বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ প্রশ্ন উত্তর|| Class 10 Life Science chapter 3 question answer


পড়াশোনা:-দশম শ্রেণীর জীবন বিজ্ঞান , বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ MCQ & SAQ। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশ্ন - উত্তর  সাজানো হয়েছে। তবে প্রতি বছরের জন্য এই প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের পরীক্ষার্থীরা খুজে চলেছে - বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ mcq , বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ প্রশ্ন উত্তর  , মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর , মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 2022, জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর mcq , Class 10 Life Science question answer in bengali chapter 3 , Class 10 Life Science chapter 3 question answer প্রভৃতি

■ নির্দিষ্ট সূচীতেই নির্দিষ্ট সময়েই পরীক্ষা হবে। গরমের ছুটির পরেই প্রিটেস্ট পরীক্ষা শুরু হবে। তাই তোমাদের কথা ভেবেই আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর দেওয়া হলো। প্রশ্নের উত্তরের PDF দেওয়া হলো। বার্ষিক পরীক্ষায় 99% সম্ভাবনা আসার। 

বিষয় জীবন বিজ্ঞান 
অধ্যায় তৃতীয়ঃ বংশগতি ও কয়েকটি
সাধারণ জিনগত রোগ 
প্রশ্নের ধরণMCQ & SAQ ।
প্রশ্ন সংখ্যা  MCQ - 56
SAQ - 15 
প্রশ্নের মান 1


মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায়ঃ থেকে গুরুত্বপূর্ণ mcq


1.যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পারিনিষেক হয় , তবে F1 প্রজন্মে কতগুলি ভিন্ন প্রকারের ডিম্বক উৎপন্ন হবে ?

Ans: ২   ।

2. একটি বিশুদ্ধ লম্বা মটরগাছের জিনোটাইপ কী হবে ?

Ans : TT   ।

3.হিমোফিলিয়া A রোগ হয় নিম্নলিখিত কোন ফ্যাক্টরের অভাবে ?

Ans : ফ্যাক্টর-VIII  ।

4. নিম্নলিখিত কোনটি সংকারজাতের গুরু ?

Ans :   জার্সি শাহিওয়াল।

5.ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা কত ?

Ans : ৪৭ 

6.নিম্নলিখিত কোনটির শিশু প্রাণীর নাম নিমফ ? 

Ans : আরশোলা 

7. ব্যাকটেরিয়া ই কোলাই -এ বর্তমান বংশগত বস্তু কী ?

Ans : দ্বিতন্ত্রী DNA 

8. 'jumping gene' তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত ?

Ans : ম্যাকক্লিনটক 

9. মিউটেশন তত্বের প্রবক্তা কে ?

Ans : ডিভ্রিস 

10. বংশগতিবিদ্যার জনক কে ?

Ans : মেন্ডেল 

11. মটর গাছে মেন্ডেলের পরীক্ষায় কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন ?

Ans : সবুজ রঙের বীজ 

12. কোন বিজ্ঞানী মেন্ডেলের তত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করেন ? 

Ans : চারগ্রাফ 

13. কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছকে জীন তত্বের জন্য ব্যবহার করেন ?

Ans : মরগান 

14. মেন্ডেলের দ্বিসংকর জননের ফেনোটাইপ অনুপাত কত ?

Ans : ১:২:১

15. পরিব্যক্তিবাদের জনক কে ?

Ans : হুগো দ্য ভ্রিস 

16. মেন্ডেলের প্রথম সূত্রটি কোন ধরনের সূত্র ?

Ans : পৃথকীভবনের সূত্র 

17. হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কারণ কী ?

Ans :X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট 

18. জীন তত্বের জনক বলা হয় কাকে ?

Ans : মেন্ডেল 

19. একটি সংকর লম্বা মটরগাছের জিনোটাইপ কী হবে ?

Ans : T t 

20. tt  * Tt  এরূপ সংকরায়ণকে কী  বলে ? 

Ans : ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস 

21. থেলাসেমিয়া রোগের বাহক কে ?

Ans : মহিলা 

22. tt  এবং Tt মটরগাছের সংকরায়ণের ফলে , কত শতাংশ সংকর লম্বা মটরগাছ জন্মাবে ?

Ans : ৫০ %

23. YyRr  জিনোটাইপ যুক্ত মটরগাছ থেকে কতপ্রকার গ্যামেট উৎপন্ন হবে ?

Ans : ৪ প্রকার 

24. বংশানুক্রমিক রোগ হিমোফিলিয়ার বাহক করা ?

Ans : মহিলা এবং পুরুষ 

25. মানবদেহের নিম্নের কোন রোগটি বংশপরম্পরায় নিয়ন্ত্রিত হয় ?

