দ্বন্দ্ব সমাস কয় প্রকার || উদাহরণসহ ব্যাখ্যা

 Para Suna:- মাধ্যমিকের ব্যাকরণের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল সমাস। তাই দ্বন্দ্ব সমাস কয় প্রকার ও কি কি উদাহরণসহ আলোচনা করা হলো। এছাড়া ও দ্বন্দ্ব সমাস চেনার উপায় / অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ / দ্বন্দ্ব সমাসের অর্থ প্রভৃতি আলোচনা করা হলো।

● দ্বন্দ্ব সমাস থেকে MCQ ও SAQ টাইপ QUESTIONS আসে। কোনোরকম ব্যাখ্যামূলক, রচনাধর্মী প্রশ্ন আসেনা । তাই দ্বন্দ্ব সমাস সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া অনেক সহজ হয়ে যায়।

● 2023 সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সমাস। কারণ ব্যাকরণ সিলেবাস থেকে বাক্য ও বাচ্য বাদ দেওয়া হয়েছে। তাই এবারে সমাসের উপরে অধিক প্রশ্ন থাকবে । নিম্নে দ্বন্দ্ব সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

দ্বন্দ্ব সমাস কয় প্রকার || উদাহরণসহ আলোচনা

দ্বন্দ্ব সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রত্যেকটি শ্রেণীর সংজ্ঞা ও উদাহরণ দেওয়া হল।



আলোচ্য বিষয়:-

  • দ্বন্দ্ব শব্দের অর্থ।
  • দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা। 
  • দ্বন্দ্ব সমাসের শ্রেণি।
  • প্রত্যেক শ্রেণীর উদাহরণ।
  • কুইজ প্রাক্টিস।

দ্বন্দ্ব শব্দের অর্থ:- 'দ্বন্দ্ব'- শব্দের সাধারণ অর্থ হল 'কলহ' বা 'ঝগড়া'। কিন্তু পারিভাষিক অর্থ হলো-'মিলন'। ব্যাকরণে 'দ্বন্দ্ব' শব্দের অর্থ 'জোড়া' বা 'যুগ্ম'।


দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা :- যে সমাসে সমস্যমান পদ দুটির প্রত্যেকটি অর্থ বজায় থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন- গান-বাজনা = গান ও বাজনা।


দ্বন্দ্ব সমাসের শ্রেণী:-  দ্বন্দ্ব সমাস সাধারণত ১0 প্রকার।যথা- (১) মিলনার্থক (২) সমার্থক (৩) বিপরীতার্থক (৪)বিকল্প অর্ধব্যঞ্জন (৫) সমাহার দ্বন্দ্ব (৬) ক্রিয়ায় ক্রিয়ায় দ্বন্দ্ব  (৭)দুই বিশেষণ পদের দ্বন্দ্ব (৮) অলুক দ্বন্দ্ব (৯) একশেষ দ্বন্দ্ব (১০) বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব।


মিলনার্থক দ্বন্দ্বঃ- দুই ব্যক্তি বা বস্তুর মিলন বোঝাতে যে দ্বন্দ্ব সমাস হয়, তাকে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বলে।

উদাহরণঃ- হরগৌরী=হর ও গৌরি।

দম্পতি= জায়া ও পতি।

 ভীমার্জুন= ভীম ও অর্জুন ।

কুশীলব= কুশ ও লব।

 হাতপা= হাত ও পা।

 দুধভাত=  দুধ ও ভাত।


সমার্থক দ্বন্দ্ব:-  সমার্থক শব্দ যোগে গঠিত দ্বন্দ্ব সমাসকে সমার্থক দ্বন্দ্ব সমাস  বলে। 


উদাহরণঃ- হাটবাজার= হাট ও বাজার ।

 কোর্টকাছারি = কোর্ট ও কাছারি ।

 তন্ত্রমন্ত্র= তন্ত্র ও মন্ত্র।

 ধনদৌলত= ধন ও দৌলত।

 মাথামুণ্ডু =মাথা ও মুণ্ডু।


বিপরীতার্থক দ্বন্দ্ব:- বিপরীতার্থক শব্দ সংযোগে কোনো সমাস গঠিত হলে তাকে, বিপরীতার্থক দ্বন্দ্ব' সমাস বলে।


