24টি সম্ভাব্য শিক্ষাবিজ্ঞান এর mcq||vision Education practice set

 HI, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের পড়াশোনা হয়তো পুজোর ছুটির মধ্যে কিছুটা ব্যাহত হয়েছিল। তবে যাই হোক, পুজো শেষ। এবার আমাদের আবার পুনঃরায় পড়াশোনায় মনোযোগ দিতে হবে । এবার তোমাদের জন্য নিয়ে এসেছি চব্বিশটি সম্ভাব্য শিক্ষা বিজ্ঞান এর mcq ।


● আমাদের লক্ষ্য একাধিক অনুশীলন করা  অর্থাৎ vision Education practice set  । শিক্ষা বিজ্ঞানের উপর মক টেস্ট আমরা যতো প্র্যাকটিস করবো আমাদের প্রস্তুতি ততো বেশি ভালো হবে।


● পড়াশোনার মকটেস্ট কেন অনুশীলন করবে? কারণ সম্ভাব্য mcq গুলি তুলে দেওয়া হয় ।প্রতিটি mcq অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেগুলো বিগত বছরগুলোতে এসেছে ,সেগুলি যেমন দেওয়া হয়েছে। তেমনই আবার এবছর আসতে পারে এমন সম্ভাব্য mcq গুলি দেওয়া হয়েছে।


● মকটেস্টগুলি সম্পূর্ণভাবে বাছাই করা প্রশ্নের উপর সাজানো হয়েছে । যেগুলি অনুশীলন করলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।


24টি সম্ভাব্য শিক্ষাবিজ্ঞান এর mcq     মান-1


1➤ ব্রেইল পদ্ধতি চালু হয় কত সালে?

ⓐ 1820 সালে
ⓑ 1830 সালে
ⓒ 1880 সালে
ⓓ 1829 শোলে

2➤ কম্পিউটারের তথ্য গুলিকে কী বলা হয়?

ⓐ ডাটা
ⓑ পলিসি
ⓒ থিওরি
ⓓ গুডস

3➤ অপারেশন ব্ল্যাকবোর্ড এর উদ্দেশ্য কী ছিল?

ⓐ বিদ্যালয় পরিষ্কার করা
ⓑ বয়স্ক শিক্ষার প্রসার ঘটানো
ⓒ প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন করা
ⓓ মিড ডে মিলের ব্যাবস্থা করো

4➤ কোঠারি কমিশনের টাক্সফোর্স এর সংখ্যা কয়টি?

ⓐ চারটি
ⓑ 6 টি
ⓒ পাঁচটি
ⓓ বারোটি

5➤ বৃত্তিমূলক শিক্ষার বিষয় কোনটি?

ⓐ জীব বিদ্যা
ⓑ দর্শন
ⓒ বয়ন শিল্প
ⓓ বাংলা

6➤ প্যাভলভের অনুবর্তন তত্ত্বের প্রাণীর সম্পূর্ণভাবে কীরূপ থাকে?

ⓐ সক্রিয়
ⓑ ঘুমন্ত
ⓒ নিষ্ক্রিয়
ⓓ কোনোটিই নয়

7➤ জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কবে কার্যকর হয়?

ⓐ 1986 সালে
ⓑ 1987 সালে
ⓒ 1978 সালে
ⓓ 2001 সালে

8➤ কম্পিউটারের বোর্ডে সাধারণত কয়টি চাবি থাকে?

ⓐ 115
ⓑ 104
ⓒ 112
ⓓ 150

9➤ "সাম্যের জন্য শিক্ষা"- কোন কমিশনের সুপারিশ?

ⓐ কোঠারি কমিশন
ⓑ জনার্দন রেড্ডি কমেডি
ⓒ হান্টার কমিশন
ⓓ জাতীয় শিক্ষানীতি (1986)

10➤ -Exterior Caste"-কাদের বলা হয়?

ⓐ SC
ⓑ ST
ⓒ Obc
ⓓ GC

11➤ NCRHE - কবে গঠিত হয়?

ⓐ 1955
ⓑ 1945
ⓒ 1956
ⓓ 1960

12➤ কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে কে?

ⓐ NCERT
ⓑ UNICEF
ⓒ UGC
ⓓ CABE

13➤ পশ্চিমবঙ্গে অন্ধদের জন্য শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র আছে কোথায়?

ⓐ নরেন্দ্রপুর এ
ⓑ বোলপুরে
ⓒ শিবপুরে
ⓓ ব্যারাকপুরে

14➤ প্রথম কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ড এর কথা বলেছে?

ⓐ মাধ্যমিক শিক্ষা কমিশন
ⓑ ভারতীয় শিক্ষা কমিশন
ⓒ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
ⓓ জাতীয় শিক্ষানীতি

15➤ পরিনমন হল শিক্ষণ কি নির্ভর প্রক্রিয়া?

ⓐ অর্থ
ⓑ ব্যক্তি
ⓒ সমাজ
ⓓ বিদ্যালয়

16➤ ভারতের প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়?

ⓐ 15ই এপ্রিল
ⓑ 15 মার্চ
ⓒ 10 মার্চ
ⓓ 10 মে

17➤ ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকায় কতগুলি বিষয় আছে?

ⓐ 97
ⓑ 61
ⓒ 100
ⓓ 55

18➤ সাধারণ মানসিক ক্ষমতা কিরূপ?

ⓐ অর্জিত
ⓑ জন্মগত
ⓒ পরনির্ভরশীল
ⓓ বিশেষ প্রকৃতির

19➤ 15-20 এর মধ্যবিন্দু কত?

ⓐ 17
ⓑ 18
ⓒ 17.5
ⓓ 21

20➤ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়?

ⓐ 8আগস্ট
ⓑ 8সেপ্টেম্বর
ⓒ 8অক্টোবর
ⓓ 8নভেম্বর

21➤ সর্বশিক্ষা অভিযান কবে কার্যকরী হয়?

ⓐ 200 সালে
ⓑ 2001 সালে
ⓒ 2002 সালে
ⓓ 2014 সালে

22➤ শিখনের দ্বিতীয় স্তর কোনটি?

ⓐ ধারন
ⓑ গ্রহণ
ⓒ পুনরুদ্রেক
ⓓ প্রত্যভিজ্ঞা

23➤ উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান কোনটি?

ⓐ আইটিআই
ⓑ আইআইটি
ⓒ পলিটেকনিক
ⓓ সবগুলি ঠিক

24➤ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি?

ⓐ কোঠারি কমিশন
ⓑ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
ⓒ মাধ্যমিক শিক্ষা কমিশন
ⓓ কমিশন কোনোটিই নয়


24টি সম্ভাব্য শিক্ষাবিজ্ঞান এর mcq শুধু দেওয়া হল। পরবর্তীতে আমরা SAQ ও রচণাধর্মী প্রশ্ন ও উত্তর আলোচনা করব।


আরো পড়ো-

শিক্ষাবিজ্ঞান প্রশ্ন ও উত্তর। 

Post a Comment

0 Comments