Ans : অ্যালক্যাপটোনিউরিয়া 

26. 44A + XXX জেনোটাইপযুক্ত মহিলার বারবডির সংখ্যা কত ? 

Ans : দুটি

27. আধুনিক জিনবিদ্যার জনক কে ? 

Ans : গ্রেগর মেন্ডেল 

28. মেন্ডেলের মতে জনিতৃ জীবদের সংকরায়নের প্রথম অপত্যে উৎপন্ন জীবদের কোন বৈশিষ্ট প্রকাশ পায় ?

Ans : প্রকট 

 29.কোনধরনের RNA বংশগতি তথ্য  বহন করে DNA  থেকে নকল করে ?

Ans :m RNA 

30. সেক্স ক্রোমোজোম বা অটোজোমে কোন একটি নির্দিষ্ট জিনের অবস্থান শনাক্ত করা যায় কার মাধ্যমে ?

Ans : রেসিপ্রোক্যাল ক্রস এর মাধ্যমে 

31. নিম্নের কোনটি বংশগতি রক্তাল্পতাজনিত ত্রুটি ?

Ans : থ্যালাসেমিয়া 

32. মেন্ডেলের দ্বিসংকর জননের ফেনোটাইপের অনুপাতটি কী ?

Ans : ৯:৩:৩:১

33. জাম্পিংকার জিন আবিষ্কার কার নামের সাথে যুক্ত ?

Ans : ডঃ বারবারা ম্যাকলিনটক 

34. DNA সিকোয়েনসিং পদ্ধতি কে আবিষ্কার করেন ?

Ans : ফেড্রিক সংগার 

35. হিমোফিলিয়া রোগের জীন হল ? 

Ans : X সংযোজিত প্রচ্ছন্ন 

36. ক্যান্সার কোন জিনের সক্রিয়তার ফলে হয় ?

Ans : অঙ্কোজিন 

37. WISC -R  পরীক্ষাটি হল ?

Ans : শিশুর ব্যক্তিগত পরীক্ষা 

38. একজন স্বাভাবিক পুরুষের সাধারণ জিনগত গঠন দেখা যায় ?

Ans : XY ক্রোমোজোম 

39. নিম্নের কোন রোগটি মানুষের বংশগত রোগ নয় ?

Ans : অ্যালঝাইমার রোগ 

40. নিম্নের কোনটি সহপ্রকটতার উদাহরণ ?

Ans : গোলাপি সন্ধ্যামালতি ফুল 

41. নিম্নের কোনটি বংশগত বৈশিষ্ট বহন করে ?

Ans : নিউক্লিক অ্যাসিড 

42. মানুষের ক্ষেত্রে রোলার জিভ কি ধরনের বৈশিষ্ট প্রকাশ করে ?

Ans : অটোজমিয় প্রকট 

43. ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী  বলা হয় ?

Ans : লোকাস 

44. একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্টযুক্ত জীবের সংকরায়ানকে কী বলে ?

Ans : এক সংকর 

45. ক্রিস্টমাস রোগ হল ?

Ans : হিমোফিলিয়া B 

46. কে সর্বপ্রথম শিশুদেহে বিটা থ্যালাসেমিয়া মেজর রোগটি বর্ণনা করেন ?

Ans : বেনটন কুলি 

47. অসম্পূর্ণ প্রকটতা নিম্নের কোনটিতে লক্ষ্য করা যায় ?

Ans : সন্ধ্যামালতী 

48.মানুষের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা নিম্নের কোনটি ?

Ans : টেস্যাক্স ডিজিজ 

49. কোন বিজ্ঞানী লিংকেজের ঘটনা প্রথম প্রমান করেন ?

Ans : মরগ্যান 

50. বংশগতিতে চেকার বোর্ডের স্রষ্টা কে ?

Ans : পানেট 

51. মানুষের একক মেন্ডেলিয়ান চরিত্রটি কী ?

Ans : সিকল সেল অ্যানিমিয়া 

52. সবুজ বর্ণান্ধতাকে কী  বলা হয় ?

Ans : ডিউটেরানোপিয়া 

53. লাল বর্ণান্ধতাকে কী  বলা হয় ?

Ans : প্রোটানোপিয়া 

54. মানুষের চোখে বর্ণ চিনবার জন্য দায়ী কোশ কোনটি ?

Ans : কোণ কোশ 

55.জীবের জিনগত গঠনের প্রকাশকে কী বলা হয় ?

Ans : জিনোটাইপ 

56. হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে উপস্থিত জিন সমষ্টিকে কী বলে ?

Ans : জিনোম 


মাধ্যমিক জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ SAQ 


1. বংশগতি কাকে বলে?

