তেলেনাপোতা আবিষ্কার ছোটো প্রশ্ন ও উত্তর| MCQ & SAQ

 একাদশ শ্রেণীর বাংলা||তেলেনাপোতা আবিষ্কার ছোটো প্রশ্ন ও উত্তর ||SAQ & MCQ

তেলেনাপোতা আবিষ্কার ছোটো প্রশ্ন ও উত্তর

প্রিয় ছাত্র- ছাত্রীরা ,মাধ্যমিক পাশ করে যারা সবেমাত্র একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছো ,তাদের পরীক্ষার কথা ভেবে একাদশ শ্রেণির গল্প "তেলেনাপোতা আবিষ্কার" ছোট প্রশ্ন উত্তর আলোচনা করা হলো ।তোমরা এই প্রশ্নগুলির পিডিএফ ডাউনলোড করে রাখতে পারবে গতবছর করোনার মহামারীর কারণে পরীক্ষা বাতিল হয়েছিল কিন্তু এ বছর পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই তোমরা নিজেদের পড়াশোনায় কখনোই খামতি রাখবে না । প্রতিটি গল্প-কবিতা- নাটক- প্রবন্ধ খুঁটিয়ে পড়ার পর আমরা যে mcq & acq দিচ্ছি ,সেগুলি নিয়মিত চর্চা করবে। এতে তোমাদের পড়াশোনার মান ও গতি উভয়  বৃদ্ধি পাবে। 

● তেলেনাপোতা আবিষ্কার ছোটো প্রশ্ন উত্তর            মান-1

1➤ তেলেনাপোতা আবিষ্কার গল্পের লেখক কে?

2➤ তেলেনাপোতা আবিষ্কার গল্পটির কোন গল্পগ্রন্থের অন্তর্গত?

3➤ মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত?

4➤ তেলেনাপোতা যেতে হলে বাসে কতক্ষণ যেতে হবে?

5➤ তেলেনাপোতা আবিষ্কারের জন্যে কয়জন বন্ধু ও সঙ্গী সঙ্গে থাকা উচিত?

6➤ গরুর গাড়ির গাড়োয়ান উৎসাহের সঙ্গে কি বাজাচ্ছিল?

7➤ গল্পকথক এর প্রবন্ধ টির নাম কী?

8➤ কিসের ডাকি আপনি আনমনা হয়ে উঠবেন?

9➤ জামিনীর মা কার সঙ্গে জামিনীর বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন?

10➤ তেলেনাপোতা আবিষ্কার গল্পের অন্ধ চরিত্রটি কে?

11➤ কথককে যামিনীর মা কাকে ভেবেছিলেন ?

12➤ তেলেনাপোতা আবিষ্কার গল্প শহুরে নায়কের জ্বর উঠেছিল কত ডিগ্রী?

13➤ গল্পকথকেরা কী উদ্দেশ্যে তেলেনাপোতায় গিয়েছিলেন?

14➤ ফিরে যাওয়ার সময় কথক যামিনীদের বাড়িতে কী ফেলে গিয়েছিল?

15➤ নিরঞ্জনের সঙ্গে জামিনীর শেষ দেখা হয়েছিল কত বছর আগে?

16➤ যামিনীর মা তেলেনাপোতাকে কী বলেছিলেন?

17➤ "না মাসিমা, পালাবো না "-বক্তা কে?

18➤ " বসে আছেন কেন ?টান দিন।"-বক্তা কে?

19➤ বাঁশের ডগায় কোন পাখি বসে ছিল?

20➤ বিশাল মাঠ পার করার সময় আকাশে কোন পক্ষের চাঁদ উঠেছিল?

21➤ নিরঞ্জন দুর সম্পর্কে যামিনীর মায়ের কে ছিলেন?

22➤ গল্পকথকেরা কোন বারে তেলেনাপোতায় জান?

23➤ গাড়োয়ান কী তাড়ানোর জন্য ক্যানেস্তারা বাজাচ্ছিল?

24➤ জামিনীর কন্ঠস্বর কেমন ছিল?

25➤ তেলেনাপোতায় পৌঁছে গল্পকথক কীসের গন্ধ নাকে পেয়েছিলেন?














তেলেনাপোতা আবিষ্কার গল্পের ছোটো প্রশ্ন ও উত্তর :-

Saq                মান-1

1- "গাড়ির গাড়োয়ান থেকে থেকে একটি ক্যানেস্তারা বাজাচ্ছে"- গাড়ির গাড়োয়ান ক্যানেস্তারা কেন  বানাচ্ছিল?

