H.S HISTORY. পঞ্চম অধ্যায় :-ঔপনিবেশিক ভারতের শাসন ।
● WBCHSE 2022 সালের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে 2021 সালের প্রস্তাবিত সিলেবাস অনুযায়ী। সেই সিলেবাস অনুযায়ী এবছর প্রথম অধ্যায় "অতীতকে স্মরণ " থেকে MCQ থাকবে 4 টি। সুতরাং এই অধ্যায়ের উপর অধিক গুরুত্ব দিতে হবে।
ইতিহাসে ভালো রেজাল্ট করার নিয়মাবলী:-
●প্রথমে অধ্যায়টি তিনবার রিডিং পড়তে হবে।
●শেষবার খুঁটিয়ে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ সাল ,নাম, গ্রন্থ, প্রভৃতি কলম দিয়ে দাগ দিতে হবে।
● এর পর গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে প্রশ্ন ও উত্তর তৈরি করে খাতায় লিখবে।
●সব অধ্যায় থেকে এরূপ প্রশ্ন ও উত্তর করা শেষ হয়ে গেলে টেস্ট পেপারের MCQ ও www.parasuna.com এর মকটেস্ট অনুশীলন করবে।
● অনুশীলন চলাকালীন যে নতুন নতুন গুরুত্বপূর্ণ অজানা প্রশ্ন ও উত্তর পাবে আমাদের DAILY MOCK TEST PRACTICE SET থেকে তা খাতায় লিখে নেবে।
Time's Up
score:
2 Comments
Nice quiz sir
ReplyDeleteKhub sohoj chilo
ReplyDelete