও সুরতরঙ্গ কিরূপ ধনী?

উ-অবিভাজ্য ধ্বনি। 

8-বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টি?

উ-৭ টি।

9-বাংলায় ব্যঞ্জন ধ্বনি কয়টি?

উ-৩০ টি।

10-বাগযন্ত্রের একক প্রয়াসে উচ্চারিত ব্যঞ্জন বা ব্যঞ্জনসমষ্টিকে কী বলে? 

উ-দল ।

11-কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি?

উ-আ ।

12-একটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও। 

উ-ঐ,ঔ।

13-ঘোষ শব্দের অর্থ কী? 

উ-নাদ।

14-একটি অযোগবাহ বর্ণের উদাহরণ দাও। 

উ- ৎ 

15-চ ছ জ ঝ -এগুলি কোন ধ্বনি?

উ-তালব্য ধ্বনি। 

16-ঙ,ঞ,ণ,ন,ম-এগুলি কোন ধ্বনি?

উ-নাসিক্য ধ্বনি। 

17-বিবৃত স্বরধ্বনি কোনটি?

উ-আ ।

18-'ল'-কোন ধ্বনি?

উ-পার্শ্বিক ধ্বনি। 

19-একটি তাড়িত ধ্বনির উদাহরণ দাও। 

উ-ড়।

20-কম্পনজাত বর্ণ কোনটি?

উ-র।

 [দর্শন মকটেস্ট দাও - CLICK HERE - দর্শন।]


●এক বাক্যে উত্তর দাও -                                    মান -1

1-ধ্বনি কাকে বলে। 

উ-বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে ধ্বনি বলে। 

2-ধ্বনি ও বর্ণের মধ্যে একটি পার্থক্য লেখ। 

উ-ধ্বনি কেবলমাত্র শোনা যায়,কিন্তু দেখা যায় না। আবার বর্ণ চোখে দেখা যায়। 

3-ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? 

উ-ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় হল বাগধ্বনি অর্থাৎ মুখের ভাষা। 

4-বাগধ্বনি প্রধানত কয় প্রকার ও কি কি? 

উ-বাগধ্বনি মূলত দুই প্রকার ।যথা- বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। 

5-মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? 

উ-মৌলিক স্বরধ্বনি হলো ৭ টি।যথা -অ,আ,ই,উ,এ,ও,অ্যাশ

6-মৌলিক স্বরধ্বনি কাকে বলে ?

উ-যে সকল স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায়না তথা ভাঙা যায় না,তাদের মৌলিক স্বরধ্বনি বলে ।

7-ঘোষীভবন কী? 

উ-অনেক সময় উচ্চারণকালে অঘোষধ্বনি ধ্বনি ঘোষধ্বনিতে পরিণত হয় ,একেই ঘোষীভবন বলে।

 8-গুচ্ছধ্বনি কাকে বলে ?

উ-পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে।

9-যুক্তধ্বনি বলতে কী বোঝো?

উ-যে ব্যঞ্জন সমষ্টিগুলি শব্দের আদিতে বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে ,তাদের যুক্তধ্বনি বলে।

10-অবিভাজ্য ধ্বনি কাকে বলে ?

উ-ভাষার যে ধ্বনি উপাদানগুলিকে কৃত্রিমভাবে খন্ড করা যায় না বা বিশ্লেষণ করা যায় না,তাদের অবিভাজ্য ধ্বনি বলে ।

11-সুরতরঙ্গ কাকে বলে?

উ-ভাষার ওঠা-নামার দ্বারা বাক্যের অর্থ নিয়ন্ত্রিত হলে তাকে সুরতরঙ্গ বলে। 

12-ধ্বনিমূল কাকে বলে?

উ-যেসব ধ্বনির বৈচিত্র্যময় উচ্চারণ থাকে,তাদের ধ্বনিমূল বলে। 

________________________________________________

পরিবেশ বিদ্যার Mock Test- [অনলাইন মকটেস্ট  পরিবেশ বিদ্যা ]

Post a Comment

0 Comments