মাধ্যমিক ইতিহাস। প্রথম অধ্যায় |ইতিহাসের ধারনা |MADHYAMIK HISTORY

  মাধ্যমিক ইতিহাস। প্রথম অধ্যায় |ইতিহাসের ধারনা |MADHYAMIK HISTORY.সংক্ষিপ পরিচয়,MCQ & SAQ   





           প্রথম অধ্যায়ঃ- ইতিহাসের ধারণা

            আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র

ভূমিকাঃ- ইতিহাস শুধুমাত্র রাজা ,মহারাজা, অভিজাত কিংবা দেশ নায়কদের জীবনী নয় ,মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব লাভ করেছে ।তাই মানুষের জীবনের বিভিন্ন বিষয়কে ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত করা হয়েছে ।সাধারণ মানুষের জীবনকথা ,মানুষের খাদ্যাভাস, পোশাক-পরিচ্ছদ,  খেলাধুলা , শিল্পচর্চা স্থাপত্য দৃশ্যশিল্প যোগাযোগ পরিবেশ স্থানীয় ও শহরের ইতিহাস বিজ্ঞান প্রযুক্তি নারীর ইতিহাস ইত্যাদি বর্তমানে বিশেষ গুরুত্ব লাভ করেছে।

1. নতুন সামাজিক ইতিহাস চর্চাঃ- 1960 থেকে 70 এর দশক থেকে সমগ্র বিশ্বের ইতিহাস চর্চার ক্ষেত্রে পরিবর্তন দেখা দেয়। নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো -সামাজিকব ইতিহাস চর্চা করা ।ভারতে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সূত্রপাত করেন রণজিৎ গুহ ।এছাড়াও অন্যান্য ঐতিহাসিকরা হলেন পার্থ চট্টোপাধ্যায় ,গৌতম ভদ্র, দীপেন চক্রবর্তী, জ্ঞানেন্দ্র পাণ্ডে প্রমুখেরা।সমাজের প্রান্তিক সাধারণ মানুষের কথা নতুন সামাজিক ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্ব লাভ করেছে।

2. খেলার ইতিহাস চর্চাঃ- আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলা গুরুত্ব লাভ করেছে । খেলার মাধ্যমে যেকোনো জাতির আত্মপরিচয় ঘটে ও জাতীয়তা বোধের সঞ্চার ঘটে। এছাড়াও সমাজ সংস্কৃতি আন্তর্জাতিক সম্পর্ক প্রভাবিত হয় নারী জাতি অগ্রগতির কথা জানা যায় খেলাধুলা সম্প্রীতি সংহতি মৈত্রী ইত্যাদির প্রতীক হওয়ায় আধুনিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

3. খাদ্যাভ্যসের ইতিহাস চর্চাঃ- খাদ্যাভ্যাস মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে। বিভিন্ন যুগে মানুষের খাদ্য ভাষার পরিবর্তন, সমাজের আর্থসামাজিক অবস্থা, অন্য জাতির প্রভাব, একটি জাতীয় ঐতিহ্য, ধর্মবিশ্বাস, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদির কথা ইতিহাস চর্চার মাধ্যমে জানা যায় তাই আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাস বিশেষ গুরুত্ব লাভ করেছে।

4. পোশাক পরিচ্ছদের ইতিহাসঃ- পোশাক-পরিচ্ছদ মানুষের রুচি সংস্কৃতি অর্থনৈতিক অবস্থা সামাজিক বৈষম্য  এবং তার নিজস্বতার প্রকাশ ঘটায়। আবার জাতি-ধর্ম ভাষা ও অঞ্চলভেদে পোশাকের পার্থক্য দেখা যায় ।সভ্যতার বিকাশ ও বিবর্তনের সঙ্গে পোশাকের সম্পর্ক ঘনিষ্ঠভাবে যুক্ত। তাই আধুনিক ইতিহাস চর্চায় পোশাক-পরিচ্ছদ গুরুত্ব লাভ করেছে।

