বাড়ির কাছে আরশিনগর কবিতার mcq & Saq||Exam Preparation For Class Xi

 Para Suna:- যাই হোক শেষ পর্যন্ত পরীক্ষার দিন ঘোষণা হল। 2 এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের সঙ্গে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষ। WBCHSE এর প্রস্তাবিত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কবিতা হলো লালন ফকিরের "বাড়ির কাছে আরশিনগর"। আলোচ্য কবিতাটি লালন ফকিরের গান হলেও এর মধ্যে বাউল ধর্মের আত্মকথা লেখা আছে।

বাড়ির কাছে আরশিনগর কবিতা থেকে বাছাই করা mcq & saq দেওয়া হলো। আপাতত এই ছোটো প্রশ্ন উত্তরগুলি পড়লেই হবে । আমরা অক্লান্ত পরিশ্রম করে চলেছি তোমাদের জন্য । তোমরা সাফল্য পেলে আমাদের পরিশ্রম সার্থক হবে।


একাদশ শ্রেণীর পাঠ্য বাড়ির কাছে আরশিনগর কবিতার সম্ভাব্য গুরুত্বপূর্ণ mcq মান-1






বাড়ির কাছে আরশিনগরের

1➤ বাড়ির কাছে আরশিনগর কবিতাটি কার লেখা?

=> লালন ফকির।

2➤ "বাড়ির কাছে আরশিনগর" একটি কিরূপ কবিতা?

=> গীতিকবিতা।

3➤ লালন ফকিরের জন্মস্থান কোথায়?

=> ভাড়াঁরা।

4➤ "আরশি"- শব্দের অর্থ কী?

=> আয়না।

5➤ 'গ্রাম বেড়িয়ে অগাধ পানি'- এখানে 'বেড়িয়ে' শব্দের অর্থ কী?

=> বেস্টন করে।

6➤ "ও তার নাই কিনারা"- এখানে 'কিনারা' বলতে কী বোঝায়?

=> বিষয়-বাসনা।

7➤ 'পড়শি' কেমন দেখতে?

=> তার হাত-পা-কাঁধ-মাথা নেই।

8➤ "ক্ষণেক থাকে শূন্যের উপর"- এই শূণ্য আসলে কী?

=> বস্তু জাগতিক চাহিদা থেকে মুক্ত অবস্থা।

9➤ "সে আর লালন একখানে রয়"- 'একখানে' কথাটির অর্থ কী?

=> এক দেহে।

10➤ যম যাতনা বলতে কী বোঝায়?

=> পার্থিব দুঃখ কষ্ট।

11➤ "পড়শী যদি আমায় ছুঁতো"- পড়শি ছুলে কী হবে?

=> যম-যাতনা দূর হবে।

12➤ লালন ও পড়শির মধ্যে দূরত্ব কতটা?

=> লক্ষ যোজন।

13➤ 'পড়শি' শব্দটি এসেছে কোন ভাষার শব্দ থেকে?

=> সংস্কৃত

14➤ পড়শীকে লালন দেখতে পান নি কেন?

=> তার সাধনা সম্পন্ন হয়নি।

15➤ লালনের গান গুলি কে কী বলা হয়?

=> বাউল

16➤ "সে আর লালন একখানে রয়"- সে কে?

=> পড়শি

17➤ পরশি কোথায় ভাসে?

=> নীরে

18➤ লালন ফকির বেঁচে ছিলেন কত বছর?

=> 116 বছর।

19➤ পড়শি কোথায় বসত করে?

=> আরশিনগরে।

20➤ বাউল সাধকেরা কাকে খুঁজে বেড়ান?

=> মনের মানুষকে।


বাড়ির কাছে আরশিনগর কবিতার সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।  মান 1 

1- 'যম যাতনা'- বলতে কবি কী বুঝিয়েছেন?


 উত্তরঃ- মরমী সাধক কবি লালন ফকির 'বাড়ির কাছে আরশিনগর' কবিতায় পার্থিব দুঃখ,  কষ্ট, যন্ত্রণা ও অসহায়তাকে যম-যাতনা বলেছেন।


2- "ও তার নাই কিনারা নাই তরণী পারে"-'কিনারা' নাই কেন?


