WBBSE MADHYAMIK||কারকের 20 MCQ PRACTICE

 WBBSE MADHYAMIK||কারকের 20 MCQ PRACTICE SET-2021-2022


MOCK TEST দেওয়ার নিয়মাবলী:- 

1- এরপর Start quiz বোতামে চাপ দিতে হবে। 

2- তোমাদের সামনে যে প্রশ্ন খুলে যাবে, তাতে চারটি বিকল্প দেওয়া আছে। 

3-সঠিক বিকল্পটি বেছে নিয়ে Next question এ ক্লিক করতে হবে। 

4- তোমার প্রশ্নের উত্তর সঠিক হলে নীল রং দেখাবে। আর যদি ভুল হয় তাহলে লাল রং দেখাবে। 

5-প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য তোমরা 50 সেকেন্ড সময় পাবে। সেই সময়ের মধ্যে উত্তর দিতে হবে। 

6-মোট 20 টি প্রশ্নের জন্য 20 নম্বর আছে। সবার শেষে নিজেদের স্কোর দেখতে পাবে।


Para Suna নিয়ে এসেছে তোমাদের জন্য Online mock test. মকটেস্ট কেন দেওয়া প্রয়োজন?

কারণঃ-1-নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। 

2-ধারাবাহিক টিউটোরিয়াল ক্লাসের পাশাপাশি অধ্যায় অনুযায়ী মকটেস্ট দেওয়ার সুযোগ। 

3- পড়াশোনার গতি বা বিস্মৃতি যাতে না আসে।

4- মকটেস্ট দিলে পড়াশোনার প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়। 

কারকের মকটেস্ট কেন দেওয়া প্রয়োজন 

1-কারক সম্পর্কে তোমার ধারণা কেমন হয়েছে জানার জন্য। 

2-পরীক্ষায় শুধু কারক থেকে MCQ থাকবে 4 টি।

3-ব্যাকরণ বিষয়ে ফুল মার্ক তোলার জন্য।

 4- কারক বিষয়ে নিজের ধারণা তৈরির জন্য। 

         

            কারকের:MOCK TEST 


Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Post a Comment

0 Comments