উত্তর:- "তেলেনাপোতা আবিষ্কার"- গল্পে প্রেমেন্দ্র মিত্র লেখেন গাড়ির গাড়োয়ান থেকে থেকে  একটি ক্যানেস্তারা বাজাচ্ছে ।এর কারণ গাড়োয়ান চিতাবাঘ  তাড়াতে চেয়েছিলেন। 

2- জামিনির মা কার সঙ্গে জামিনের বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন?

উত্তরঃ- "তেলেনাপোতা আবিষ্কার"- গল্পের নায়িকা জামিনির বিয়ে ঠিক করেছিলেন তার মা দুরসম্পর্কের বোনপো নিরঞ্জনের সঙ্গে ।

3-"যেমন গাড়িটি তেমনি গরুগুলি"- গরুর গাড়ি দেখে গল্পকথকের কী মনে হয়েছিল ?

উত্তরঃ-"তেলেনাপোতা আবিষ্কার"- গল্পের কথক তেলেনাপোতায় যাওয়ার জন্য প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে গরুর গাড়িটিকে দেখেছিলেন, তা দেখে তার মনে হয়েছিলো পাতালের কোনো বামন দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংস্করণ বেরিয়ে এসেছে।

3- "তেলেনাপোতা আবিষ্কার"- গল্পের নিরঞ্জন বৃদ্ধাকে কী প্রতিশ্রুতি দিয়েছিল ?

উত্তরঃ-যে সে বিদেশ থেকে ফিরে এসে যামিনীকে বিয়ে করবে। সেই আশায় বৃদ্ধা নিজের কঙ্কালসার শরীরে প্রাণ ধরে রেখেছে।

4- "যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা"- কে কাকে একথা বলেছিলেন?

 উত্তরঃ- "তেলেনাপোতা আবিষ্কার"- গল্পের জামিনির মা গল্পকথক কে একথা বলেছেন। এ বক্তব্যের মধ্যে জামিনির মায়ের গভীর আত্মবিশ্বাস ছিল।

5- "ছাদে গিয়ে দেখবেন"- ছাদে কী দেখা যাবে?

 উত্তরঃ- "তেলেনাপোতা আবিষ্কার"- গল্পের কথক ছাদে দেখেন অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে ধুলিস্যাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের শিকড়। ধ্বংসের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে ।

6-তেলেনাপোতায় গল্পকথক আর ফিরে যাননি কেন?

 উত্তরঃ- "তেলেনাপোতা আবিষ্কার"- গল্পের গল্পকথক শেষপর্যন্ত ফিরে যাননি ।কারণ তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ।যামিনী তার কাছে অবাস্তব কুয়াশার কল্পনামাত্র হয়ে ওঠে ।

7-জামিনির মা কেন অস্থির হয়ে উঠেছিলেন?

 উত্তরঃ-"তেলেনাপোতা আবিষ্কার"- গল্পের জামিনির মা মণির আসার কথা শুনে অস্থির হয়ে উঠেছিলেন। তার বিশ্বাস ছিল এবার বুঝি নিরঞ্জন তার সঙ্গে এসেছে।

8- "ফিরে আসবো ফিরে আসব"- এই অনুভূতি কার মনে জেগেছিল ?

উত্তর -"তেলেনাপোতা আবিষ্কার"- গল্পে উদ্ধৃত অনুভূতিটি গল্পকথকের মনে জেগেছিল। যখন তিনি গাড়িতে করে কলকাতায় ফিরে যান।

9- গল্পকথকের মাছ ধরার সময় কোন ঘটনা ঘটেছিল?

 উত্তর- কথকের মাছ ধরার সময় মাছরাঙ্গা পাখি মাছ শিকার করার জন্য জলে ঝাঁপ দিয়ে ছিল। একটি সাপ সাঁতরে অন্য পাড়ে গিয়ে উঠেছিল। দুটি ফড়িং পাল্লা দিয়ে ফাতনার উপর বসেছিল।

10- "তেলেনাপোতা আবিষ্কার" গল্পের  কথকের দুজন বন্ধুর স্বভাব কেমন ছিল ?

উত্তর -"তেলেনাপোতা আবিষ্কার"-গল্পে কথকের সঙ্গী দুজনের স্বভাব ছিল একজন পারসিক আর একজন কুম্ভকর্ণের ন্যায় নিদ্রা বিলাসী ।


Note:-"তেলেনাপোতা আবিষ্কার" ছোটো প্রশ্ন ও উত্তর  থেকে 4 টি প্রশ্ন আসে।এগুলো অনুশীলন করলে অবশ্যই ভালো রেজাল্ট করবে।

কলাবিভাগের সিলেবাস পেতে CLICK HERE 👉CLASS XI SYLLABUS 










Post a Comment

2 Comments

  1. Thq uh for the question answer sir.. this help me alot

    ReplyDelete
  2. Thank you very much

    ReplyDelete