WBPSC FOOD SI Practice set -2

Hello,আমার প্রিয় ছাত্র-ছাত্রী তোমরা অনেকেই WBPSC food Sub inspector পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছো। তোমাদের প্রস্তুতিতে সহযোগিতা করার জন্য পড়াশোনা টিমের পক্ষ থেকে আজকে WBPSC FOOD SI Practice set -2 আপলোড করা হলো। কোন প্রশ্নের উত্তর নিয়ে সন্দেহ থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারো।

∗পরিশ্রম আর মেধা সাফল্য এনে দেয়। তাই আমাদের ওয়েবসাইটে দেওয়া প্র্যাকটিস সেটগুলি নিয়মিত অনুশীলন করলে অবশ্যই পরীক্ষায় সাফল্য পাবে। ধন্যবাদ লেখাটি মনোযোগ সহকারে পড়ার জন্য।



ExamWBPSC FOOD
 SI 
No of Questions15
TypeMCQ
Marks 1/questions 



WBPSC FOOD SI Practice set -2


1. ' ওয়াহাবি ' শব্দের অর্থ কী?

(A) নবজাগরণ

(B) অতৃপ্ত জাগরণ

(C) মহাজাগরণ

(D) গণজাগরণ


Ans:- (A) নবজাগরণ।


2. 'বাংলার নানাসাহেব' কাকে বলা হত?

(A) রাম রতন মল্লিককে

(B) বিরসা মুন্ডাকে

(C) রামমোহন রায়কে

(D) বিদ্যাসাগরকে


Ans:- (A) রাম রতন মল্লিককে।


3. তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন?

(A) কলকাতায়

(B) দিনাজপুরে

(C) নারকেলবেড়িয়া গ্রামে

(D) মেদিনীপুরে


Ans:- (C) নারকেলবেড়িয়া গ্রামে।


4. বঙ্কিমচন্দ্র 'বন্দেমাতরম ' সংগীত কবে রচনা করেন?

(A) ১৮৭০ সালে

(B) ১৮৭৫ সালে

(C ) ১৮৮২ সালে

(D) ১৮৯০ সালে


Ans:- (B) ১৮৭৫ সালে।


(5) বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়?

(A) বোম্বাইয়ে

(B) পাঞ্জাবে

(C) গুজরাটে

(D) মাদ্রাজে


Ans:- গুজরাটে।


(6) গঙ্গা নদীর মূল উৎস কোথায়?

(A) যমুনোত্রী হিমবাহ

(B) যেমু হিমবাহ

(C) সিয়াচেন হিমবাহ

(D) গঙ্গোত্রী হিমবাহ


Ans:- (D) গঙ্গোত্রী হিমবাহ।


(7) ভারতের 'সিলিকন ভ্যালি' বলা হয় কাকে?

(A) দিল্লিকে

(B) কোলকাতাকে

(C) বেঙ্গালুরুকে

(D) চেন্নাইকে


Ans:- (C) বেঙ্গালুরুকে।


(8) ভারতের কোথায় প্রথম মেট্রোরেল চালু হয়?

(A) উত্তরপ্রদেশে

(B) মুম্বাইতে

(C) কলকাতাতে

(D) মাদ্রাজে


Ans:- (C) কলকাতাতে।


(9) ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কী?

(A) গোয়া

(B) সিকিম

(C) বিহার

(D) মিজোরাম


Ans:- (A) গোয়া।


(10) তথ্যপ্রযুক্তি শিল্পের মূল কাঁচামাল কী?

(A) লোহা ও ইস্পাত

(B) কয়লা

(C) মানুষের মেধা

(D) বিদ্যুৎ


Ans:- (C) মানুষের মেধা।


(11) চা এবং কফিতে কোন উত্তেজক রাসায়নিক পদার্থ পাওয়া যায়?

(A) নিকোটিন

(B) ক্যাফিন

(C) ক্লোরোফিল

(D) পারদ


Ans:- (B) ক্যাফিন।


(12) 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে 8400 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে?

(A)3560.16 টাকা

(B) 3820.15 টাকা

(C)4213.21 টাকা

(D) 1243.10 টাকা


Ans:- (A)3560.16 টাকা।


(13) A একটি কাজ 15 দিনের শেষ করতে পারে। কিন্তু B ওই কাজটি 10 দিনে শেষ করে।B একা 8 দিন কাজ করার পর চলে গেল।A একা বাকি কাজটি কত দিনের শেষ করতে পারবে?

(A)2 দিনে

(B) 3দিনে

(C) 6দিনে

(D) 8দিনে


Ans:-(B) 3 দিনে।


(14) পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা123 দ্বারা বিভাজ্য?

(A)10086

(B)10079

(C)10035

(D)10068


Ans:-(A) 10086


(15) বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে, ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে?

(A)5%

(B)10%

(C)15%

(D)20%


Ans:- (D)20%


আরো দেখো:-


WBPSC FOOD SI Practice set -1







Post a Comment

0 Comments