উদাহরণঃ- আকাশ-পাতাল = আকাশ ও পাতাল ।

জন্ম-মৃত্যু =জন্ম ও মৃত্যু।

 রাতদিন= রাত ও দিন।

 সত্যমিথ্যা = সত্য ও মিথ্যা।

 পাপ-পুণ্য= পাপ ও পূণ্য।

 ছেলেমেয়ে = ছেলে ও মেয়ে।


বিকল্প অর্থ ব্যঞ্জকঃ-  দুইটি সমস্যমান পদের মধ্যে কোনো একটি গ্রহণীয় হলে, তাকে বিকল্প অর্থব্যঞ্জন দ্বন্দ্ব সমাস বলে।


উদাহরণঃ- হারজিত= হার বা জিত।

 দশএগারো = দশ বা এগারো। 

 জানাঅজানা= জানা বা অজানা।


সমাহার দ্বন্দ্বঃ- দুই বা বহুর সমষ্টি বোঝালে সমাহার দ্বন্দ্ব সমাস হয়।


উদাহরণঃ- ডালভাত= ডাল ও ভাত।

 রাজাবাদশা= রাজা ও বাদশা।

 ভাত-কাপড়= ভাত ও কাপড় ।

লজ্জাশরম= লজ্জা ও শরম।


ক্রিয়ায় ক্রিয়ায় দ্বন্দ্বঃ- সমস্যমান পদ দুটি যদি ক্রিয়াপদ হয়, তবে তাকে ক্রিয়ায় ক্রিয়ায় দ্বন্দ্ব সমাস বলে।


উদাহরণঃ- মারোধরো= মারো ও ধরো।

হাসিকান্না = হাসি ও কান্না।

পরিমরি= পরি ও মরি।

দেখেশুনে= দেখে ও শুনে।

 নাচগান= নাচ ও গান।


দুই বিশেষণ পদের সমাহার দ্বন্দ্বঃ- সমাসের সমস্যমান পদ দুটি যদি বিশেষণ পদ হয়,তবে তাকে দুই বিশেষণ পদের সমাহার দ্বন্দ্ব সমাস বলে।


উদাহরণঃ- ভালো-মন্দ= ভালো ও মন্দ ।

হিতাহিত= হিত ও অহিত।

লঘুগুরু =লঘু ও গুরু।


অলুক দ্বন্দ্বঃ- দ্বন্দ্ব সমাসের বিভক্তির লোপ না হলে তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে ।


উদাহরণঃ- পথে-ঘাটে= পথে ও ঘাটে।

 বনেবাঁদাড়ে=  বনে ও বাদাঁড়ে ।

ঠারেঠোরে=  ঠারে ও ঠোরে।


একশেষ দ্বন্দ্ব:- যখন সমস্যমান পদগুলির পরিবর্তে একটি মাত্র নতুন পদ তৈরি হয়, তখন তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে।

উদাহরণ:- তোমরা= তুমি ও সে ।

আমরা = তুমি ও আমি ।

বাবারা = বাবা, কাকা ইত্যাদি।

 মিতারা=  রিতা,গিতা, মিতা ইত্যাদি।


বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব:- একাধিক বিশেষ্য পদের সাহায্যে গঠিত দ্বন্দ্ব সমসকে বহুপদনিষ্পন্ন দ্বন্দ্ব সমাস বলে।


উদাহরণ:- তেলনুনলকড়ি =তেল,নুন ও লকড়ি।

 শঙ্খচক্রগদাপদ্ম=শঙ্খ, চক্র ,গদা ও পদ্ম।

 রূপরসগন্ধস্পর্শ= রূপ,রস,গন্ধ ও স্পর্শ।


মাধ্যমিক ব্যাকরণ দ্বন্দ্ব সমাস এর ওপর অনলাইন মক টেস্ট CLICK QUIZ BOTTOM 


Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

 More Related Post- 

কর্তা কারক সম্পর্কে আলোচনা 


কর্ম কারক সম্পর্কে উদাহরণসহ আলোচনা 


করণ কারক সম্পর্কে আলোচনা 


অধিকরণ কারক সম্পর্কে আলোচনা করো 


অপাদান কারক সম্পর্কে আলোচনা করো 


Post a Comment

0 Comments