H.S ENVIRONMENT||উচ্চমাধ্যমিক পরিবেশ বিদ্যা |তৃতীয় অধ্যায় |সুস্থায়ী উন্নয়ন

H.S ENVIRONMENT||উচ্চমাধ্যমিক পরিবেশ বিদ্যা |তৃতীয় অধ্যায় |সুস্থায়ী উন্নয়ন || গুরুত্বপূর্ণ MCQ & SAQ এবং রচনাধর্মী প্রশ্নোত্তর |

MCQ                                                         মান-1

📚 সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য কী?

 উত্তর- সুস্থায়ী সমাজ।

📚 অমর্ত্য সেন সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে কবে মত প্রকাশ করেন?

উত্তর-1985 সালে। 

📚 কে সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দেন?
 উত্তর-ব্রন্টল্যান্ড কমিশন।


📚 মানব সভ্যতায় কোন অপ্রচলিত শক্তি প্রথম ব্যবহৃত হয়?

উত্তর- বায়ু ।

📚 কোন প্রচলিত শক্তি থেকে কম দূষণ ছড়ায় ?

 উত্তর- প্রাকৃতিক গ্যাস।

📚 পুনর্বীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ লেখো।

উত্তর-বনসম্পদ। 

📚 একটি পার্থিব মূলধনের নাম লেখো।

 উত্তর-বনভূমি।

📚 গোবর গ্যাসের অপর নাম কী?

উত্তর-জৈবগ্যাস। 

 📚 পরিবেশ সংরক্ষণ কীরূপ বিষয়?

 উত্তর- অর্থনৈতিক বিষয়।

📚 দ্রুত শিল্পায়ন ও নগরায়ন কী?

 উত্তর- পরিবেশ দূষণকারী।

📚 কোনো দেশের স্থায়িত্ব নির্ভর করে কার উপর?

 উত্তর - পরিবেশের উপর ।

📚 সূর্য শক্তি কে কি বলা হয়?

 উত্তর -সৌরমূলধন ।

📚 ভূতাপ শক্তি পাওয়া যায় কোথা থেকে ?

উত্তর- উষ্ণ প্রস্রবণ থেকে।

📚  পেট্রোল ও ডিজেলের আগে কি ব্যবহৃত হতো?

 উত্তর - লেড ।

📚 ডিজেল তৈরি হয় কী থেকে?

 উত্তর -জ্যাট্রোপা গাছের বীজ থেকে ।

📚  অক্সিজেন কীরূপ সম্পদ?

উত্তর- পুনর্বীকরণযোগ্য সম্পদ।

📚  একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।

 উত্তর - কয়লা ।

📚 পরিবেশ সংরক্ষণের মূল থিম কী?

 উত্তর-Rduce,Reuse,Recycle. 

📚 সামাজিক উন্নয়ন বলতে কী বোঝায়?

 উত্তর -শিশুদের সার্বিক উন্নয়ন।

📚  কয়লা, খনিজ তেল প্রভৃতি কোন শক্তির উৎস?

 উত্তর - প্রচলিত।

📚  ভারতে কয়লার ভান্ডার আছে কতটা?

 উত্তর -500 কোটি টন ।

📚 পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক সুস্থিতির সমন্বয় কী নামে পরিচিত?

উত্তর- সুস্থায়ী  উন্নয়ন। 

📚 জল কিরূপ সম্পদ ?

উত্তর- পার্থিব মূলধন ।

📚 1989 সালে WWFI কতগুলো বেসরকারি সংস্থাকে উন্নয়নের দায়িত্ব দেয়?

 উত্তর- 850 টি।

📚 ভারতের কোন মহানগরীকে w.h.o. সবচেয়ে দূষিত আখ্যা দিয়েছে?

 উত্তর- দিল্লিকে ।

📚 গৃহস্থালির বর্জ্য ফেলার জন্য শহরের নিকটে কী থাকা দরকার ?

উত্তর- জলাভূমি ।

📚 মালি সভ্যতা কোন দেশের সঙ্গে যুক্ত ছিল?

 উত্তর - আফ্রিকা ।

📚 মালি সভ্যতা ধ্বংসের মূল কারণ কী ছিল ?

উত্তর- পরিবেশগত বিপর্যয়।

📚 সমুদ্র থেকে শক্তি উৎপাদনের প্রযুক্তি কোনটি?

উত্তর- OTEC.

📚 NEPC- কবে গঠিত হয়?

উত্তর-1972 সালে। 

সম্পূর্ণ নাম লেখো                                          মান 1

NGO - non-governmental organisation.

WTO- World Trade Organisation .

OECD- Organisation for economic cooperation development.

EPA-  Environmental protection agency.

 ✒OWC - Oscillating water coloumn.

WCED-World Commission on environment and development .

NCEP- National centres for environmental prediction.

 ✒TERI-The energy and resource Institute.

UNDP-United Nations Development Programme.
 
WCMC-World Conservation Monitoring Centre.

এক কথায় উত্তর দাও                                  মান 1

❓ সুস্থায়ী অর্থনীতি বলতে কী  বোঝো?

