মাধ্যমিক বাংলা || পথের দাবি MCQ & SAQ

 পড়াশোনা:-    মাধ্যমিকের বাংলা "পথের দাবী" থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর দেওয়া হলো। মাধ্যমিকের  পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশ্ন উত্তর  সাজানো হয়েছে। তবে প্রতি বছরের জন্য এই প্রশ্ন উত্তরগুলি  অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের পরীক্ষার্থীরা খুজে চলেছে - পথের দাবী প্রশ্ন উত্তর 2023 / পথের দাবী mcq / পথের দাবী saq / পথের দাবী পথের দাবী mcq & saq / পথের দাবী mcq question  / পাথের দাবি pdf class 10 /  পথের দাবির ছোট প্রশ্ন উত্তর প্রভৃতি। 

■ আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালই হচ্ছে। মাধ্যমিকের প্রায় সব বিষয়ের প্রশ্ন উত্তর আমরা আপলোড করে চলেছি।  তোমাদের কথা ভেবেই আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের PDF দেওয়া হলো। বার্ষিক পরীক্ষায় 99% সম্ভাবনা আসার। 

 বিষয় মাধ্যমিক বাংলা 
 গল্প   পথের দাবি 
প্রশ্নের ধরণ MCQ & SAQ।
প্রশ্ন সংখ্যা  30 MCQ & 15 SAQ
প্রশ্নের মান  1


মাধ্যমিকের বাংলা 'পথের দাবী' থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ mcq


1."বুড়ো মানুষের কথাটা শুনো"-উক্তিটির বক্তা কে ?

a.নিমাইবাবু

 b.জগদীশবাবু  

c.রামদাস 

d. অপূর্ব 

 উত্তরঃ a.নিমাইবাবু 

2."কথায় বলে পরধর্ম ভয়াবহ"- কথাটি কে বলেছিল? 

a.গিরিশ মহাপাত্র 

b.রামদাস 

c. অপূর্ব 

d. জগদীশবাবু 

উত্তরঃ a.গিরিশ মহাপাত্র 

3. "গাড়ি ছাড়তে বোধ করি তখনও বিলম্ব ছিল "-কয় মিনিট ?

 a.মিনিট চারেক

b.মিনিট পাঁচেক 

c. মিনিট ছয়েক 

d. মিনিট সাতেক

উত্তরঃ- b.মিনিট পাঁচেক 

4." গভর্মেন্টের কত টাকাই না এরা বুনোহাঁসের পিছনে অপব্যয় করলে"- বুনোহাঁস বলতে কাদের বোঝানো হয়েছে?

a.শ্রমিকদের 

b.কর্মীদের 

c. ইংরেজদের  

d. বিদ্রোহীদের 

উত্তরঃ- d. বিদ্রোহীদের 

 5. সব্যসাচী মল্লিক পেশায় কী ছিলেন? 

a. ডাক্তার 

b.পুলিশ 

c. কেরাণী

d. রেলকর্মী 

উত্তরঃ a. ডাক্তার 

6."পথের দাবী"- গল্পে পলিটিক্যাল সাসপেক্টের নাম কী ছিল? 

a. অপূর্ব হালদার 

b. রামদাস তলওয়ারকর

c. সব্যসাচী মল্লিক 

d. হরেকৃষ্ণ 

উত্তরঃ- c.সব্যসাচী মল্লিক 

7.গিরীশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনঃরায় কোথায় দেখা হয়েছিল?

a. পুলিশ স্টেশনে

b.জাহাজ ঘাটে

c.ভালো নগরে

d.রেল স্টেশনের

উত্তরঃ d. রেল স্টেশনে

8. "তবে এ বস্তুটি পকেটে কেন?"-  বস্তুটি কী? 

a.দেশলাই 

b.গাঁজার কলিকা 

c.কম্পাস

d. বিড়ি 

উত্তরঃ b. গাজার কলিকা 

9."আর খেয়ো না"- বক্তা কে?

a.অপূর্ব 

b.নিমাইবাবু 

c.জগদীশবাবু 

d.রামদাস 

উত্তরঃ b. নিমাইবাবু 

10."সে যে বর্মা এসেছে এ খবর সত্য"- কার কথা বলা হয়েছে? 

a. নিমাইবাবু 

b.অপূর্ব হালদার

c. সব্যসাচী মল্লিক 

d. রামদাস 

উত্তরঃ c সব্যসাচী মল্লিক

11. গিরীশ মহাপাত্রের বয়স কত ছিল ?

a.৫০ -৫৬ বছর

b.৪০-৪৫ বছর

c. ৩৫-৪০ বছর

d. ৩০-৩২ বছর

উত্তরঃ d. ৩০-৩২ বছর

 12. "দয়ার সাগর ! পরকে সেজে দি নিজে খাইনে"- বক্তা কে?

a.জগদীশবাবু 

b.নিমাইবাবু 

c.অপূর্ব হালদার

d. রামদাস  

উত্তরঃ a. জগদীশবাবু 

13."তারপর সকালে গেলাম"- বক্তা কোথায় গিয়েছিল ?