Ans:- জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের অনুক্রমিক সঞ্চালনকে বংশগতি বা হেরিডিটি বলে।


2. প্রকরণ কাকে বলে?


Ans:- যৌন জনন ও পরিব্যক্তির ফলে কোন জীব প্রজাতিতে যে বাহ্যিক বা আভ্যন্তরীণ বৈচিত্র দেখা যায় তাকে প্রকরণ বলে।


3. জিন বলতে কী বোঝো?


Ans:- মেন্ডেল জিন সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন । তিনি বংশগতির একক বা উপাদানকেই ফ্যাক্টর বলে উল্লেখ করেন। পরবর্তীতে এই ফ্যাক্টরকেই জিন বলা হয়।


4. লোকাস কাকে বলে?

Ans:- ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অ্যালিল গুলি অবস্থান করে তাকে লোকাস বলে।


5 . সংকরায়ন কাকে বলে?


Ans:- কোন চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্য যুক্ত দুটি জীবের যৌন জননকে সংকরায়ন বলে।


6. সংকর জীব কাকে বলে?


Ans:- দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীব এর যৌন জননের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলা হয়।


7.মেন্ডেলের প্রথম সূত্রটি কী ?


ANS- কোনো জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য তার পরবর্তী জনুতে গিয়ে গুণগতভাবে মিশ্রিত না হয়ে পৃথকভাবে অবস্থান করে এবং জননকোষ গঠনকালে তারা পুনরায় পরস্পরের কাছ থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। 


8. সেক্স ক্রোমোজোম কয় প্রকার ও কী কী ?


ANS- দুই প্রকার। যথা - বৃহৎ X ক্রোমোজোম ও ক্ষুদ্র Y ক্রোমোজোম। 


9. বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে ? উদাহরণ দাও ।


Ans: কোনো জীব বংশানুক্রমে একরকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ বা খাঁটি জীব বলে । মেন্ডেলের একসংকর পরীক্ষায় জনিতৃ জনুর লম্বা ( TT ) ও বেঁটে ( tt ) মটর গাছ হলো বিশুদ্ধ উদ্ভিদের উদাহরণ । 


10. প্রকরণ কাকে বলে ? এর কারণ কী ? 


Ans: যৌন জননের সময় জিনের পরিবর্তনে বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকরণ বলে । জিনগত পরিবর্তন প্রকরণের কারণ । 


11. মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত ?

 

Ans: ফিনোটাইপ অনুপাত , লম্বা ও বেঁটে = 3 : 1 জিনোটাইপ অনুপাত , বিশুদ্ধ লম্বা সংকর লম্বা বিশুদ্ধ বেঁটে = 1 : 2 : 1 


12বর্ণান্ধতা কী ? এই রোগের লক্ষণ কী ?

Ans: মানুষের X ক্রোমোজোমের একটি জিনের পরিবর্তনের জন্য চোখের রেটিনায় কোন কোশে অপসিন প্রোটিনের ত্রুটি দেখা দেয় । ফলে মানুষ লাল , সবুজ বা কোনো কোনো ক্ষেত্রে নীল বর্ণও চিনতে পারে না । একে বর্ণান্ধতা বলে ।

 লক্ষণ : লাল , সবুজ বা নীল বর্ণ দেখতে না পাওয়া । 


13. ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে ? 


Ans: কোনো জীবের বৈশিষ্ট্যাবলির বাহ্যিক প্রকাশকে ওই জীবের ফিনোটাইপ বলে এবং জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তার জিনোটাইপ বলে । 


14. হোমোজাইগ্যাস বা সমসংকর জীব কাকে বলে ? 

Ans: কোনো জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাশে একই প্রকার জিন থাকলে একে হোমোজাইগাস জীব বলে । 


15. পিতা – মাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় কেন ? 

Ans: যৌন জননের সময় পিতা এবং মাতার দেহে উৎপন্ন গ্যামেট মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং জাইগোট থেকে বিভাজনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয় । পিতা ও মাতার জনন থেকে অপত্য উৎপন্ন হওয়ায় অপত্যে পিতা ও মাতার মতো বৈশিষ্ট্য হয় । 


সম্পূর্ণ প্রশ্ন উত্তরের PDF পেতে CLICK করো নীচের DOWNLOAD বোতামে 

File Name : life science MCQ 

size: 351.7 k

File location:- Google drive 

File Type:- PDF.

DOWNLOAD PDF File 




আরো পড়ো......


নার্সিং পরীক্ষার Online mock test 


জীবন বিজ্ঞান 100 mcq with PDF 


জীবন বিজ্ঞান মকটেস্ট 


WBJEE ANM and GNM পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস 


Post a Comment

0 Comments