5. শিল্পচর্চার ইতিহাস চর্চাঃ- সৃষ্টির আদিকাল থেকেই মানুষ নিজেকে শিল্পচর্চায় নিযুক্ত করেছে ।সাংস্কৃতিক দিক দিয়ে একটি জাতি কিভাবে উন্নত হয়েছে তা তার শিল্পচর্চা থেকে জানা যায় ।সেই কারণে শিল্পচর্চার আধুনিক ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্ব লাভ করেছে সংগীত ,নৃত্য ,নাটক ,চলচ্চিত্র ইত্যাদি এগুলোর মধ্যে অন্যতম।

6. যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চাঃ-সভ্যতার অগ্রগতির কথা যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে জানা যায় । সুপ্রাচীনকালে চাকার আবিষ্কার থেকে শুরু করে বর্তমানকালে রেলগাড়ি ,মোটরগাড়ি ,জাহাজ ,বিমান, টেলিফোন ,টেলিগ্রাম ,ফ্যাক্স ,মোবাইল, ইন্টারনেট, মানব সভ্যতাকে কিভাবে উন্নয়নের পথে নিয়ে চলেছে তার কথা জানা যায়। তাই আধুনিক ইতিহাস চর্চায় যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা বিশেষ গুরুত্ব লাভ করেছে।

7. দৃশ্য শিল্পের ইতিহাস ফটোগ্রাফি ও চিত্রঃ- দৃশ্যশিল্প আধুনিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে। এগুলোর মধ্যে হাতে আঁকা ছবি ও ফটোগ্রাফি বিষয়ক যত পুরনো আদিম মানুষ তাদের সৌন্দর্যবোধের পরিচয় দিয়েছে হাতে আঁকা ছবির মাধ্যমে ।আধুনিককালে ক্যামেরায় ছবি তোলার ব্যাপক প্রচলন হয়েছে এগুলো থেকে শিল্পকলার উদ্ভব ও বিকাশের সংস্কৃতি পোশাক-পরিচ্ছদ ইত্যাদির কথা জানতে বিশেষভাবে সাহায্য করে।

8. স্থানীয় ইতিহাস চর্চাঃ- স্থানীয় ইতিহাস চর্চা আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান রূপে স্বীকৃতি লাভ করেছে। এতে স্থানীয় জনগণের সুখ-দুঃখ, ঐতিহ্য-সংস্কৃতি ,তাদের সামাজিক সাংস্কৃতিক জীবনের বিভিন্ন দিক স্থানীয় ঐতিহাসিক নিদর্শন বিশেষ গুরুত্ব লাভ করেছে ।স্থানীয় ইতিহাস চর্চার উপর ভিত্তি করে জাতীয় ইতিহাস চর্চা আরো সমৃদ্ধ হয়ে উঠেছে।

9. নারী ইতিহাস চর্চাঃ-সভ্যতার বিকাশে ও অগ্রগতিতে নারীদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও পুরুষশাসিত সমাজে নারী তার প্রাপ্য সম্মান পায়নি ।নারী পেয়েছে শুধু বঞ্চনা অবজ্ঞা অবহেলা অবিচার ।তাই সমাজ ব্যবস্থায় তাদের মর্যাদা ও অবদান পর্যালোচনা জন্য নারীবাদী ইতিহাস চর্চার প্রসার ঘটেছে।

10. পরিবেশের ইতিহাস চর্চা পরিবেশকে রক্ষা করছে প্রাচীনকাল থেকে মানুষ পরিবেশ রক্ষায় যত্নবান হলেও বর্তমানে নানা কারণে পরিবেশের ধ্বংস সাধন করছে শিল্পায়ন প্রযুক্তির ব্যবহার নগরায়ন নির্বিচারে গাছ কাটা জলবায়ু মৃত্তিকা দূষণ ইত্যাদি পরিবেশ সুরক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য আধুনিক ইতিহাস চর্চায় এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

■ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতিঃ- আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে অবদানের কোন অভাব নেই। বিভিন্ন উপাদানের সাহায্যে আধুনিক ভারতের ইতিহাস রচনা করা হয়। এই উপাদানগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। যথা 1. সরকারি ও 2. বেসরকারি।