a.ভামো নগরে

b.থানায় খবর দিতে

c. অফিসে

d. বাজারে 

উত্তরঃ- b.থানায় খবর দিতে 

14. তেওয়ারি বর্মা নাচ দেখতে কোথায় গিয়েছিল?

a. ভামো

b. রেঙ্গুন 

C.ফয়ায় 

d. ম্যানডালে

 উত্তরঃ c. ফয়ায়  

15.অপূর্বর প্রথম শ্রেণীর কামড়ায় কয়জন লোক ছিল?

a.পাঁচ জন

b. ছয় জন

c. সাতজন 

d. সে একা 

উত্তরঃ d. সে একা 

16.গিরীশ মহাপাত্রের ট্যাকে কে ছিল ?

a. গাঁজা কলিকা ও কিছু পয়সা

b. একটি লোহার কম্পাস

c. একটি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা

d. পাঁচ টাকা ও চার পয়সা

উত্তরঃ c. একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা

17. গিরীশ মহাপাত্রের রুমালে কার ছবি আঁকা ছিল ?

a. হরিণের

b. মাছের

c. পাখির

d. বাঘের

উত্তরঃ- d. বাঘের 

18.পুলিশ স্টেশনের বড়ো কর্তার নাম কী?

a. জগদীশবাবু 

b. নিমাইবাবু

c. অপূর্ব হালদার

d. রামদাস

উত্তরঃ b. নিমাইবাবু 

19.অপূর্বর পিতার বন্ধু কে ছিলেন?

a. নিমাইবাবু

b. জগদীশবাবু

c. অপূর্ব হালদার

d. রামদাস

উত্তরঃ a. নিমাইবাবু

20. জগদীশবাবু পেশায় কী ছিলেন?

a. ডাক্তার

b. শিক্ষক

c. পুলিশ

d. ব্যবসায়ী 

উত্তরঃ c.পুলিশ 

21."কাকাবাবু একে আপনি কোন কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন"- কাকাবাবুটি কে?

a. জগদীশবাবু

b. অপূর্ব হালদার

c. নিমাইবাবু

d. রামদাস

উত্তরঃ c. নিমাইবাবু 

22.সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হলো?

a. নিমাই বাবু

b. জগদীশ বাবু

c. রামদাস

d. অপূর্ব হালদার 

উত্তরঃ- a.নিমাইবাবু 

23.অপূর্ব কোন নগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল ?

 a. রেঙ্গুন

b. ভামো

c. কলকাতা

d. ম্যান্ডাল

উত্তরঃ b. ভামো

24."বাড়ির খবর সব ভালো তো?"-  বক্তা কে ?

a. নিমাই বাবু

b. তেওয়ারি

c. রামদাস

d. জগদীশবাবু

উত্তরঃ c. রামদাস 

25."এসব কথা বলার দুঃখ আছে"- বক্তা কে?

a. অপূর্ব

b. তেওয়ারি

c. রামদাস

d. কেউ নন

উত্তরঃ c. রামদাস 

26.অপূর্বর সঙ্গে কে কে ছিল?

a. বউ ও ছেলে

b. আর্দালি ও ব্রাহ্মণ পিয়াদা 

c. রামদাস

d. তেওয়ারি ও রামদাস

উত্তরঃ d. আর্দালি ও ব্রাহ্মণ পেয়াদা

27."বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোল আনাই বজায় আছে"- বক্তা কে? 

a. অপূর্ব হালদার

b. নিমাই বাবু

c. জগদীশ বাবু

d. রামদাস

উত্তরঃ b. নিমাইবাবু

28. "তাছাড়া এত বড় বন্ধু"-  বন্ধুটিকে?

a. একটি খ্রিস্টান মেয়ে

b . রামদাস তলোয়ারকর

c. একটি হিন্দু মেয়ে

d. তেওয়ারি

উত্তরঃ a. একটি খ্রিস্টান মেয়ে

29. অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল ?

a. প্রথম শ্রেণীর

b. দ্বিতীয় শ্রেণীর

c. তৃতীয় শ্রেণীর

d. চতুর্থ শ্রেণ

উত্তরঃ প্রথম শ্রেণীর

30. অপূর্ব কোন পাত্র আহার সম্পন্ন করল?

a. লোহার পাত্রে

b. মাটির পাত্রে

c. স্টিলের পাত্রে

d. পিতলের পাত্রে

উত্তরঃ d. পিতলের পাত্রে


☆ মাধ্যমিকের বাংলা "পথের দাবী" থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ saq


 1.গিরীশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে কী কী পাওয়া যায়?

 উত্তরঃ গিরীশ মহাপাত্রের ট্যাঁকে ছিল একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা এবং পকেটে ছিল একটা লোহার কম্পাস, মাপ করার একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই আর একটা গাজার কলিকা। 


2."অপূর্ব রাজি হইয়া ছিল"- অপূর্ব কীসে রাজি হয়েছিল ?

উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "পথের দাবী" গল্পে অপূর্ব রামদাসের স্ত্রীর প্রস্তাবে প্রতিদিন সামান্য মিষ্টান্ন গ্রহণ করতে রাজি হয়েছিল ।


3."কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে"- কার ঘরে চুরি হয়ে ?

