LAST MINUTE POLITICAL SCIENCE SUGGESTIONS 2022||উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 সালের পরীক্ষার্থীদের জন্য।

 

 LAST MINUTE POLITICAL SCIENCE SUGGESTIONS 2022||উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 সালের পরীক্ষার্থীদের জন্য। 


HELLO,আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ? আশা করি ভালই চলছে। তোমাদের কথা মাথায় রেখেই অন্যান্য বারের মতো এবারও আমি লাস্ট মিনিট সাজেশন তৈরি করেছি । তোমরা লক্ষ্য করেছো, বিগত বছরগুলোতে আমি যে উচ্চমাধ্যমিকের আর্স বিষয়ের সাজেশন গুলি দিয়েছিলাম, তা থেকে অনেক কমন এসেছে। কিন্তু দুঃখের বিষয় করুণা পরিস্থিতিতে তোমরা ক্লাস করার সুযোগ পাওনি, এমনকি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসতে পাঞরে সে সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়নি । তবে যারা আমার ওয়েবসাইটটি নিয়মিত ফলো করছো বা করবে তারা অবশ্যই কোন ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে ধারণা পেয়েছো এবং পাবে। আজকে যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটি তোমাদেরকে দিলাম তা অবশ্যই ডাউনলোড করে রাখতে পারো ।অনেকে প্রিন্ট আউট বের করে রাখতে পারো। এই কটা প্রশ্ন পড়লেই আশা করবো তোমরা আটটি প্রশ্নের মধ্যে আটটি কমেন্ট পাবে । তবে তোমাদের উত্তর করতে হবে মূলত পাঁচটি প্রশ্নের । MCQ   এবং  ACQ সম্পর্কে তোমরা কোনো চিন্তা করবে না ।কারণ আমার ওয়েবসাইটে যে mcq & acq গুলো অধ্যায়ভিত্তিক দেওয়া হচ্ছে সেগুলি অনুসরণ করলেই তোমাদের পরীক্ষার প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে ।



উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান "Last Minute SUGGESTIONS-2022 ।

www.parasuna.com এর অসামান্য প্রয়াস। 


■ প্রথম অধ্যায় :-আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা:-

1- আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো ।

2-আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো।

3- বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো ।

4-বিশ্বায়ন বলতে কী বোঝো? বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ আলোচনা করো।

পঞ্চমঃ- অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ।

1. সংশোধনমূলক উদারনীতিবাদ বলতে কী বোঝো? সংশোধনমূলক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

2- কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো ।

3-মার্কসবাদের মূল সূত্র গুলি আলোচনা করো।

4- গান্ধীজীর রাজনৈতিক দর্শনের মূল সূত্র গুলি আলোচনা করো।

ষষ্ঠ অধ্যায়ঃ সরকারের বিভাগ সমূহ ।

1.দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ।

2-বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো? বিচারবিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো ।

3-ক্ষমতাস্বতন্ত্রীকরন কাকে বলে ?ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো।

সপ্তম অধ্যায়ঃ ভারতের শাসন বিভাগ ।

1- ভরতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।

2-ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

3-ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো।

অষ্টম অধ্যায়ঃ ভারতের আইন বিভাগ।

1-অর্থবিল কাকে বলে? লোকসভায় কিভাবে অর্থবিল পাস হয় ।

2-লোকসভার স্পিকারের ক্ষমতা,কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো ।

3-ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো ।

4-পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

নবম অধ্যায়ঃ ভারতের বিচার বিভাগ ।

1-ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ।

2-ভারতের অধঃস্তন আদালতসমূহের উপর একটি টীকা লেখো।

                       - Best Of Luck-

 www.parasuna.com, Last Minute Suggestion 2022.



ভারতবর্ষ গল্পের সাজেশন পেতে- CLICK HERE 👉"ভারতবর্ষ গল্প"


Post a Comment

0 Comments