দশম শ্রেণীর বহুরূপী গল্পের প্রশ্নোত্তর | IMPORTANT MCQ & SAQ FOR MADHYAMIK

 পড়াশোনা:- দশম শ্রেণীর পাঠ্য গল্প বহুরূপী । এই গল্প থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ MCQ & SAQ দেওয়া হয়েছে। প্রশ্নোত্তর গুলি পড়ার আগে তোমরা অবশ্যই গল্পটি পড়বে। যদি বই হাতে না থাকে তাহলে গল্পটির পিডিএফ ডাউনলোড করে পড়বে ।এর পরে প্রশ্ন উত্তর গুলি দেখবে। বিচার-বিশ্লেষণ করে প্রশ্নগুলি সেট করা হয়েছে । যেগুলো পড়লে অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। এবছর সিলেবাস কমানোর কারণে এই গল্প থেকে বেশি প্রশ্ন আসতে পারে।


আলোচ্য গল্প 'বহুরূপী'
লেখক সুবোধ ঘোষ 
উৎসগল্প সমগ্র ।
প্রধান চরিত্র হরিদা।
অপ্রধান চরিত্র জগদীশবাবু,ভবতোষ,অনাদি প্রমুখ। 
সংকলন ১৯৯৪ সালে ।
MCQ২৫ টি।
SAQ১২ টি।



মাধ্যমিকের পাঠ্য বহুরূপী গল্পের ছোট প্রশ্ন উত্তর মান-1


1➤ জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন?






2➤ সন্ন্যাসী কোথায় থাকেন?






3➤ সন্ন্যাসী সারা বছরে কী খান?






4➤ হরিদ্বার জীবনের ঘরটা কেমন?






5➤ সন্ন্যাসীর বয়স কত?






6➤ কাজ করতে হরিদার বাধা কোথায়?






7➤ হরিদা কেমন মানুষ?






8➤ সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু কী দিয়েছিলেন?






9➤ হরিদ্বার ঘরে সকাল-সন্ধ্যা কয়জন আড্ডা দিত?






10➤ "সে ভয়ানক দুর্লভ জিনিস"- কোন বস্তুটি?






11➤ জগদীশবাবুর স্বভাব কেমন?






12➤ বিরাগীর চোখ থেকে কী ঝরে পড়েছিল?






13➤ "ওই চোখ কী হরিদার হতে পারে"- বক্তা কে?






14➤ "সে ঝোলার ভিতর শুধু একটা বই"- কী বই ছিল?






15➤ হরিদার জীবনের পেশা কী?






16➤ "একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল"- কোথায়?






17➤ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত?

ⓐ আট টাকা এক আনা
ⓑ আট টাকা পাঁচ আনা
ⓒ আট টাকা ছয় আনা
ⓓ আট টাকা দশ আনা

18➤ বিরাগী কী চেয়েছিলেন জগদীশ বাবুর কাছে?






19➤ "হরিদার গলার স্বর এরকমরই নয়"- বক্তা কে?






20➤ " সেখানে থেকো"- কোথায় থাকার কথা বলা হয়েছিল?






21➤ যাত্রীরা চেঁচিয়ে পাগলটাকে কি ছুড়ে দিচ্ছে?






22➤ যে বাসের ড্রাইভার হরিনাথকে ধমক দেয় তার নাম কী?






23➤ "আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো"- বক্তা কে?

ⓐ জগদীশবাবু
ⓑ হরিদা
ⓒ বিরাগী
ⓓ ভবতোষ

24➤ পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়ে ছিলেন?






25➤ স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিলেন?

ⓐ চার আনা
ⓑ আট আনা
ⓒ বারো আনা
ⓓ ষোলো আনা


বহুরূপী গল্পের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর                                 মান -1


1- জগদীশবাবু কেমন প্রকৃতির মানুষ?


 উত্তরঃ- জগদীশবাবু সৌম্য, শান্ত ও জ্ঞানী। তার মাথার চুল ও দাড়ি ছিল সাদা।


2- "আক্ষেপ করেন হরিদা"-হরিদার আক্ষেপের কারণ কী?


