উচ্চমাধ্যমিক শিকার কবিতার MCQ & SAQ


পড়া শোনা -  উচ্চমাধ্যমিকের পাঠ্য শিকার কবিতার mcq  আলোচনা করা হলো। আজকে তোমাদের কথা ভেবেই আমরা MCQ  & SAQ এর উত্তর আপলোড করলাম। তোমরা অনেকেই খুঁজে চলেছো শিকার কবিতার mcq/ শিকার কবিতার saq/ শিকার কবিতার প্রশ্ন উত্তর /শিকার কবিতার ছোটো প্রশ্ন উত্তর  / শিকার কবিতার mocktest প্রভৃতি। প্রতিটি উত্তর যথাযথভাবে দেওয়া হয়েছে। 

 ■ 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য এই বাছাই করা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। গতবছর এই কবিতা বাদ দেওয়া হয়েছিল। তাই এবছর এই কবিতা থেকে অধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে । এছাড়াও পরীক্ষা সংক্রান্ত আরো তথ্য জানার জন্য তোমরা লগ-ইন করতে পারো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাইটে




বিষয়  শিকার , জীবনানন্দ দাশ  
শ্রেণী দ্বাদশ 
বোর্ড WBCHSE 
MCQ30 টি 
SAQ12 টি


উচ্চ মাধ্যমিক বাংলা শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ MCQ 




Q ➤ হরিণ কীরূপ উল্লাস খুঁজে নিতে চেয়েছিল?


Q ➤ 'শিকার'- কবিতায় শিকারের ঘটনাটি ঘটেছিল কোন সময়ে?


Q ➤ নক্ষত্রের নীচে ঘাসের বিছানায় কী গল্প হতো?


Q ➤ রোগা শালিকের বিবর্ণ হৃদয়ের ইচ্ছার মত হয়ে যায় কীসের রং?


Q ➤ "আকাশে জ্বলছে এখনো"- কী জ্বলছে?


Q ➤ 'টেরি কাটা মাথা'- শব্দের অর্থ কী?


Q ➤ ভোরের রৌদ্রকে কবি কার সঙ্গে তুলনা করেছেন?


Q ➤ ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো আবেশ দেওয়ার জন্য হরিণটি কী করল ?


Q ➤ মিশরের মানসী তার বুকের থেকে মুক্ত রেখেছিল কোথায়?


Q ➤ 'উম্"- শব্দের অর্থ কী?


Q ➤ চারিদিকে পেয়ারা ও নোনার গাছ কীসের মতো সবুজ?


Q ➤ 'শিকার'- কবিতায় কোন কোন গাছের উল্লেখ আছে?


Q ➤ শিকারীরা কোথায় বসেছিল?


Q ➤ "আগুন জ্বলল আবার"- কেন?


Q ➤ "সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর"- কীসের রং?


Q ➤ দেশোয়ালীরা কীসের পাতায় আগুন জ্বালিয়েছিল?


Q ➤ "একটি তারা এখনো আকাশে রয়েছে"- কবি তারাটিকে কার সঙ্গে তুলনা করেছেন?


Q ➤ কতদিন আগে মিশরের মানসী কবির নীলমদের গেলাসে মুক্তা রেখেছিল?


Q ➤ 'শিকার' কবিতায় 'ভোর'- শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?


Q ➤ বাদামি হরিণটি কী ছিঁড়ে খাচ্ছিল?


Q ➤ 'শিকার' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?


Q ➤ "নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো"- এখানে কার কথা বলা হয়েছে?


Q ➤ 'বন' ও 'আকাশ'কে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?


Q ➤ "সারারাত মাঠে আগুন জ্বেলেছে"- কারা আগুন জ্বেলেছে?


Q ➤ "একটা অদ্ভুত শব্দ"- অদ্ভুত শব্দটি কীসের?


Q ➤ "সুন্দর বাদামি হরিণ অপেক্ষা করছিল"- কীসের জন্য?


Q ➤ 'টেরি কাটা' লোকগুলির মুখে কীসের ধোয়া লেগেছিল?


Q ➤ 'শিকার'- কবিতার পংক্তি সংখ্যা কত?


Q ➤ নদীর জল কার পাপড়ির মতো লাল ?


Q ➤ "এসেছে সে ভোরের আলোয় নেমে"- কে নেমে এসেছে?


Q ➤ কেন সূর্যের আলোয় তার রং কুসুমের মত নেই আর ?


Q ➤ "সারারাত মাঠে আগুন জ্বেলেছে"- সেই আগুনের রং কেমন?


Q ➤ ঘাসফড়িং এর দেহের রং কেমন?


Q ➤ 'শিকার'- কবিতায় কোন সময়ের ভোরের বর্ণনা রয়েছে?






