WBJEE GNM & ANM SYLLABUS 2022||সরকারি ও বেসরকারি নার্সিং কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২২

 ANM & GNM SYLLABUS:- Hello, আমার প্রিয় ছাত্র ছাত্রী তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো । ইতিমধ্যে অনেকে সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম  ফিলাপ করেছো, তবে এর জন্য তোমাদের CAT পরীক্ষায় বসতে হবে। গতবছর থেকে WEST BENGAL ANM & GNM NURSING JOINT ENTRANC EXAMINATION  BOARD এই পরীক্ষার আয়োজন করছে।  

■ অনেকের স্বপ্ন এই সমস্ত সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার। তাই অনেকেই ভর্তি পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছো। কিন্তু পরীক্ষায় বসলেই সুযোগ পাওয়া যায় না। রীতিমতো ভালো SCORE তুলতে হয়।এর জন্য চাই সঠিক প্রস্তুতি। 

Wbjee ANM & GNM পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইলে সবার আগে SYLLABUS-2022 সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। 115 নম্বরের পরীক্ষা হয় । এই পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে তা সকলের জানা প্রয়োজন। 

■ তবে তোমাদের দুশ্চিন্তার কিছু নেই। তোমাদের সহযোগিতার জন্য আমাদের PARASUNA.COM  গ্রুপের টিম পাশে থাকবে। তাই PARASUNA.COM এ সিলেবাস আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা, ধারাবাহিক মকটেস্ট প্রকাশ, NOTE , SUGGESTIONS প্রকাশ করতে চলেছে।আজকে সরকারি- বেসরকারি নার্সিং কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস 2022 আলোচনা করা হলো। 


WBJEE ANM & GNM NURSING পরীক্ষা সংক্রান্ত তথ্য 2022


  • CAT পরীক্ষা নেওয়া হবে  115 নম্বরের ।
  • সময়ঃ থাকবে 1ঘন্টা 30 মিনিট। 
  • পরীক্ষায় দুটি গ্রুপ থাকবে। গ্রুপ -i -এ থাকবে MCQ মান -1 এবং  গ্রুপ-ii এ থাকবে SAQ মান -2 এর।
  • সর্বমোট 100 টি প্রশ্ন  থাকবে। এর মধ্যে 85 টি MCQ এবং 15 টি SAQ ।
  • পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। 4 টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে।
  • তবে গ্রুপ - ii এ 2 নম্বরের 15 টি  প্রশ্ন থাকবে। এই গ্রুপে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। 
  • প্রশ্নপত্র ইংরেজী ও বাংলা উভয় ভাষায় থাকবে। তবে ইংরেজী গ্রামার ও রিজিনিং শুধু ইংরেজীতে থাকবে। 


WBJEE ANM & GNM  পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস 2022





SUBJECT MARKS
জীবন বিজ্ঞান 50
গণিত 10
ভৌতবিজ্ঞান 25
ইংরেজি গ্রামার 15
সাধারণ জ্ঞান 10
রিজনিং5
মোট সময় 1.30 minute 
মোট নম্বর 115


বিষয়ভিত্তিক প্রশ্ন সংখ্যা ও নম্বর 

উপরের সিলেবাস অনুযায়ী 5 টি বিষয় থাকবে।তার মধ্যে জীবন বিজ্ঞান থেকেই  30টি  MCQ ও 10টি(2 নম্বরের) SAQ থাকবে। 



SUBJECTGROUP-A
NUMBER OF
 QUESTION
TYPE OF
 QUESTION-MCQ (MARKS-1)
GROUP-B
NUMBER OF
 QUESTION
TYPE OF
 QUESTION-SAQ(MARKS-2)

TOTAL
QUESTION
TOTAL
MARKS
ভৌতবিজ্ঞান 1552025
জীবনবিজ্ঞান 30104050
ইংরেজি 15---1515
সাধারণ জ্ঞান 10---1010
গণিত 10---1010
রিজনিং 5---55
TOTAL8515*2=30100115


আরো বিস্তারিত সিলেবাস জানতে DOWNLOAD PDF ফাইল।


FILE NAME:- NURSING CATEGORY 

FILE SIZE:- 21 cm × 42 cm(2mb)

CLICK HERE 👇👇👇👇

DOWNLOAD PDF 



Post a Comment

0 Comments