একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর

 পড়াশোনাঃ- একাদশ শ্রেণীর দর্শন, প্রথম অধ্যায়ঃ দর্শনের ধারণা (পাশ্চাত্য দর্শন) এই অধ্যায় থেকে MCQ ,SAQ ও  রচনাধর্মী প্রশ্ন আসে। তাই আজকে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন ও উত্তর তুলে ধরলাম।যেগুলি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

■ একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়: দর্শনের ধারণা।যা পাশ্চাত্য দর্শন নিয়ে আলোচনা করেছে।প্রথমে অধ্যায়টি পড়বে। অধ্যায়টি খুঁটিয়ে পড়ার পর আমাদের ওয়েবসাইটwww.parasuna.com থেকে MCQ & SAQ গুলি ডাউনলোড করে নেবে।এরপরে এগুলি ভালোভাবে পড়বে। 

■ আশা করি আমাদের ওয়েবসাইটের প্রশ্নপত্র গুলি ভালোভাবে পড়লে পরীক্ষায় তোমরা সাফল্য পাবে। এর জন্য আলাদাভাবে আর কোনো নোট এর প্রয়োজন নেই।



একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায়ঃ থেকে গুরুত্বপূর্ণ MCQ



Q ➤ "PHILOSOPHY "-শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Q ➤ অধিবিদ্যার আলোচ্য বিষয় কী?


Q ➤ অধিবিদ্যাকে 'প্রথম দর্শন'- আখ্যা কে দিয়েছিলেন?


Q ➤ গ্রিক শব্দ 'Philos'- এর অর্থ কী?


Q ➤ সোফিয়া শব্দের অর্থ কী?


Q ➤ আধুনিক দর্শনের জনক কে?


Q ➤ "দর্শন আকস্মিক অলৌকিক কিছু নয় বরং অনিবার্য ও স্বাভাবিক"- এ কথা কে বলেছেন?


Q ➤ "দর্শন হলো বিভিন্ন বিজ্ঞানের সমন্বয় ও সমষ্টিগত রূপ"- এটি কার উক্তি?


Q ➤ "দর্শন হলো বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান"- এ কথা কে বলেছেন?


Q ➤ "দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান"- বক্তা কে?


Q ➤ "সংশয় থেকে দর্শনের উৎপত্তি"- কোন দার্শনিক এ কথা বলেছেন?


Q ➤ " দর্শন হলো সত্তা সম্পর্কিত বিজ্ঞান, যে সত্তা তার নিজেরই অন্তর্ভুক্ত"- উক্তিটি কোন দার্শনিকের?


Q ➤ দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে?


Q ➤ যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কী?


Q ➤ "অধিবিদ্যা সম্ভব নয়"- বক্তা কে?


Q ➤ "দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন"- বক্তা কে?


Q ➤ "দর্শনে জ্ঞান বিদ্যার প্রয়োজন নেই"- কে বলেছেন?


Q ➤ মানুষের আচার-আচরণ সম্পর্কিত বিজ্ঞান কোনটি?


Q ➤ অধিবিদ্যাকে অস্বীকার করেছেন এমন একজন দার্শনিকের নাম লেখো।


Q ➤ নীতিবিজ্ঞান কীরূপ বিজ্ঞান?



একাদশ শ্রেণীর দর্শন, প্রথম অধ্যায়ঃ থেকে গুরুত্বপূর্ণ  SAQ


1- দর্শন কি?


উত্তরঃ- জ্ঞান ও যুক্তির উপর প্রতিষ্ঠিত চিন্তা বিষয়ক অধ্যয়নকে দর্শন বলা হয়।


2-Philosophy শব্দটি কোন কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে? 

উত্তরঃ এই শব্দটি এসেছে গ্রীক শব্দ Philosophia থেকে।আবার এটি এসেছে দুটি গ্রীক শব্দ থেকে। যথা- philos( অনুরাগ) ও Sophia ( প্রজ্ঞা) থেকে। 


3- দর্শন শব্দের বুৎপত্তিগত অর্থ কী?


উত্তরঃ- সংস্কৃত দর্শন শব্দটি গঠিত হয়েছে দৃশ ধাতু থেকে। যার অর্থ হলো দেখা বা দৃষ্টিভঙ্গি । তবে দর্শন শব্দের প্রকৃত অর্থ হচ্ছে জ্ঞান উপলব্ধি।


4- দার্শনিক কাকে বলা হয়?


উত্তর - চিনি দর্শন চর্চা করেন তাকে দার্শনিক বলা হয় একজন দার্শনিক এক বা একাধিক বিষয়ের উপর বিস্তর জ্ঞান সংগ্রহ ও চর্চা করেন।


5- অধিবিদ্যা কাকে বলে?

উত্তর = দর্শনের যে শাখাটি বস্তুর প্রাতিভাসিক রূপের অন্তরালে অবস্থিত প্রকৃতরূপ নিয়ে আলোচনা করে তাকেই অধিবিদ্যা বলে।


6- "Metaphysics"- শব্দের বুৎপত্তিগত অর্থ কী?


উত্তরঃ- Metaphysics শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ Meta ও Physics থেকে। Meta শব্দের অর্থ হল পরে এবং Physics শব্দের অর্থ হলো পদার্থবিদ্যা । অর্থাৎ ব্যুৎপত্তিগত দিক থেকে যা পদার্থ বিদ্যার পরে অবস্থিত তাই অধিবিদ্যা।


7- দর্শন ও বিজ্ঞানের মধ্যে একটি সাদৃশ্য লেখো।


উত্তরঃ- দর্শন ও বিজ্ঞান উভয়ের উদ্দেশ্য জীবন ও জগতের রহস্য উদঘাটন করা।


8- নীতিবিদ্যা কাকে বলে?


উত্তরঃ- দর্শনের যে শাখা সামাজিক ব্যাক্তির কল্যাণের প্রকৃতি নিয়ে আলোচনা করে তাকে নীতিবিদ্যা বলেন।


9- মূল্য বিদ্যা কাকে বলে?

উত্তরঃ- দর্শনের যে শাখা মূল্যবোধারণ ও মূল্যবিষয়ক বচন নিয়ে আলোচনা করে তাকে মূল্যবিদ্যা বলে।


10- যুক্তিবিদ্যা কাকে বলে?


 উত্তরঃ- মূল্য বিদ্যার যে শাখা সত্যের প্রকৃতি ও আকার নিয়ে আলোচনা করে, তাকে যুক্তিবিদ্যা বলে।



অন্যান্য আরো বিষয় ........


একাদশ শ্রেণীর ইতিহাস চতুর্থঃ অধ্যায়ঃ MCQ & SAQ


একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ MCQ & SAQ


তেলেনাপোতা গল্পের MCQ & SAQ

Post a Comment

2 Comments