উত্তরঃ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পথের দাবী' গল্পে অপূর্বর ঘরে চুরি হয়ে গেছে ।


4.গিরীশ মহাপাত্রের পরনে কী ছিল?

উত্তরঃ গিরিশ মহাপাত্রের গায়ে পরনে ছিল- জাপানি সিল্কের রামধনুর রং এর চুড়িদার পাঞ্জাবি,আর বিলাতি মিলের কাল মখমল পাড়ের শাড়ি এবং পায়ে সবুজ রঙের মোজা যা হাটুর উপরে লাল ফিতা দিয়ে বাঁধা ছিল। 


5. "বুড়ো মানুষের কথাটা শুনো"- বুড়ো মানুষটি কোন কথা বলেছিলেন? 

উত্তরঃ- এখানে বুড়ো মানুষ বলা হয়েছে পুলিশ কর্মচারী নিমাইবাবুকে, তিনি গিরীশ মহাপাত্রকে গাঁজা সেবন করতে নিষেধ করেছিলেন ।কারণ তার স্বাস্থ্য রুগ্ন হয়ে পড়েছিল। 


6. "ও অনিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য"- এখানে কোন নিয়মের কথা বলা হয়েছে ?

উত্তরঃ-সাব ইন্সপেক্টর সাহেব কঠোরভাবে জবাব দিয়েছিল যে অপূর্ব ইউরোপিয়ান নয় সুতরাং প্রথম শ্রেণীর যাত্রী হলেও তাকে যে কোন প্রশ্ন করা যেতে পারে ।এমনকি তাকে জোর করে ট্রেন থেকে নিচে নামাতে পারে। 


7. "ইহা যে কত বড় ভুল তাহা কয়েকটি স্টেশন পড়েই সে অনুভব করিল "- কোন ভুল?

উত্তরঃ- অপূর্ব মনে মনে ভেবেছিল প্রভাতকাল পর্যন্ত তার ঘুমের কোন ব্যাঘাত ঘটবে না ।কিন্তু এটি ছিল অপূর্বর মনের ভুল ধারণা। 


 8. "এ ঘটনা তো আমাকে বলেননি ?"- কোন ঘটনার কথা বলা হয়েছে? 

উত্তরঃ- বিনা দোষে ইংরেজ যুবকরা অপূর্বকে রেল স্টেশনে অপমান করেছিল। তাকে লাথি মেরে প্লাটফর্ম থেকে বের করে দিয়েছিল। এই ঘটনা অপূর্ব রামদাসকে বলেনি। 


9. "আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ"-  এ কথা কে কাকে বলেছিল ?


উত্তরঃ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "পথের দাবী" রচনায় গিরীশ মহাপাত্র অপূর্বকে রেল স্টেশনে কথাটি বলেছিল।


10. "মিথ্যেবাদী কোথাকার"- কে কাকে মিথ্যেবাদী বলে চিহ্নিত করেছিলেন ?

উত্তরঃ- গিরিশ মহাপাত্রকে জগদীশবাবু মিথ্যাবাদী বলে চিহ্নিত করেছিলেন ।


11. "হাসি গোপন করিল"- কে কেন হাসি গোপন করেছিল?

উত্তরঃ সব্যসাচী মল্লিকের অদ্ভুত দর্শন পোশাক পরিচ্ছদের বাহার ও পারিপাট্য দেখে অপূর্বর হাসি পেলেও হাসিটা অশোভন মনে করেই অপূর্ব হাসি গোপন করেছিল।


12. "অপূর্ব মুগ্ধ হইয়া সেইদিকে চাহিয়া ছিল"- কোন দিকে অপূর্ব চেয়েছিল?

উত্তরঃ সব্যসাচী মল্লিককে পুলিশের বড় কর্তা নিমাইবাবুর কাছে নিয়ে আসা হলে বিপ্লবী সব্যসাচী মল্লিক এর ছদ্মবেশ ও ব্যক্তিত্বে মুগ্ধ-বিস্ময়ে তাকিয়ে ছিল অপূর্ব।


13. "তুমি তো ইউরোপিয়ান নও"- উক্তিটির বক্তা কে?

উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পথের দাবি' রচনাংশে উদ্ধৃত উক্তিটি করেছেন বর্মার একজন সাব-ইন্সপেক্টর সাহেব। 


14. নিমাইবাবুকে কে চাকুরী করে দিয়েছিলেন?

উত্তরঃ নিমাইবাবুকে চাকুরী করে দিয়েছিলেন অপূর্বর বাবা।


15. "আমি পুলিশের লোক নই"- কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে?

উত্তরঃ বর্মাদেশে চাকরির সূত্রে আসা অপূর্ব রাজনৈতিকভাবে সন্দেহভাজন ব্যাক্তি গিরিশ মহাপাত্রকে উদ্দেশ্য করে উদ্ধৃত উক্তিটি করেছেন।


File Details 

--------------------

Type: pdf

Size : 

Location: Google drive 

CLICK HERE To DOWNLOAD pdf




 





Post a Comment

0 Comments