●দশম শ্রেণীর আঞ্চলিক ভূগোল●
দশম শ্রেণীর পাঠ্য ভারতের জলসম্পদ, মৃত্তিকা, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, কৃষি থেকে আসে এমন গুরুত্বপূর্ণ বহুমুখী পরিকল্পনা ও গবেষণা কেন্দ্রে নাম ছকের মাধ্যমে দেওয়া হল।এছাড়া ও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন ছাত্র-ছাত্রীদেরও কাজে লাগবে।
●পশ্চিমবঙ্গের প্রধান প্রধান বহুমুখী পরিকল্পনা●
নদনদী পরিকল্পনা | উদ্দেশ্য | নির্মিতি বাধ | বিশেষ তথ্য |
১.দামোদর উপত্যকা পরিকল্পনা (1948) | জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, মৃত্তিকা ক্ষয় রোধ, বিদ্যুৎ উৎপাদন | মাইথন, পাঞ্চেৎ,মিলাইয়া,কোনার (ঝাড়খন্ড),দূর্গাপুর(প:ব) | 1955 সালে দামোদরের উপর দূর্গাপুর জলাধার নির্মাণ করা হয়। |
২.ময়ূরাক্ষী নদী পরিকল্পনা (1951) | জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন | কানাডা বাঁধ(ঝাড়খন্ড ),তেলিপাড়া ব্যারেজ, দ্বারকা,ব্রাহ্মনী,বক্রেশ্বর, কোপাই। | ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ কেন্দ্র |
৩.কংসাবতী নদী পরিকল্পনা (1975-57) | জলসেচ | পশ্চিমবঙ্গের মুকুটমনিপুর | এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মৃত্তিকা নির্মিত জলাধার। |
৪.তিস্তা ব্যারেজ পরিকল্পনা (1975-77) | জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন | পশ্চিমবঙ্গের ওদলাবাড়ি, মহানন্দা, ডাউচ | পূর্ব ভারতের বৃহত্তম প্রকল্প |
৫.সুবর্ণরেখা ব্যারেজ পরিকল্পনা (1994) | জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন | চান্ডিল, গালুডি(ঝাড়খন্ড), কেশিয়ারির ভোসরাঘাট(পঃবঃ) | সুবর্ণরেখা জলবিদ্যুৎ প্রকল্প (ঝাড়খন্ড) |
●পশ্চিমবঙ্গের প্রধান প্রধান গবেষণাকেন্দ্র ●
| গবেষণাকেন্দ্র | অবস্থান |
১ | সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইন্সটিটিউট | কলকাতা (রাজা এস সি মল্লিক রোড) |
২ | সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইন্সটিটিউট | ব্যারাকপুর |
৩ | ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট | বরাহনগর |
৪ | রিভার রিসার্চ ইন্সটিটিউট | ব্যারাকপুর |
৫ | ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজ | ব্যারাকপুর |
৬ | ধান গবেষণা কেন্দ্র | হুগলির চুঁচুড়া ও নদীয়ার কল্যাণী |
৭ | বার্ড ফ্লু নির্নয় কেন্দ্র | কলকাতার বেলগাছিয়া |
৮ | লবণাক্ত জমিতে ধান চাষ বিষয়ক গবেষণাকেন্দ্র | গোসাবা,দক্ষিণ ২৪ পরগনা |
৯ | কেন্দ্রীয় লবণাক্ত জমির গবেষণা কেন্দ্র | ক্যানিং দক্ষিণ ২৪ পরগনা |
১০ | মৌলানা আবুল কালাম আজাদ ইন্সটিটিউট অব এশিয়ান স্টাডিজ(MAKIAS) | কলকাতা |
১১ | এশিয়াটিক সোসাইটি | পার্কস্ট্রীট,কলকাতা |
১২ | ইনস্টিটিউট অব পি ই রিসার্চ | প্রিন্স আনোয়ার শাহ রোড,লেক গার্ডেন |
১৩ | সাহা ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স | বিধাননগর, কলকাতা |
১৪ | অ্যানথ্রোপোলজিকাল সার্ভে অব ইন্ডিয়া | জওহরলাল নেহরু রোড,কলকাতা |
১৫ | জুট এগ্রিকালচার রিসার্চ ইন্সটিটিউট | ব্যারাকপুর (পঃবঃ) |
0 Comments