● সরকারি নথিপত্রঃ- আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি চিঠিপত্র ।সরকারি নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল- সরকারি প্রতিবেদন ও বিবরণ। সরকারি নথিপত্র ডায়রি ও কাগজপত্র গোয়েন্দা পুলিশের প্রতিবেদন সরকারি কর্মচারীদের চিঠিপত্র প্রভৃতি।

বেসরকারি উপাদানঃ- আধুনিক ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো বেসরকারি উপাদান । এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যক্তিগত ডায়েরী, আত্মজীবনী ও স্মৃতিকথা, ব্যক্তিগত চিঠি পত্র ,সংবাদপত্র ও সাময়িক পত্র।

                নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর (MCQ)             মান-1

1.ইতিহাসের জনক কাকে বলা হয়?

 উত্তর -হেরোডোটাস কে ।

2." ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন"- উক্তিটি কার ?

উত্তর -ই -এইচ -কার।

3. প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি ?

উত্তর- রাজা হরিশচন্দ্র ।

4.ভারতে প্রথম পুলিশ বিভাগের সংস্কার কে করেন ?

উত্তরঃ-লর্ড ডালহৌসি। 

5. ক্রিকেট খেলা প্রথম শুরু হয় কোন দেশে?

উত্তর-1721

 6.পঞ্চম বেদ বলা হয় কোন শাস্ত্রকে ?

উত্তর- নাট্যশাস্ত্রকে।

7. এনাল গোষ্ঠীর পত্রিকা প্রকাশ কবে হয়?

 উত্তর- 1929 সালে।

8 ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা কে শুরু করেন ?

উত্তর- রণজিৎ গুহ ।

5.ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়?" 

উত্তর-   নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে।

6. চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? 

উত্তর- সুন্দরলাল বহুগুণা ।

8-'নর্মদা বাঁচাও' আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ?

উত্তর-মেধা পাটেকর।

'9.'নবান্ন'  নাটকের রচয়িতা কে?

 উত্তর -বিজন ভট্টাচার্য ।

17কোন দেশকে কেকের দেশ বলা হয়?

 উত্তর -স্কটল্যান্ড ।

18-সামাজিক ইতিহাস চর্চা প্রথম কোন দেশে শুরু হয়?

 উত্তর -ইংল্যান্ড।

19- ভারতমাতা ছবিটি কে এঁকেছিলেন ?

উত্তর- অবনীন্দ্রনাথ ঠাকুর ।

20.মাদ্রাজ মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়ঁ?

উ-1835 সালে।

21. কোন খেলাকে খেলার রাজা বলা হয় ?

উত্তর -ক্রিকেট।

22.প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ?

উত্তর -আলম আরা।

 23'ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি ?

উত্তর- বেঙ্গল গেজেট।

24 বঙ্গদর্শন পত্রিকা কবে প্রকাশিত হয় ?

উত্তর-1872 সালে ।

25.প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র কোনটি?

 উত্তর -সমাচার দর্পণ ।

26ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন?

 উত্তর -কাদম্বিনী গাঙ্গুলী ।

27.সতীদাহ প্রথা কবে রদ হয়?

 উত্তর-1829 সালে।

28.একাত্তরের ডায়েরী কার লেখা ?

উত্তর -সুফিয়া কামালের।

 30.হুতোম প্যাঁচার নকশা কে রচনা করেন ?

উত্তর -কালীপ্রসন্ন সিংহ ।

31.ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?

উত্তর -রাজ তরঙ্গিনী ।

32.সরকারি নথি পত্র কোথায় সংরক্ষণ করা হয়?

 উত্তর মহাফেজখানায়।

33. ভারতে প্রথম অলিম্পিক গেমসে যোগদান করে কত সালে ?

উত্তর- 1928 সালে।

34- ভারতীয় হকির জাদুকর কাকে বলা হয়?

 উত্তর -ধ্যানচাঁদকে ।

35-মোহনবাগান দল কবে আই এফ এ শিল্ড জয় করে ?

