শিক্ষক ছাড়াই অপাদান কারক শিক্ষা। উদাহরণ সহ ব্যাখ্যা।

                      *অপাদান কারক* 
অপাদান শব্দার্থঃ-[অপ-আ+৻|দা+অন]অর্থাৎ যা থেকে বিশ্লিষ্ট হয়। 

                   ■অপাদান কারকের সংজ্ঞা■ 
যা থেকে কোন কিছুর বিশ্লেষ্ বা পৃথক হওয়া বোঝায়, তাকে অপাদান কারক বলে। যেমন -চ্যুত, জাত, রক্ষিত, বঞ্চিত , গৃহীত ইত্যাদি বোঝালে অপাদান কারক হয়। 
       
                        ■উদাহরণসহ ব্যাখ্যা■
(১)বীজ থেকে গাছ হয়।( 2 )বিপদে মোরে রক্ষা করো। এখানে উদাহরণ দুটিতে বীজ থেকে গাছ জন্ম হয়েছে। যদি প্রশ্ন করা হয় ক্রিয়াকে - কোথা থেকে জন্ম হয়েছে?তাহলে উত্তর পাবো গাছ। তাই "গাছ" হলো অপাদান কারক ।2 নং উদাহরণটিতে বিপদ থেকে রক্ষা করা বোঝানো হয়েছে ।অর্থাৎ যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় -কি থেকে রক্ষা করো তাহলে উত্তর পাবো 'বিপদ'-তাই বিপদ হল অপাদান কারক।
 অপাদান কারক বিভিন্ন প্রকারের হতে পারে যেমন ১. স্থান বাচক ২.কালবাচক ৩.দূরত্ব বাচক ৪. অসমাপিকা ক্রিয়া বাচক ,৫.তুলনা বাচক ,৬.ভীতি সূচক,৭.বিচ্ছেদ সূচক ৮.বিকৃতি সূচক অপাদান ইত্যাদি। 

                   ■স্থান বাচক অপাদান■ 
সংজ্ঞা -যে অপাদান কারক কোন স্থান থেকে ক্রিয়া বিশ্লেষ বোযঝায়, তাকে স্থান বাচক অপাদান কারক বলে ।

উদাহরণ- ১.ঘর থেকে বাইরে এসো। ২. দার্জিলিং থেকে ঘুরে এসো ।এখানে অপাদান কারক দুটি ঘর তথা দার্জিলিং স্থান বোঝাচ্ছে ,তাই এদের স্থান বাচক অপাদান বলে।

                   ■কাল বাচক অপাদান■
সংজ্ঞা -যে অপাদান কারক কোন কাল বা সময়কে বোঝায়,তাকে কালবাচক অপাদান কারক বলে।

 উদাহরণ -১.সকাল থেকে বৃষ্টি পড়ছে। ২.দুপুর তিনটে থেকে খেলা শুরু।- এখানে অপাদান কারক 'সকাল' ও 'দুপুর' সময় অর্থে ব্যবহৃত হয়েছে ।সেজন্য এদের কালবাচক অপাদান কারক বলে। 

                  ■দূরত্ব বাচক অপাদান ■ 
সংজ্ঞা -যে অপাদানকারক দূরত্ব বোঝায়
 তাকে দূরত্ব বাচক অপাদান কারক বলে।

 উদাহরণ -কলকাতা থেকে বর্ধমান অনেক দূরের পথ। এখানে কলকাতা থেকে বর্ধমান অনেক দূরের পথকে বোঝাচ্ছে ।তাই 'কলকাতা'কে দূরত্ব বাচক অপাদান বলে। 

           ■অসমাপিকা ক্রিয়া বাচক অপাদান■

 সংজ্ঞা -অপাদান কারকে যখন অসমাপিকা ক্রিয়াকে অপাদান হিসেবে ব্যবহার করা হয় ,তখন তাকে অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান কারক বলে।

 উদাহরণ -তিনি বেশি কিছু বলতে বিরক্ত হলেন। যদি এখানে প্রশ্ন করা হয় ক্রিয়াকে -কি থেকে বিরত হলে? তাহলে উত্তর পাবো 'বলা' থেকে তাই "বলতে" হল অসমাপিকা ক্রিয়া বাচক অপাদান। 
           
                      ■তুলনাবাচক অপাদান■

সংজ্ঞা  -যদি অপাদান কারকটি তুলনাবাচক শব্দ হয়, তবে তাকে তুলনা বাচক অপাদান কারক বলে।

 উদাহরণ -জননী ও জন্মভূমি স্বর্গ থেকেও বড়। এখানে "স্বর্গ" অপাদান কারক।

                     ■ভীতিসূচক অপাদান■ 


সংজ্ঞা -যা থেকে ভীত হওয়া বোঝায় তাকে ভীতি সুযোগ অপাদান বলে। 

 উদাহরণ -যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয়- কি থেকে ভয় ?তাহলে উত্তর পাবো 'বাঘ'। তাই বাঘ ভীতি সূচক অপাদান। 

                 ■বিচ্ছেদ সূচক অপাদান ■ 

সংজ্ঞা -অপাদান কারকটি যদি পৃথক অর্থে ব্যবহৃত হয় তবে তাকে বিচ্ছেদ সূচক অবদান বল 
 উদাহরণ -ভাইয়ে ভাইয়ে পৃথক হয়েছে।যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় কার থেকে? তাহলে উত্তর পাব "ভাই"। এই প্রথম "ভা    ই" হলো বিচ্ছেদসূচক অপাদান কারক। 

                    ■বিকৃতিবাচক অপাদান■ 
সংজ্ঞা-অপাদান কারকটি যদি কোন কিছু থেকে বিকৃতি বা জন্ম হওয়া বুঝায় তবে তাকে বিকৃতি বাচক বলে অপাদান।
উদাহরণ-   -দুধ থেকে দই হয়।


Post a Comment

0 Comments