পড়াশোনা:-দ্বাদশ শ্রেণীর ইতিহাস, প্রথম অধ্যায় 'অতীত স্মরণ' থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন "লোককথা কাকে বলে? এর বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি সংক্ষেপে আলোচনা করো।"- দেওয়া হলো। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশ্নটি সাজানো হয়েছে। তবে প্রতি বছরের জন্য এই প্রশ্ন উত্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা খুজে চলেছে - লোককথা কাকে বলে এর বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি সংক্ষেপে আলোচনা করো , লোককথা pdf , লোকো কথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ লোককথার গুরুত্ব গুলি সংক্ষেপে আলোচনা করো, উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন ও উত্তর , অতীত স্মরণ প্রশ্ন উত্তর প্রভৃতি।
■ নির্দিষ্ট সূচীতেই পরীক্ষা হবে আগেই জানিয়ে ছিলাম। দুদিন পরেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে। তাই তোমাদের কথা ভেবেই আজকে এই গুরুত্বপূর্ণ রচণাধর্মী প্রশ্নটি দেওয়া হলো। যেহেতু প্রশ্নের মান 8 তাই মাত্র ছয়টি পয়েন্ট দেওয়া হয়েছে। প্রশ্নের উত্তরের PDF দেওয়া হলো। বার্ষিক পরীক্ষায় 99% সম্ভাবনা আসার।
বিষয় | ইতিহাস |
অধ্যায় | প্রথম অধ্যায়ঃ অতীত স্মরণ |
প্রশ্নের ধরণ | রচণাধর্মী । |
প্রশ্ন সংখ্যা | একটি। |
প্রশ্নের মান | ৮ |
লোককথা কাকে বলে ? লোককথার বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি সংক্ষেপে আলোচনা করো।
লোককথার বৈশিষ্ট্যঃ- লোকো কথার নিজস্ব কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় । যেমন-
শ্রুতি নির্ভরঃ- লোককথা গুলি কোন লিখিত আকারে পাওয়া যায় না এগুলি লোকের মুখে মুখে প্রচলিত বয়স্কদের কাছ থেকে কম বয়সীরা শুনে শুনে মনে রাখে।
চরিত্রঃ- লোককথার গল্পগুলি কাল্পনিক হলেও এর চরিত্রগুলি মূলত সাধারণ মানুষ। সাধারণ মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করে এই লোককথাগুলি গড়ে উঠেছে।
ঐতিহ্যঃ- লোককথাগুলিতে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। তাই বিশ্বের লোককথাগুলি বৈচিত্র্যময়। যেমন- আলিবাবা চল্লিশ চোর, আরব্য রজনী, পঞ্চতন্ত্র প্রভৃতি।
অতি কাল্পনিকঃ- লোককথাগুলিতে যে রূপকথা, পুরাণকথা, পশুকথা, পরিকথা প্রভৃতি বর্ণনা করা হয়েছে, সেই চরিত্রগুলি বাস্তবধর্মী নয়, অতি কল্পনামিশ্রিত চরিত্র।
জনপ্রিয়ঃ- লোক কথাগুলি অতীতকাল থেকে মানুষকে বিনোদন প্রদান করে চলেছে। ফলে কোনো কোনো লোককাহিনীর জনপ্রিয়তা ভৌগোলিক সীমাকে অতিক্রম করে সারা বিশ্বে বিস্তার লাভ করেছে।
নীতি শিক্ষাঃ- সাধারণত সন্তানদের বুদ্ধিমান ও নীতিবান করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লোককথাগুলি।
লোককথার গুরুত্বঃ- লোককথার গুরুত্বগুলি হল-
(i) সমাজ-সংস্কৃতির পরিচয়ঃ- বিভিন্ন দেশের লোক কথা থেকে সুনির্দিষ্ট অঞ্চলের ধর্মবিশ্বাস খাদ্যাভ্যাস সংস্কার পোশাক-পরিচ্ছদ সমাজের রীতি-নীতি প্রভৃতির পরিচয় পাওয়া যায় লোককথার গুরুত্ব অস্বীকার করা যায় না।
(ii) ইতিহাসের ধারণাঃ- লোককথা অলিখিত ঐতিহাসিক উপাদান কারণ এগুলি থেকে অতীতের সমাজ রাজনীতি অর্থনীতি রাষ্ট্রীয় ব্যবস্থা প্রভৃতির তথ্য পাওয়া যায়।
READ MORE ....
প্রথম অধ্যায় অতীত স্মরণ MCQ & SAQ
উচ্চ মাধ্যমিক ইতিহাস ফাইনাল সাজেশন2022
তৃতীয় অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া MCQ & SAQ
2 Comments
Thanks
ReplyDeleteThanks
ReplyDelete