সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া||তৃতীয় অধ্যায়:ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি। ।

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া||তৃতীয় অধ্যায়:ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি। ।           

মক টেস্ট কেন দিবেন👉

 1. নিজের প্রস্তুতি যাচাই করার জন্য ।

2. মক টেস্ট দিলে নিজেদের প্রস্তুতি আরো ভালো হয় ।

3. বহু অজানা প্রশ্ন -উত্তর জানা যায় ।

4. ভালো রেজাল্টের অন্যতম উপায় হল মক টেস্ট নিয়মিত দেওয়া ।

www.parasuna.com -এর মক টেস্ট কেন দেবেন👉

  1. প্রশ্নপত্র গুলি বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজানো হয়।

 2 .পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এরূপ প্রশ্ন দেওয়া হয়।

 3 .অভিজ্ঞ শিক্ষকমন্ডলী প্রশ্নপত্রগুলি সেট করেন।

 4 .অপ্রয়োজনীয় অতিরিক্ত প্রশ্ন দেওয়া হয় না।

 5. WBCHSE এর নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী মক টেস্ট সাজানো হয়।

 
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া||তৃতীয় অধ্যায়:ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি। ।


1. ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?





ANSWER= (C) বাংলা
Explain:-

 

2. বাংলায় কবে দ্বৈতশাসনের অবসান হয়?




ANSWER= (A) 1772সালে
Explain:-

 

3.ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয় ?




ANSWER= (B) নানা ফড়নবিশকে
Explain:-

 

4.বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?




ANSWER= (B) ওয়ারেন হেস্টিংস
Explain:-

 

5.কোলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?




ANSWER= (C) 1774 সালে
Explain:-

 

6."Poverty and Un-ritish Rule in Ibdia" - গ্রন্থের লেখক কে?




ANSWER= (D) দাদাভাই নৌরজি
Explain:-

 

7.ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোন রাজ্যে?




ANSWER= (C) মহারাষ্ট্রে
Explain:-

 

8.ভারতে 'রেলপথের জনক'- কাকে বলা হয় ?




ANSWER= (A) ডালহৌসিকে
Explain:-

 

9.ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় কোথায় ?




ANSWER= (D) রিষড়ায়
Explain:-

 

10.শিমনোসেকির সন্ধি কবে স্বাক্ষরিত হয়?




ANSWER= (B) 1895 সালে
Explain:-

 বি:দ্রঃ-  

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া||তৃতীয় অধ্যায়:ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি। ।          

 উচ্চ মাধ্যমিক ইতিহাস  এমনই বিষয় যা নিবিড়ভাবে অনুশীলন করা উচিত। গত কয়েক বছর ধরে লক্ষ্য করা যায় যে এই অধ্যায় থেকে বহু এমন প্রশ্ন আসে যা কোনোবারই আসেনি। সুতরাং নিয়মিত অনুশীলন করলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। 


উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন পেতে CLICK HERE 

Post a Comment

0 Comments