দশম শ্রেণীর "ইতিহাস "- online mock test.

 ●www.parasuna.com নিয়ে এসেছে Online Mock Test .মকটেস্টগুলি কেন দেবে?

>নিজের পড়াশোনার মান বৃদ্ধির জন্য। 

>পাঠ্যপুস্তকের একঘেয়েমি কাটানোর জন্য। 

>বাড়িতে বসেই অনলাইন অনুশীলনের সুবিধা। 

>নিজেদের প্রস্তুতি যাচাই করার জন্য। 

>গুরুত্বপূর্ণ প্রশ্নের ধারণা গঠন ।

>পরীক্ষার ভীতি কাটানোর জন্য। 

●সুতরাং দেরি না করে ঝটপট শুরু করে দাও  চর্চা---


 

1. "ভারতমাতা"-চিত্রটির নামকরণ কে করেন?





ANSWER= (C) ভগিনী নিবেদিতা
Explain:- ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নামকরণ করেন ,ভগিনী নিবেদিতা।

 

2.জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়?





ANSWER= (B) 1906
Explain:-1906 সালে।

 

3."আনন্দমঠ "-উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?





ANSWER= (B) বঙ্গদর্শন

 

4.মোপলা বিদ্রোহ হয়েছিল কোথায়?





ANSWER= (B) মালাবার অঞ্চলে

 

5.বাইস গজের খেলা কোনটি?





ANSWER= (C) ক্রিকেট

 

6."নারী কর্ম মন্দির"-কে প্রতিষ্ঠা করেন?





ANSWER= (A) ঊর্মিলা দেবী

 

7."ট্রেন টু পাকিস্তান"-গ্রন্থটি কে লিখেছেন?





ANSWER= (D) খুশবন্দ সিং

 

8.কোল বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয়?





ANSWER= (C) ছোটোনাগপুরে

 

9.ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি?





ANSWER= (D) বঙ্গভাষা প্রকাশিকা সভা

 

10.বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন?

    w



চ= (A) জগদীশ চন্দ্র বসু।

Answer Sheet-1-(A) , 2- (B), 3-(B) , 4-(B),5-(C),
6-(A), 7-(D), 8- (C), 9-(D), 10- (A).

Post a Comment

0 Comments