H.S HISTORY. প্রথম অধ্যায়:-অতীতকে স্মরণ ।
● WBCHSE 2022 সালের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে 2021 সালের প্রস্তাবিত সিলেবাস অনুযায়ী। সেই সিলেবাস অনুযায়ী এবছর প্রথম অধ্যায় "অতীতকে স্মরণ " থেকে MCQ থাকবে 4 টি। সুতরাং এই অধ্যায়ের উপর অধিক গুরুত্ব দিতে হবে।
ইতিহাসে ভালো রেজাল্ট করার নিয়মাবলী:-
●প্রথমে অধ্যায়টি তিনবার রিডিং পড়তে হবে।
●শেষবার খুঁটিয়ে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ সাল ,নাম, গ্রন্থ, প্রভৃতি কলম দিয়ে দাগ দিতে হবে।
● এর পর গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে প্রশ্ন ও উত্তর তৈরি করে খাতায় লিখবে।
●সব অধ্যায় থেকে এরূপ প্রশ্ন ও উত্তর করা শেষ হয়ে গেলে টেস্ট পেপারের MCQ ও www.parasuna.com এর মকটেস্ট অনুশীলন করবে।
● অনুশীলন চলাকালীন যে নতুন নতুন গুরুত্বপূর্ণ অজানা প্রশ্ন ও উত্তর পাবে আমাদের DAILY MOCK TEST PRACTICE SET থেকে তা খাতায় লিখে নেবে।
1.'মিথ' শব্দটি এসেছে মিথোস থেকে- মিথোস কোন শব্দ ?
Explain:-
2.দক্ষিণারঞ্জন বসুর "ছেড়ে আসা গ্রাম "- কীরূপ গ্রন্থ ?
Explain:-
3. "একাত্তরের ডায়েরি"-,গ্রন্থের রচয়িতা কে?
Explain:-
4. "প্রতাপাদিত্য চরিত্র- কার লেখা?
Explain:-
5. "বৈজ্ঞানিক ইতিহাসের জনক" কাকে বলা হয়?
Explain:-
6. " পঞ্চতন্ত্র"- গ্রন্থের লেখক কে?
Explain:-
7. ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
Explain:-
8. 'হাজার দুয়ারি '- কীরূপ জাদুঘর?
Explain:-
9. ককাতা মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়?
Explain:-
10. জাদুঘরের প্রথম উৎপত্তি ঘটে কোথায়?
Explain:-
0 Comments