 উত্তরঃ- জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর গল্প শুনে হরিদা বলেন যে, তার পায়ের ধুলো নেবেন কিন্তু সন্ন্যাসী বিদায় নেওয়ায় তার ইচ্ছা পূরণ হবে না । তাই তিনি আক্ষেপ করেন।


3- "সে ভয়ানক দুর্লভ জিনিস"- সে ভয়ানক দুর্লভ কেন?


 উত্তরঃ- সুবোধ ঘোষের 'বহুরূপী' গল্পে জগদীশ বাবুর বাড়িতে আগন্তুক সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়ার বিষয়কে দুর্লভ বলা হয়েছে। কারণ জগদীশবাবু ছাড়া আর কেউই সন্ন্যাসীর পায়ের ধুলো পাননি।


4- "সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন"- সন্ন্যাসীর হাসির কারণ কী?


 উত্তরঃ- সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় তার ঝোলার ভেতরে জগদীশবাবুর জোর করে ১০০ টাকার একটা নোট ফেলে দেবার জন্য সন্ন্যাসী হেসেছিলেন।


5- হরিদা কোথায় থাকেন?


 উত্তরঃ- শহরের সবচেয়ে সরু একটা গলির ভেতর ছোট একটা ঘরে থাকতেন।


6- "ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো"- ছেলেগুলো ভয়ে কেন কেঁদে ফেলেছিল?


 উত্তরঃ- লিচু বাগানের ভিতর নকল পুলিশ সেজে হরিদা দাঁড়িয়ে ছিলেন। তাঁর হাতে স্কুলের চারটি ছেলে ধরা পড়েছিল। তারা পুলিশের হাতে ধরা পড়েছে ভেবে ভয়ে কেঁদে ফেলেছিল।


7- "শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে"- তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে কেন?


 উত্তরঃ- সন্ধ্যায় শহরের পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি সুর তুলে এক রুপসী বাইজি নাচতে নাচতে চলে যাচ্ছিলো। তাই দেখে শহরে আসা নতুন ব্যক্তিরা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে।


8- "বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা"- বক্তার সন্ধার চেহারাকে চমৎকার মনে হয়েছে কেন?


 উত্তরঃ- শহরের গায়ে স্নিগ্ধ শান্ত চাঁদের আলো পড়েছে এবং ফুরফুরে বাতাস বইছে। তাই বক্তা সেদিনের সন্ধ্যার চেহারাকে চমৎকার মনে করেছেন ।


9. "কি অদ্ভুত কথা বললেন হরিদা"- হরিদার কোন কথাকে অদ্ভুত মনে হয়েছিল?


 উত্তরঃ- হরিদা জানিয়েছিলেন যে,একজন বিরাগী সন্ন্যাসী সেজে টাকা ফাঁকা স্পর্শ করলে তার ঢং নষ্ট হয়ে যাবে। তার এই কথাকে গল্পকথক অদ্ভুত মনে করেছেন।


10- "ছিল একদিন সেটা পূর্ব জন্মের কথা" একদিন বলতে কী বুঝিয়েছেন?


 উত্তরঃ-আগন্তুক বিরাগী জানায় পূর্ব জন্মে তার একদিন রাগ অর্থাৎ ক্রোধ ছিল। কিন্তু রাগ নামে তার কোনো বর্তমানে  রিপু নেই । তাই এখন বিরাগী তার পরিচয়।


11- "পরম সুখ কাকে বলে জানেন"- পরম সুখ বলতে বক্তা  কী বুঝিয়েছেন ?


উত্তরঃ- সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকে পরম সুখ বলেছেন।


12- "চমকে উঠলেন জগদীশবাবু"- জগদীশবাবু চমকে উঠেছিলেন কেন ?


উত্তরঃ- বারান্দার দিকে তাকিয়ে জগদীশবাবু দেখেন একটি ধবধবে সাদা উত্তরীয় দিয়ে আবৃত করা ছোট বহরের সাদা থান পরিচিত শুভ কেন্দ্রীয় এক সন্ন্যাসী এগিয়ে আসছেন।যা দেখে চমকে উঠেন তিনি।

MORE RELATED POST- 


সমাস কাকে বলে? সমাস কয় প্রকার? সমাসের উদাহরণ


মাধ্যমিক ইতিহাস কুইজ  প্র্যাকটিস


2022 সালের পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষার রুটিন


মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে CLICK HERE 

Post a Comment

0 Comments