নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো||H.S PHILOSOPHY ||উদাহরণসহ ব্যাখ্যা

 নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো||H.S PHILOSOPHY ||উদাহরণসহ ব্যাখ্যা 
বচনের গুণ ও পরিমাণ নির্ণয়

বচনের গুন ও পরিমাণ নির্নয় দর্শনের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ। এই অংশ থেকে  চারটি উদাহরণ থাকে প্রত্যেকটি 2×4=8 নাম্বর থাকে।  সঠিক ভাবে চর্চা ও অনুশীলন অভ্যাস করলে 8 এর মধ্যে 8 পাওয়া সম্ভব।  গুন পরিমাণ  নির্নয়ের কিছু নিয়ম আছে । নিম্নে আলোচনা করা হল পঞ্চাশটি উদাহরণ। উত্তর সহ পিডিএফ দেওয়া হল। প্রত্যেকটি ডাউনলোড করে নেবে অনুশীলনের সুবিধার্থে । তোমরা পিডিএফ গুলো প্রিন্ট আউট করে চর্চা করতে পারবে।  পরীক্ষায় আসে এমন সম্ভাব্য উদাহরণ গুলি তোমাদের দেওয়া হল পিডিএফ-এর আকারে ।

●নিরপেক্ষ  বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? উদাহরণসহ আলোচনা করো।

উত্তর বচনের গুণঃ- বচনের গুণ বলতে বোঝায় নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধেয় সম্বন্ধকে স্বীকার বা অস্বীকার করাকে। উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধকে স্বীকার করা হলে বচনটি সদর্থক হয় এবং উদ্দেশ্য বিয়ের সম্বন্ধকে অস্বীকার করা হলে বচনটি নঞর্থক হয়। 

উদাহরণঃ-(1) সকল কবি হয় ভাবুক(A) । এখানে উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধকে স্বীকার করায় বচনটি সদর্থক হয়েছে। 

আবার (2) কোন কবি নয় বাস্তববাদী(E)। এখানে উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধকে অস্বীকার করায় বচনটি নঞর্থক  হয়েছে ।

■বচনের পরিমাণকঃ- বচনের পরিমাণ বলতে বোঝায় নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সদস্য সংখ্যাটি যদি উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র অংশকে বোঝানো হয় ,তাহলে পরিমাণটি সামান্য  এবং উদ্দেশ্য পদের নির্দেশিত শ্রেণীর  সকল সদস্যকে না বুঝিয়ে তার একটি অংশকে যদি বোঝানো হয়, তাহলে পরিমাণটি বিশেষ হয় ।

উদাহরণঃ-

(1) সকল শিশু হয় সরল। এই বচনের "সকল" শব্দটি উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত "শিশু" শ্রেণির সকল সদস্যকে নির্দেশ করায় পরিমাণটি সার্বিক।কিন্তু 

(2) কোন মানুষ নয় অকৃতজ্ঞ। "কোন" শব্দটি উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত সদস্যকে না বুঝিয়ে তার একটা অংশকে বোঝানোয় বিশেষ হয়েছে।

● নিরপক্ষে বচনের গুন ও পরিমাণ বলতে কী বোঝো?  নির্নয়ের সংক্ষিপ সূত্র:-

বচন                     গুন                   পরিমাক

A                     সদর্থক                   সামান্য 

E                     নঞর্থক                 সামান্য 

I                      সদর্থক                  বিশেষ

O                     নঞর্থক                  বিশেষ


● নিন্মলিখিত বাক্যগুলোকে বচনে রূপান্তর করে তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করোঃ-

1-(i)ত্রিভুজ বৃত্ত নয়।
(ii)কবিরা অবশ্যই মরণশীল।
(iii)চার্বাকরা জড়বাদী। 
(iv)মহিলারা শিক্ষিত। 

সমাধান:- (i) L.F:- কোন ত্রিভুজ  নয় বৃত্ত (E)
গুনঃ- নঞর্থক ।
পরিমাণঃ- সামান্য ।


সমাধান:- (ii) L.F:-সকল কবি হয় মরণশীল(A) 
গুনঃ- সদর্থক। 
 পরিমাণকঃ- সামান্য ।

সমাধানঃ-(ii)L.F:- সকল চার্বাক হয় জড়বাদী(A)
 গুনঃ- সদর্থক ।
পরিমাণকঃ- সামান্য ।

সমাধানঃ-(iv)L.F:- কোনো কোনো  মহিলা হয় শিক্ষিত(I)
গুনঃ-  সদর্থক। 
পরিমাণকঃ-- বিশেষ।

রাষ্ট্রবিজ্ঞান সাজেশন পেতে  CLICK HERE 👉

LAST MINUTE POLITICAL SCIENCE SUGGESTIONS 2022


Post a Comment

0 Comments