তুমি কি জানো রাধাকৃষ্ণন কমিশন কবে হয়||রাধাকৃষ্ণন কমিশনের অপর নাম কী||পঞ্চম অধ্যায়

 Hello,আমার প্রিয় ছাত্র-ছাত্রী, শিক্ষাবিজ্ঞানের পঞ্চম অধ্যায় রাধা কৃষ্ণ কমিশন।এই অধ্যায় থেকে যে ধরনের mcq এবং Saq জিজ্ঞেস করে , যেমনঃ- রাধাকৃষ্ণন কমিশন কবে হয়? রাধাকৃষ্ণন কমিশন-এর অপর নাম কী? রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি কে ছিলেন? প্রভৃতি। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য অধ্যায়টি খুঁটিয়ে পড়তে হবে ।নিম্নে আলোচনা করা হলো সম্ভাব্য নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ প্রশ্ন ও উত্তর । এছাড়াও কোনো প্রশ্নের উত্তর নিয়ে সংশয় থাকলে আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো।

1➤ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি?

2➤ রাধাকৃষ্ণ কমিশনের অপর নাম কী?

3➤ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়?

4➤ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল কার নেতৃত্বে?

5➤ ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী কে ছিলেন?

6➤ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন?

7➤ গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা কোন কমিশনে বলা হয়েছে?

8➤ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য কতজন ছিলেন?

9➤ ভারতে বর্তমানে বিশ্ববিদ্যালয় কতগুলি রয়েছে?

10➤ কোন কমিশন ছাত্র মঙ্গলের সুপারিশ করে?

11➤ গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা কোন কমিশনে বলা হয়েছে?

12➤ National Council for Rural Higher Education কবে প্রতিষ্ঠিত হয়?

13➤ কোন বিদেশী শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন

14➤ বর্তমানে ভারতের রাজ্য বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি?

15➤ এলাহাবাদ বিশ্ববিদ্যালয় টি কবে স্থাপিত হয়েছিল?


জেনে নাও রাধাকৃষ্ণন কমিশন এর বিভিন্ন বিষয় 

1 আধুনিক বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রথম কবে হয়?


উত্তর-উনবিংশ শতকের মধ্যভাগে 1857 সালে কলকাতা, মুম্বাই ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক বিশ্ববিদ্যালয়ের ধারণা প্রথম সূচিত হয়।


2-ভারতের প্রথম জাতীয় শিক্ষা আন্দোলন কবে হয়েছিল?


উত্তর:-1906 সালে প্রথম জাতীয় শিক্ষা আন্দোলন হয়েছিল।


3-ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী? এর সদস্য সংখ্যা কতজন ছিল?


উত্তর:- ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণণ কমিশন। এর সদস্য সংখ্যা মোট 10 জন । এর মধ্যে ভারতীয় 7 জন এবং তিনজন বিদেশি ।


4- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের তিন জন বিদেশি সদস্যের নাম লেখো। 


উত্তর:-(1) ড: আর্থার ই মর্গ্যান (2) ডঃ জেমস এফ ডাফ এবং (3) ড: জন টিগার্ট।


5- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি এবং সম্পাদক কে ছিলেন?


উত্তরঃ- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এবং সম্পাদক ছিলেন ডঃ নির্মল কুমার সিদ্ধান্ত ।


6- কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রিপোর্ট জমা দেয়? 


উত্তর-1949 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রিপোর্ট জমা দেয় ।


7- কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে ?


উত্তর গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ প্রথম করেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন(1948 49)


8- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নারী শিক্ষার পাঠক্রমে কী বিশেষ উদ্যোগ নিয়েছিল?


 উত্তরঃ-বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন নারী শিক্ষার পাঠক্রমে গার্হস্থ্য বিজ্ঞান ও পরিবার পরিচালনা শিক্ষার ব্যবস্থা করেছিল ।


9- শ্রীনিকেতন কী ধরনের প্রতিষ্ঠান?


উত্তর-শ্রীনিকেতন হল পশ্চিমবঙ্গের একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়।


10- শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন?


 উত্তরঃ- রবীনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠার পর সেখানে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন ।


11- কৃষিবিদ্যা শিক্ষার বিকাশে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ কী কী ছিল?


 উত্তর- রাধাকৃষ্ণন কমিশন কৃষিবিদ্যার বিকাশের জন্য গ্রামাঞ্চলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও কৃষি কলেজ গড়ে তোলার সুপারিশ করেছিলেন।



কুইজ রাধাকৃষ্ণন কমিশন অধ্যায়ের উপর। জেনে নাও নিজের প্রস্তুতি কেমন হয়েছে। 



Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

 আরো পড়ো-

সহজেই শিখুন আবর্তন বিবর্তন করার নিয়ম





Post a Comment

0 Comments