MADHYAMIK HISTORY 60/60MCQ||দ্বিতীয় অধ্যায় ||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা

 MADHYAMIKHISTORY|| দ্বিতীয় অধ্যায় ||সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা  50টি MCQ .

1-হিন্দু পেট্রিয়ট পত্রিকা কবে প্রকাশিত হয়? 


উত্তর-1853 সালে।


2- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?


 উত্তর- দিগদর্শন ।


3-বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা কোনটি ?


উত্তর -সমাচার দর্পণ ।


3-হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?


 উত্তর -গিরিশচন্দ্র ঘোষ।


4- সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন?


 উত্তর- ঈশ্বর গুপ্ত ।


5-বামাবোধিনী সভা কবে গড়ে ওঠে?


উত্তর- 1863 সালে ।


6-ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক কে ছিলেন ?


উত্তর -গঙ্গাকিশোর ভট্টাচার্য ।


7-হুতোম প্যাঁচার নকশা প্রথম কবে প্রকাশিত হয়?


 উত্তর -1861 সালে ।


8-বিদ্যোৎসাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন?


 উত্তর -কালীপ্রসন্ন সিংহ ।


9-"হুতোম প্যাঁচা"- ছদ্মনাম কে গ্রহণ করেছিলেন?


 উত্তর- কালীপ্রসন্ন সিংহ ।


10-'গ্রামবার্তা 'প্রকাশিকা প্রকাশিত হয়েছিল কোথায়?


উত্তর- বারাসাত থেকে।


11- নারীশিক্ষা বিস্তার ও নারী অগ্রগতি ঘটাতে কোন পত্রিকাটি বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে?


 উত্তর -বামাবোধিনী ।


12-বামাবোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় কবে?


উত্তর- 1863 সালে ।


______________________________________________

60/60  History MCQ - 

By-www.parasuna.com

__________________________


13-বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?


 উত্তর -উমেশচন্দ্র দত্ত ।


14-সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?


উত্তর -দ্বারকানাথ বিদ্যাভূষণ ।


15-বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয় ?


1780 সালে ।


16-নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন?


 উত্তর -দীনবন্ধু মিত্র ।


17-নীলদর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় ?


উত্তর -1860 ।

18-নীলদর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন?


 উত্তর -মাইকেল মধুসূদন দত্ত ।


19-নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন ?


উত্তর-রেভারেঞ্জ জেমস লং ।


20-নীলদর্পণ নাটকটি প্রকাশের জন্য জেমস লং এর জরিমানার টাকা কে মিটিয়েছিলেন?


 উত্তর -কালীপ্রসন্ন সিংহ ।


21-হরিনাথ মজুমদারের জীবনীকার কে?


 উত্তর -জলধর সেন ।


22-তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?


 উত্তর -অক্ষয় কুমার দত্ত।


23- কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়?


__________________________

দ্বিতীয় অধ্যায়:-সংস্কার:বৈশিষ্ট্য ও পর্যালোচনা।60/60 mcq 

 উত্তর- গ্রামবার্তা প্রকাশিকা।


24- গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশনা কবে বন্ধ হয়ে যায়?


 উত্তর -1884 সালে ।


25-প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় ?


উত্তর -গ্রামবার্তা প্রকাশিকা ।


26-কার সভাপতিত্বে জনশিক্ষা কমিটি গড়ে ওঠে ?


উত্তর -ব্যাবিংটন মেকলে ।


27-ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়?


 উত্তর -চার্লস মেটকাফকে ।


28-কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?


 উত্তর- ওয়ারেন হেস্টিংস ।


29-ভারতীয়দের শিক্ষাদানের জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয় কোন সনদে?


উত্তর- 1813 সালে।


30- কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?


উত্তর-1824 সালে ।


31-কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার তীব্র সমালোচনা করেন কে?


 উত্তর- রাজা রামমোহন রায় ।


32-উপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে কোথায়?


 উত্তর -কলকাতাতে ।


33-কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল?


উত্তর- 1781 সালে ।


34-কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে?


 উত্তর -উইলিয়াম জোন্স ।


35-এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?


 উত্তর -1784 সালে।


36- বারাণসী সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?


 উত্তর 1792 সালে ।


37-ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?


উত্তর- আঠারোশো সালে ।


38-ইংরেজি শিক্ষার প্রসার কে সরকারি নীতি শিক্ষা বলে কে ঘোষণা করেন ?


উত্তর -উয়িলিয়াম বেন্টিঙ্ক।


39- হিন্দু কলেজের বর্তমান নাম কী?


উত্তর- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।


40- স্ত্রীশিক্ষা বিধায়ক গ্রন্থটি কে রচনা করেন ?


উত্তর -গৌরমোহন বিদ্যালঙ্কার।


41- ভারতে শিক্ষার চুইয়ে পড়া নীতির প্রবর্তক কে?


 উত্তর -মেকলে মিনিট।


42- মেকলে মিনিস কবে চালু হয় ?


উত্তর-1835 সালে ।


43-শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?


উত্তর-1818 সালে ।


44-কলকাতায় বেদান্ত কলেজ কে স্থাপন করেন?


উত্তর- রামমোহন রায় ।


45-কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?


উত্তর- 1836 সালে।


 46-কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?


উত্তর- ডক্টর এম জে ব্রামলি।


 47-কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?


_______________________________________________ _ www.parasuna.com এর অসামান্য প্রয়াস            মাধ্যমিক ইতিহাসের 60/60 Mcq উত্তর সহ।               _______________________________________________

 উত্তর- উইলিয়াম কোলভিল ।


48-কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?


 উত্তর- লর্ড ক্যানিং।


49- "গোলদিঘির গোলামখানা "-বলা হয় কাকে?


উত্তর- কলকাতা বিশ্ববিদ্যালয়কে।


50- কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম BA পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়?


 উত্তর- 1860 সালে।


51- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?


 উত্তর- গুরুদাস বন্দ্যোপাধ্যায় ।


52-ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন?


উত্তর-ডিরোজিও। 


53- ভারতে বিধবা বিবাহ আইন পাশ হয় কবে ?


উত্তর -1856 সালে ।


54-ভারতে ব্রিটিশ সরকার তিন আইন কবে পাস করে?


 উত্তর -1872 সালে ।


55-"যত মত তত পথ"-উক্তিটি কার?


উত্তর- শ্রীরামকৃষ্ণদেবের ।


56-শিকাগো ধর্ম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?


 উত্তর- 1893 সালে।


57- "সব লোকে কয় লালন কি জাত সংসারে"- গানটির রচয়িতা কে?


 উত্তর -লালন ফকির।


58 -"বর্তমান ভারত"- কে রচনা করেন ?


উত্তর -স্বামী বিবেকানন্দ ।


59-হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থের রচয়িতা কে ?


উত্তর -যদুনাথ সরকার ।


60-নব বৈষ্ণব ধর্মের প্রবক্তা কে ছিলেন ?


উত্তর -বিজয় কৃষ্ণ গোস্বামী।


          --- www.parasuna.com-


60/60 Mcq PDF আকারে পেতে CLICK HERE 👉HISTORY 60/60 Mcq 

Post a Comment

0 Comments