Hello, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা জানো যে, একাদশ শ্রেণির ইতিহাস,তৃতীয় অধ্যায়ঃ "রাজনৈতিক বিবর্তনঃ শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা"এই অধ্যায়ে ভূমধ্যসাগরের তীরে গড়ে ওঠা গ্রিক সভ্যতা ম্যাসিডোনিয়া সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
●অধ্যায়টি অন্তত তিনবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে এবং গুরুত্বপূর্ণ mcq গুলি খাতায় লিখে পড়বে ।পরীক্ষায় আসতে পারে এরূপ সম্ভাব্য mcq ও saq গুলি দেওয়া হল ।
●এছাড়াও তোমাদের পড়াশোনা কেমন চলছে তা নিজেই যাচাই যাতে করতে পারো তার জন্য দশটি কুইজ দেওয়া হলো। যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে সংশয় থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো।
সম্ভাব্য MCQ দেওয়া হল একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে
1➤ প্রাচীন ভারতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা কোনটি
2➤ মহাজনপদ গুলির উত্থান কোন শতকে হয়েছিল?
3➤ ষোড়শ মহাজনপদ এর মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত?
4➤ পাটলিপুত্র কার রাজধানী ছিল?
5➤ পৃথিবীর প্রথম সাম্রাজ্য কোনটি?
6➤ প্রিয়দর্শী প্রিয়দর্শী কার উপাধি ছিল?
7➤ অমিত্রঘাত কথার অর্থ কী?
8➤ মৌর্য নামের উৎপত্তি কী থেকে?
9➤ এথেন্সের শাসন কাঠামো কিরূপ ছিল?
10➤ আলেকজান্ডারের ভারত অভিযান কবে সংঘটিত হয়?
11➤ শেষ মৌর্য সম্রাট কে ছিলেন?
12➤ ইতালির রানি নামে পরিচিত কোন নগর?
13➤ পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য কোনটি?
14➤ "আমি এলাম ,আমি দেখলাম ,আমি জয় করলাম"- উক্তিটি কার?
15➤ "কবুলিয়াত ও পাট্টা" -ব্যবস্থার প্রবর্তন কে করেন?
16➤ আধুনিক তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠাতা কে?
17➤ রোমে "দার্শনিক সম্রাট" নামে কে পরিচিত?
18➤ কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক ও কবিরাজি নামে অভিহিত ছিলেন?
19➤ কার নাম থেকে 'অটোমান' নামের উৎপত্তি হয়েছে?
20➤ মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
21➤ সর্বশেষ অটোমান সুলতান কে ছিলেন?
22➤ অটোমান শাসনকালে শ্রেষ্ঠ স্থপতি কে ছিলেন?
23➤ কাকে 'ভারতীয় শেক্সপিয়ার' বলা হয়?
24➤ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছিলেন কাকে?
25➤ অজন্তা ইলোরা গুহা মন্দির গুলি কোন যুগের শিল্পকলার নিদর্শন?
কুইজ অনুশীলন একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় থেকে
Time's Up
score:
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
বি:দ্র:-একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ থেকে SAQ এবং রচণাধর্মী প্রশ্ন ও উত্তর পরবর্তীতে আমরা নিয়ে আসছি। এছাড়াও বিভিন্ন ধরনের "মকটেস্ট অনুশীলন" প্রকাশের চেষ্টা চালাচ্ছি আমরা ।শুধু তোমরা আমাদের সাথে থাকো।
আরো পড়ো-
0 Comments