Higher Secondary Environment Mock Test. পরিবেশ বিদ্যা


Higher Secondary Environment Mock Test. পরিবেশ বিদ্যা | MCQ PRACTICE ।



MOCK TEST দেওয়ার নিয়মাবলী:- 

1-   প্রথমে তোমাদের সামনে যে প্রশ্ন খুলেছে , তাতে চারটি বিকল্প দেওয়া আছে। 

2-সঠিক বিকল্পটি বেছে নিয়ে Next এ ক্লিক করতে হবে। 

5-প্রতিটি প্রশ্নের উত্তর করার পর তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে। 

6-মোট 10টি প্রশ্নের জন্য 10নম্বর আছে। সবার শেষে নিজেদের স্কোর দেখতে পাবে।


Para Suna নিয়ে এসেছে তোমাদের জন্য Online mock test. মকটেস্ট কেন দেওয়া প্রয়োজন?

কারণঃ-1-নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। 

2-ধারাবাহিক টিউটোরিয়াল ক্লাসের পাশাপাশি অধ্যায় অনুযায়ী মকটেস্ট দেওয়ার সুযোগ। 

3- পড়াশোনার গতি বা বিস্মৃতি যাতে না আসে।

4- মকটেস্ট দিলে পড়াশোনার প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়।&nbsp

Wrong Answers :

চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন?

গ্রিন বেঞ্চ প্রথম কবে শুরু হয়?

জীবাশ্ম জ্বালানির উদাহরণ কোনটি?

WWF-এর পুরো নাম কী?

BOD কোন দূষণের সঙ্গে জড়িত?

নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কে যুক্ত ছিলেন

নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি

মন্ট্রিল চুক্তি তে পৃথিবীর কটা দেশ অংশগ্রহণ করেছিল

সোনার আঁশ কাকে বলা হয়

জল সম্পদের সুস্থায়ী সংরক্ষণ কে কি বলা হয়

Post a Comment

0 Comments