উচ্চমাধ্যমিকের পাঠ্য কবিতা- "রূপনারানের কূলে"-রবীন্দ্রনাথ ঠাকুর।
বিষয়বস্তু:- সুদীর্ঘ জীবনে কবি অনেক মৃত্যু প্রত্যক্ষ করেন। কিন্তু চব্বিশ বছর বয়সে তার প্রাণের জন কাছের জন নতুন বউঠান কাদম্বরীর মৃত্যু কবিকে প্রচন্ড নাড়া দিয়েছিল। এর পর একে একে স্ত্রী,সন্তান ও আপনজনদের মৃত্যু প্রত্যক্ষ করে এক নতুন উপলব্ধিতে উপনীত হন। আলোচ্য কবিতায় সেই উপলব্ধি ব্যক্ত করেছেন। "শেষ লেখা "কাব্য গ্রন্থের এগারো সংখ্যক কবিতায় কবি জীবনের শেষ প্রান্তে পৌছে স্বপ্নময় জগৎ থেকে বাস্তবের জগতে ফিরে এসেছেন। কবি বার বার আঘাত প্রাপ্ত হয়ে হৃদয়ে যে রক্তক্ষরণ তারই বিনিময়ে বাস্তবকে চিনলেন। বাস্তব যে কঠিন ও রূঢ় তাকেই তিনি ভালোবাসলেন। বাস্তবের রূপের মধ্যেই যে অরূপের বাণী লুকিয়ে থাকে, কবি তারই অন্বেষণ করেছেন আজীব। তাই কবি দুঃখের তপস্যার মধ্য দিয়ে জীবনের যাবতীয় ঋণ শোধ করে প্রাণ প্রিয় "মৃত্যু"কে আলিঙ্গন করতে চান ।কারণ মৃতর মধ্য দিয়ে কবি বৃহত্তর জগতে প্রবেশ করবেন।প্রশ্ন ও উত্তর পড়ার আগে অবশ্যই বিষয়বস্তু সম্পর্কে ধারণা থাকা দরকার, তাই সংক্ষেপে বিষয়বস্তু আলোচনা করা হলো)
*Mcq & Saq - Marks-1
1-"রূপনারানের কূলে"- কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উ-শেষ লেখা।
2-"রূপনারানের কূলে"-কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?
উ-এগারো সংখ্যক।
3-কবিতায় "রূপনারান"নদীটি কীসের প্রতীক?
উ-বিশ্বসংসারের।
4-"জানিলাম এজগৎ "-কী নয়?
উ-স্বপ্ন নয়।
5-"রূপনারানের কূলে"-জেগে ওঠার অর্থ কী?
উ-জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা।
6-"রক্তের অক্ষরে দেখিলাম "-কবি কী দেখলেন?
উ-আপনার রূপ।
7-"চিনিলাম আপনারে"-কবি কীভাবে নিজেকে চিনলেন?
উ-আঘাতে আঘাতে বেদনায় বেদনায়।
8-"রূপনারানের কূলে "-জেগে কবি কাকে ভালোবাসলেন?
উ-কঠিনকে।
9-কে কখনো করে না বঞ্চনা?
উ-সত্য।
10-কবি আমৃত্যু দুঃখের তপস্যা বলতে কাকে বুঝিয়েছেন?
উ-জীবনকে।
11-সত্যের দারুণ মূল্য কে লাভ করবেন?
উ-কবি স্বয়ং।
12-জীবনের দেনা শোধ করবেন কবি কীভাবে?
উ-মৃত্যুর মধ্য দিয়ে।
13-"জেগে উঠিলাম "-কবির চেতনা কোথায় জাগরিত হলো?
উ-রূপনারানের কূলে।
14-কবির মতে সত্য কীরূপ?
উ-কঠিন।
15-"রূপনারানের কূলে "-কবিতাটি কবে রচিত হয়?
উ-১৯৪১ সালের ১৩ই মে।
[ টিপস্:- ১-অতিরিক্ত অপ্রয়োজনীয় উত্তর দেওয়া হয়নি।
২-এই প্রশ্ন ও উত্তর নিয়মিত অনুশীলন করলে অবশ্যই ভালো রেজাল্ট করবে।
৩-পরীক্ষায় ১০০% কমন যোগ্য প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। ]
*অতি সংক্ষিপ প্রশ্ন ও উত্তর- মান-1
1-"জেগে উঠিলাম "-বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উ-রবীন্দ্রনাথ ঠাকুর "রূপনারানের কূলে "-কবিতায় জীবনের শেষ প্রান্তে পৌছে রূঢ় বাস্তবকে উপলব্ধি করেন। তাই তিনি বলেন যে জেগে উঠলেন।
2-কবি'আপনার রূপ'-কীভাবে দেখলেন?
উ-"রূপনারানের কূলে "-কবিতায় কবি বলেছেন যে তিনি রক্তের অক্ষরে আপনার রূপ দেখলেন।
3-"কঠিনেরে ভালোবাসিলাম"-কবি কেন কঠিনকে ভালোবাসলেন?
উ-কারণ সত্য কঠিন হলেও সে কখনো প্রতারণা, ছলনা বা বঞ্চনা করে না।
4-"আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন "-কবি কেন এরূপ মনে করেছেন?
উ-কবির মতে আজীবন দুঃখ -কষ্ট ভোগের মধ্য দিয়ে বাস্তবের সঙ্গে পরিচয় হওয়া যায়। তাই কবি জীবনকে 'দুঃখের তপস্যা 'বলেছেন।
5-কবি দেনা শোধ করে দিতে চান কেন?
উ-কবি মৃত্যুর হাতে নিজেকে নিশ্চিন্তে সমর্পন করতে চান। তাই জীবনের যাবতীয় দেনা তিনি শোধ করতে চান।
0 Comments