উত্তর -প্রতিটি দেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে অর্থনীতিকে সুস্থায়ী করাই হল সুস্থায়ী অর্থনীতি।

❓ কোন তিনটি  বিন্দুর মিলিত রূপ হল সুস্থায়ী উন্নয়ন?

 উত্তর -(i) অর্থনৈতিক উন্নয়ন, (ii) গোষ্ঠী উন্নয়ন ও
 ( iii)বাস্তুতান্ত্রিক উন্নয়ন - এই তিনটি বিন্দুর মিলিত রূপ হল সুস্থায়ী উন্নয়ন।

❓সৌরমূলধন বলতে কী বোঝো ?

উত্তর- সৌরমূলধন বলা হয় সূর্যের শক্তিকে। সূর্যের মূলধনের উপর নির্ভর করে আমাদের জীবনের অস্তিত্ব জীবনযাত্রা নির্ধারিত হয় ।

❓প্রচলিত শক্তি সম্পদ কাকে বলে ?

উত্তর- যেসব শক্তি সম্পদ বহুদিন ধরে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ,তাদের প্রচলিত শক্তি সম্পদ বলে। যেমন- কয়লা, পেট্রোল, ডিজেল ।

❓অপ্রচলিত শক্তি সম্পদ কাকে বলে?

উত্তর- যেসব শক্তি সম্পদের ভাণ্ডার অপরিসীম অপুনর্বীকরণযোগ্য এবং যেগুলি শক্তি উৎপাদনের কাজে কম পরিমাণে ব্যবহৃত হয়,তাদের অপ্রচলিত শক্তি সম্পদ বলে ।যেমন -সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি ।

❓4R পদ্ধতি কী?

উত্তর- Reduce, Refuse, Reuse এবং Recycle-এই চারটি বিষয়কে একসঙ্গে 4R বলা হয়।

 ❓Reuse কাকে বলে ?

উত্তর-যে সকল বস্তু বিশ্লেষ্য ও যাদের উৎপন্ন বর্জ্য পুনরায় ব্যবহার করা যায় তাদের ব্যবহারক বলে যেমন সবজির খোসা।

মায়া সভ্যতার বিকাশ কবে হয়েছিল?

 উত্তর- খ্রিস্টীয় তৃতীয় ও চতুর্থ শতাব্দীতে পশ্চিম গোলার্ধে মায়া সভ্যতা বিকশিত হয়েছিল।

সভ্যতা ধ্বংসের প্রধান কারণ কী?

 উত্তর -  মায়া সভ্যতা ধংশের কারণ হলো প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার।

রাষ্ট্রসঙ্ঘের মতে 2050 খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা কত হবে?

 উত্তর - রাষ্ট্রসঙ্ঘের মতে 2050 খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা 960 কোটি হবে।

 ❓CERA-কী?

 উত্তর- CERA হল পুঞ্জিভূত বাস্তুতান্ত্রিক বিপদ মূল্যায়ন। বাস্তুতন্ত্রের উপর সামগ্রিকভাবে বিভিন্ন প্রকার উপাদানে পুঞ্জিভূত প্রভাবজনিত বিপদাশঙ্কা মূল্যায়ন করার পদ্ধতি।

জৈব ভঙ্গুর পদার্থ কাকে বলে?

 উত্তর- যে সকল উদ্ভিদ ও প্রাণিজ পদার্থকে অনুজীব দ্বারা বিশ্লেষণ করা যায় ,তাদের জৈব ভঙ্গুর পদার্থ বলে। যেমন - শাকসবজির টুকরো, কাঠ ইত্যাদি।

জৈব অভঙ্গুর পদার্থ কাকে বলে?

 উত্তর- যে সকল পদার্থ কোনো জীব দ্বারা বিশ্লেষণ করা যায় না, তাদের জৈব অভঙ্গুর পদার্থ বলে। যেমন কাচ, প্লাস্টিক নাইলন ইত্যাদি।

সহভোগ কাকে বলে?

 উত্তর- সমাজে থেকে পরিবেশের লাঞ্ছনা সহ্য করে মানুষ ও অন্যান্য জীব তাদের ধারাবাহিক জীবনযাত্রা বজায় রেখে পার্থিব সম্পদ ভোগ করে এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুনিশ্চিত রাখে সম্পদ সংরক্ষণের মাধ্যমে। 

❓ অপার্থিব মূলধন কাকে বলে?

 উত্তর -পার্থিব মূলধন অর্থাৎ সেই সম্পদ যা মানুষ তথা প্রাণী সকলের ব্যবহার করে এবং সংরক্ষণ করে।যেমন- জল, বায়ু ,উর্বর জমি ,জলাভূমি ,বন্যপ্রাণী, নদী-সমুদ্র ইত্যাদি সকল উপাদান পার্থিব মূলধনের অন্তর্গত।

   ONLINE MOCK TEST 

   তৃতীয় অধ্যায়:-সুস্থায়ী উন্নয়ন 




Time is Up
score:
Next Question

Results

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Post a Comment

0 Comments