পড়াশোনা - মাধ্যমিকের বাংলা পাঠ্য প্রবন্ধঃ হারিয়ে যাওয়া কালি কলম MCQ & SAQ, হারিয়ে যাওয়া কালি কলম ছোটো প্রশ্ন ও উত্তর ,হারিয়ে যাওয়া কালি কলম প্রশ্ন উত্তর ,হারিয়ে যাওয়া কালি কলম থেকে প্রশ্ন উত্তর ,হারিয়ে যাওয়া কালি কলম ছোট প্রশ্ন ,হারিয়ে যাওয়া কালি কলম এর ছবি ,হারিয়ে যাওয়া কালি কলম pdf,হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের বিষয়বস্তু ,হারিয়ে যাওয়া কালি কলম বড় প্রশ্ন ,হারিয়ে যাওয়া কালি কলম এর বড় প্রশ্ন উত্তর ,হারিয়ে যাওয়া কালি কলম প্রভৃতি আলোচনা করা হলো আজকের পোস্টে।
*মাধ্যমিকের বাংলার প্রস্তুতি আরো ভালো করার অন্যতম মাধ্যম হলো টেস্ট পেপারের পাশাপাশি WWW.PARASUNA.COM এর নোট ,সাজেশন ও প্রাকটিস সেটগুলো ভালোভাবে অনুশীলন করা। এছাড়াও রচনাধর্মী প্রশ্নোত্তর গুলো অভিজ্ঞ শিক্ষকের পরামর্শে নির্বাচিত। তাই ছোটো প্রশ্নোত্তরের পাশাপাশি বড়ো প্রশ্নোত্তরগুলিও অনুশীলন করবে। এছাড়াও আরো পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্যে CLICK HERE.
মাধ্যমিকের বাংলা পাঠ্য প্রবন্ধঃ হারিয়ে যাওয়া কালি কলম এর গুরুত্বপূর্ণ MCQ
বিষয় | মাধ্যমিক বাংলা |
আলোচ্য | হারিয়ে যাওয়া কালি কলম |
প্রশ্নের ধরন | MCQ & SAQ |
প্রশ্ন সংখ্যা | ২৮ টি (MCQ),১৩টি (SAQ) |
আরো জানতে | CLICK HERE |
Q ➤ হারিয়ে যাওয়া কালি কলম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Q ➤ বাংলায় একটা কথা চালু ছিল -কথাটা কী?
Q ➤ শ্রীপান্থ এর প্রকৃত নাম কী?
Q ➤ কালি কলম মন, লেখে তিনজন -এটি কী?
Q ➤ লেখক ছাড়া কারো হাতে কী ছিলনা?
Q ➤ লেখার পাতা বলতে কাকে বোঝানো হয়েছে?
Q ➤ গরুকে অক্ষর খাওয়ানো কী বলে গণ্য হতো?
Q ➤ অক্ষরজ্ঞানহীনকে লোকে কী বলে?
Q ➤ লেখক এর পরের রান্না হত কিসে?
Q ➤ আতপ চাল ভেজে পুড়িয়ে তা কীসের কাজে লাগানো হতো?
Q ➤ ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কী?
Q ➤ রোম সাম্রাজ্যের অধীশ্বর কে ছিলেন?
Q ➤ নীলনদের তীর থেকে কী আনার কথা বলা হয়েছে?
Q ➤ খাগের কলম দেখা যায় একমাত্র কখন?
Q ➤ পালকের কলম এর ইংরেজি নাম কী?
Q ➤ এখন পালকের কলম দেখতে পাওয়া যায় কোথায়?
Q ➤ "একজন বিদেশী সাংবাদিক লিখেছিলেন"- কী লিখেছিলেন?
Q ➤ দার্শনিক কাকে বলা হয়?
Q ➤ 'ঝরনা কলম' নামটি কার দেওয়া?
Q ➤ ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন?
Q ➤ কলকাতায় নামী কলমের দোকান কোথায় ছিল?
Q ➤ দোকানদারের কাছ থেকে লেখক কী পেন কিনেছিলেন?
Q ➤ ফাউন্টেন সংগ্রহ করতেন কোন বিখ্যাত লেখক?
Q ➤ "তারও ছিল ফাউন্টেন পেনের নেশা"- কার?
Q ➤ আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল?
Q ➤ একসময় লেখা শুকনো হতো কী দিয়ে?
Q ➤ "বঙ্কিমচন্দ্র লিখেছিলেন"- কী লিখেছিলেন?
Q ➤ চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কত টাকা পেয়েছিলেন?
হারিয়ে যাওয়া কালি কলম থেকে গুরুত্বপূর্ণ SAQ
Ans:- এই তিনজন বলতে বোঝানো হয়েছে যে কলম দিয়ে লেখক লেখেন সেই কলম ও তার কালি এবং লেখকের মনকে।
2 . "সবাই এখানে লেখক"- সবাই এখানে লেখক কেন?
Ans:- সংবাদপত্র বা পত্রিকার অফিসে সকলকে কোনো না কোনো ধরনের লেখার সঙ্গে যুক্ত থাকতে হয়। তাই বক্তার অফিসে সবাই লেখক।
3. " বাংলায় একটা কথা চালু ছিল"- যে কথাটা চালু ছিল সেটি কী?
Ans:- বাংলায় এক সময়ে যে কথাটা প্রচলিত ছিল সেটা হল- "কালি নেই, কলম নেই, বলে আমি মুন্সী।"
4 . " তাতে লিখে আমার সুখ নাই"- তাতে লিখে সুখ নেই কেন?
Ans:- অফিসে কলম নিয়ে যেতে ভুলে গেলে সহকর্মীদের কাছ থেকে যদি বক্তা একটা কলম পেয়েও যান, তবে সেটির শুকনো কালি ও ভোতা মুখের জন্য তার দ্বারা তিনি স্বচ্ছন্দে লিখতে পারেন না। তাই এমন কলমে লিখে বক্তার সুখ হয়না।
1 Comments
Thank you so much sir 😇
ReplyDelete