উত্তর- 1911 সালে। 

36-গোবর গুহ কোন খেলার জন্য বিখ্যাত ছিলেন?

 উত্তর মল্লযুদ্ধ।

37- স্পঞ্জ রসগোল্লার আবিষ্কারক কে ?

উত্তর -নবীন চন্দ্র দাস ।

38-বিহু নৃত্য কোন প্রদেশের নাচ ?

উত্তর - অসম।

39-নীলদর্পণ নাটকের রচয়িতা কে?

 উত্তর -দীনবন্ধু মিত্র ।

40-প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কী ?

উত্তর -জামাইষষ্ঠী ।

41-টেলিফোন কে আবিষ্কার করেন ?

উত্তর -গ্রাহাম বেল ।

42-ক্যামেরা কে আবিষ্কার করেন ?

উত্তর- আলেকজান্ডার ওয়ালকট ।

43-'বিশ্ব পরিবেশ '-দিবস কবে পালিত হয় ?

উত্তর -5ই জুন। 

44-'সত্তর বৎসর '-গ্রন্থের লেখক কে ?

উত্তর -বিপিনচন্দ্র পাল ।

45-জীবনস্মৃতি কার লেখা ?

উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর ।

46-'জীবনের ঝরাপাতা '-আত্মজীবনীটি কে লিখেছেন ?

উত্তর -সরলা দেবী চৌধুরানী।

* SAQ                                                             মান-1

1 কোন খেলাকে বাইশ গজের খেলা বলা হয় ?

উত্তর -ক্রিকেট খেলাকে বাইশ গজের খেলা বলা হয় ।

2-পরাধীন ভারতের প্রথম ফুটবল ক্লাব নাম কি?

 উত্তর -পরাধীন ভারতের প্রথম ফুটবল ক্লাব হলো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ।

3-কাকে উড়ন্ত শিখ বলা হয় ?

উত্তর- দৌড়বীর মিলখা সিংকে উড়ন্ত শিখ বলা হয়।

4- কত খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম হকি ক্লাব স্থাপিত হয়?

উত্তর- 1885 86 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম হকি ক্লাব স্থাপিত হয় ।

5-কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়?

 উত্তর- 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।

6- বাংলার প্রথম মহিলা ডাক্তারের নাম কি?

উত্তর- কাদম্বিনী গাঙ্গুলী ছিলেন বাংলা তথা ভারতের প্রথম মহিলা ডাক্তার।

7- কে কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন ?

উত্তর- উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন ।

8-  কাকে বাংলার বিশ্বকর্মা বলা হয়?

উত্তর- রাজেন্দ্রনাথ মুখার্জিকে বাংলার বিশ্বকর্মা বলা হয় ।

9-কত খ্রিস্টাব্দে জীবনস্মৃতি গ্রন্থটি প্রকাশিত হয়?

 উত্তর 1912 সালে জীবনস্মৃতি গ্রন্থটি প্রকাশিত হয় ।

10-কত খ্রিস্টাব্দে "লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার"- গ্রন্থাকারে প্রকাশিত হয় ?

উত্তর 1929 সালে "লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার"- গ্রন্থাকারে প্রকাশিত হয় ।

11-পার্থেনন পত্রিকার সম্পাদকের নাম কি ?

উত্তর:-পত্রিকাটির সম্পাদক ছিলেন ডিরোজিও ।

12-কাকে কাওয়ালির জনক বলা হয় ?

উত্তর-আমীর খসরুকে কাওয়ালীর জনক বলা হয় ।

13-কে টপ্পা গান প্রবর্তন করেন ?

উত্তর -গোলাম নবী টপ্পা গান প্রবর্তন করেন ।

14- ঠুংরি গান কে প্রবর্তন করেন ?

উত্তর -বড়ে গোলাম আলি খাঁ ঠুংরি গান প্রবর্তন করেন।

15- সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তর-দ্বারকানাথ  বিদ্যাভূষণ ছিলেন সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক। 


                                      --------

Post a Comment

0 Comments