উচ্চ মাধ্যমিক বাংলা শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ SAQ


1. "একটা অদ্ভুত শব্দ" - শব্দটিকে অদ্ভুত বলা হয়েছে কেন?

উত্তরঃ- 'শিকার' কবিতায় উল্লেখিত শব্দটিকে কবি প্রত্যাশা করেননি বা কবির কাছে শব্দটি অপরিচিত ছিল। তাই কবি শব্দটিকে অদ্ভুত বলেছেন।


2. " সুন্দর বাদামি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য কী করেছিল? 

উত্তরঃ- 'শিকার'- কবিতায় বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে বেরিয়েছিল।


3. পুরোনো শিশির ভেজা গল্প কারা করেছিল? 


উত্তরঃ- "শিকার" কবিতায় টেরি কাঁটা মাথার মানুষগুলো নক্ষত্রের নীচে ঘাসের বিছানায় বসে পুরোনো শিশির ভেজা গল্প করেছিল।


4. দেশোয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বালিয়েছিল কেন?

উত্তরঃ- "শিকার" কবিতায় দেশোয়ালীরা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ও শরীর উষ্ণ রাখার জন্য মাঠে আগুন জ্বালিয়েছিল।


5. "নিস্পন্দ নিরপরাধ ঘুম।"- এই ঘুম 'নিরপরাধ' কেন?

উত্তরঃ- ভোরের আলোর মতোই পবিত্র ও সরল বাদামি হরিণটিকে হত্যা করেছিল মাংস লোভী মানুষ। হরিণটির  কোনো অপরাধ ছিল না। তাই কবি তার মৃত্যুকে নিরপরাধ ঘুম বলেছেন। 


6. "নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো"- সে নদীতে কেন নামল?


উত্তরঃ- বাদামি হরিণটি চিতা বাঘিনীর হাত থেকে বাঁচার জন্য সারারাত ছুটে বেরিয়েছে। তাই ঘুমহীন, ক্লান্ত, বিহ্বল শরীরটাকে সতেজ করার জন্য নদীর ঢেউয়ে সে নেমেছিল।


7. "মোরগ ফুলের মতো লাল আগুন"- এখানে কোন আগুনের কথা বলা হয়েছে?


উত্তরঃ- 'শিকার' কবিতায় দেশোয়ালিরা শরীরকে উষ্ণ রাখার জন্য সারারাত মাঠে যে আগুন জ্বেলেছিল তার কথা বলা হয়েছে।


8. "ময়ূরের সবুজ নীল ডানার মতো"- কারা ঝিলমিল করছিল?

উত্তরঃ- 'শিকার'- কবিতায় সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝলমল করছিল।


9. 'শিকার'- কবিতার দ্বিতীয় স্তবকে কবি 'ভোর' শব্দটিকে কেন ব্যবহার করেছেন?


উত্তরঃ- "শিকার" কবিতার দ্বিতীয় স্তবকে অরণ্য নাটকের কেন্দ্রীয় চরিত্র বাদামি হরিণটির উপস্থিতি উল্লেখ করার জন্য দ্বিতীয় বার 'ভোর' শব্দটি ব্যবহার করেছেন।


10. 'শিকার'- কবিতায় কবির সঙ্গে মিশরের মানষির সাক্ষাৎ কবে হয়েছিল? 


উত্তরঃ- 'শিকার'- কবিতায় মিশরের মানুষির সঙ্গে কবির সাক্ষাৎ হয়েছিল হাজার হাজার বছর আগে এক রাতে।


11. দেশোয়ালিদের  জ্বালানো আগুনের রং কেমন হয়ে গিয়েছে?

উত্তরঃ- দেশওয়ালিদের আগুনের রং হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো।


12. "উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এল"- এই মাংশ কারা তৈরি করল ?

উত্তরঃ- নগর সভ্যতায় অভ্যস্ত কয়েকটি মানুষ, যাদের মাথায় টেরিকাটা, তারা হরিণের মাংস তৈরি করেছিল।




উচ্চমাধ্যমিকের বাংলাঃ- বিষয় ভিত্তিক প্রশ্ন ও উত্তর অনুশীলন করার জন্য 
CLICK HERE বোতামে চাপ দিয়ে শুরু করো।
বিষয় লিংক 
ভাতCLICK HERE 
ভারতবর্ষCLICK HERE
রূপনারানের কূলে CLICK HERE
মহুয়ার দেশ CLICK HERE
আমি দেখি CLICK HERE
ক্রন্দনরতা জননীর পাশে CLICK HERE
বিভাব CLICK HERE
নানা রঙের দিন CLICK HERE
পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন CLICK HERE
অলৌকিক CLICK HERE

Post a Comment

0 Comments