REDUCTION SYLLABUS, একাদশ শ্রেণীর ফাইনাল সিলেবাস 2022

West Bengal Council of Higher Secondary Education.    

Reduction in syllabus of class-xi Annual Examination-2022

এ বছর যারা একাদশ শ্রেণিতে ভর্তি হলো আর্টস বিভাগে, তাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপরে 2022 সালে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। আর্টসের  বিষয়গুলি থেকে কোন কোন অধ্যায় ও বিষয় বাদ দেওয়া হয়েছে, সেগুলি নিচে বিষয়ভিত্তিক দেওয়া হলঃ-

                         ■বাংলা ■

●প্রবন্ধঃ-সুয়েজ খালে হাঙ্গর শিকার -স্বামী বিবেকানন্দ। 

কবিতাঃ-দ্বীপান্তরের বন্দিনী- কাজী নজরুল ইসলাম। 

●আন্তর্জাতিক গল্পঃ-বিশাল ডানাওয়ালা এক থুত্থুড়ে বুড়ো-গাব্রিয়েল মার্কেজ( অনুবাদ- মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়)

●ভারতীয় কবিতাঃ-শিক্ষার সার্কাস-আইয়াপ্পা পানিক্কর (অনুবাদ-উৎপল কুমার বসু। )

●বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসঃ-লৌকিক সাহিত্য,ছড়া, ধাঁধা, প্রবাদ কথা। 

নাটকঃ-মধুসূদন দত্ত ,দীনবন্ধু মিত্র। 


                       ■English ■

●prose -1.Nobel lecture - Mother Teresa. 

2.The place of Art in education (extract)-Nandalal Bose. 

Verse-1.Brotherhood- Octavio paz.

2.The sick rose-William Blake.

●Rapid reader-twelfth night


        ■শিক্ষাবিজ্ঞান(education )■

Group -A

●তৃতীয় অধ্যায়ঃ- শিক্ষার বিভিন্ন রূপ। 

group- B

●ষষ্ঠ অধ্যায়:-বিকাশের প্রক্রিয়া হিসেবে শিক্ষা ও পরিণমন ।

●সপ্তম অধ্যায়ঃ জ্ঞানার্জনের প্রক্রিয়া: সংবেদন, প্রত্যক্ষ এবং ধারণা। 

Group C

●নবম অধ্যায়ঃ মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা। 


  ■রাষ্ট্রবিজ্ঞান (political science.)■

●পঞ্চম অধ্যায়ঃ নাগরিকতা। 

●নবম অধ্যায়ঃ রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। 

●দশম অধ্যায়ঃ সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার। 


                ■দর্শন (philosophy)■


(পাশ্চাত্য দর্শন )

●তৃতীয় অধ্যায়ঃ দ্রব্য , অংশ- অ্যারিস্টটলের দ্রব্য সংক্রান্ত মতবাদ। 

●চতুর্থ অধ্যায়ঃ কার্যকারণ সম্বন্ধ,অংশ-কার্যকারণ সম্বন্ধের ধারণা । 


(ভারতীয় দর্শন। )

●প্রথম অধ্যায়ঃ দর্শনের ধারণা ,অংশ-দর্শন শব্দের অর্থ। 

 ●তৃতীয় অধ্যায়ঃ বৌদ্ধ দর্শন,(i)অংশ -বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব সমূহ। (ii)অংশ-কর্মবাদ ।

●পঞ্চম অধ্যায়ঃ অদ্বৈত বেদান্ত। 


                          ■ ইতিহাস ■

●সপ্তম অধ্যায়ঃ ধর্ম ।

●অষ্টম অধ্যায়ঃ- দিগন্তের প্রসার। 


                              ■ ভূগোল ■

(physical geography )

●তৃতীয় অধ্যায়ঃ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও ভূমিরূপ সমূহ। 

●চতুর্থ অধ্যায়-বারিমন্ডল ।


                   ■পরিবেশ বিদ্যা। ■

chapter ii-পরিবেশ ও উন্নয়ন ।


                           ■সংস্কৃত ■

●(literature )prose -1(ii),Verse

2(i)

●History of Vedic and classical Sanskrit Literature-4(i) 

● বি:দ্র:- একাদশ শ্রেণীর Arts এর সমস্তর বিষয়ের MCQ,SAQ ও  রচণাধর্মী প্রশ্ন ও উত্তর  পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট www.parasuna.com  থেকে।

Post a Comment

0 Comments