 উত্তরঃ- গভীর জীবন-জিজ্ঞাসা থেকে লালন ফকির বেশ কিছু প্রতিকী শব্দ ব্যবহার করেছেন । 'কিনারা'- অর্থে মনের মানুষের সঙ্গে তার দূরত্ব বোঝাতে 'কিনারা' শব্দ ব্যবহার করেছেন।


3- 'আরশিনগর'- বলতে কবি কী বুঝিয়েছেন?


উত্তরঃ- বাউল সাধক লালন ফকির চিরকাল মনের মানুষের তথা ঈশ্বরের সন্ধান করে চলেছেন । যে মনের মানুষ অবস্থান করে আরশিনগরে ।অর্থাৎ ঈশ্বরের বাসস্থানকে আরশিনগর বলা হয়।


4-'পড়শী'- শব্দের অর্থ কী?


উত্তরঃ- 'পড়শী'- শব্দের অর্থ হলো প্রতিবেশী। অবশ্য লালন ফকির 'পড়শী' বলতে তার মনের মানুষ বা সাঁইকে বুঝিয়েছেন।


5- "আমি একদিনও না দেখিলাম তারে"- বক্তা একদিনও দেখতে পাননি কেন মনের মানুষকে ?


উত্তরঃ- 'বাড়ির কাছে আরশিনগর' কবিতায় বক্তা লালন ফকির বলেছেন- তার মনের মধ্যে বিষয়বাসনার প্রতি এখনো আকর্ষণ রয়েছে তাই তিনি মনের মানুষকে একদিনও দেখেননি।


6- "গ্রাম বেরিয়ে অগাধ পানি"- বক্তা কোন পানির কথা বলেছেন?


 উত্তরঃ- "বাড়ির কাছে আরশিনগর কবিতায়"- বক্তা লালন ফকির 'পানি' বলতে সাধারণ জলকে উল্লেখ করেননি। পড়শীর সঙ্গে মিলনের জন্য যে সকল বাধা রয়েছে সেগুলিকে অতিক্রম করা দুষ্কর ।সেই বাঁধাগুলোকে তিনি পানি বলে উল্লেখ করেছেন।


7- "যম যাতনা সকল যেতো দূরে"- কিভাবে তা সম্ভব ?


উত্তরঃ- "বাড়ির কাছে আরশিনগর"- কবিতায় লালন ফকির জানিয়েছেন পড়শির সঙ্গে যদি সাধকের মিলন ঘটে, তাহলে তার সমস্ত পার্থিব দুঃখ-কষ্ট দূর হয়ে যেত।


8- তবু লক্ষ যোজন ফাঁক রে কার সঙ্গে কার এরূপ লক্ষ যোজন দূরত্ব রয়েছে ?


উত্তরঃ-"বাড়ির কাছে আরশিনগর"- কবিতায় লালন ফকির জানিয়েছেন পড়শীর সঙ্গে মনের মানুষের  দূরত্ব লক্ষ যোজন রয়েছে।


9- পড়শীর হস্ত-পদ-স্কন্দ-মাথা নাই কেন? 


উত্তরঃ-পড়শী তথা ঈশ্বর তিনি নিরাকার, সর্বত্র বিরাজমান। তাই তার নির্দিষ্ট কোনো হাত,পা,স্কন্দ,মাথা নেই বলে লালন ফকির উল্লেখ করেছেন।


10- "ও সে ক্ষনের থাকে শূন্যের উপর"- 'শূন্যের' উপর বলতে কী বোঝানো হয়েছে ?


উত্তরঃ- লালন ফকির রচিত "বাড়ির কাছে আরশিনগর" কবিতায় শূন্যের উপর বলতে অসীম অনুভূতিকে বোঝানো হয়েছে।

More Related Post- 

ডাকাতের মা গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর 


তেলেনাপোতা আবিষ্কার ছোটো প্রশ্ন ও উত্তর 

Post a Comment

0 Comments