ডাকাতের মা গল্পের ছোটো প্রশ্ন উত্তর||একাদশ শ্রেণীর বাংলা নোট

 Para Suna:-  হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা কেমন আছো, আশা করি ভালোই আছো। তোমরা সবাই জেনে গেছো যে তোমাদের বিদ্যালয় 16 নভেম্বর থেকে খুলছে । আর আশা করি কিছুদিনের মধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার তারিখ ঘোষণা হতে চলেছে। তাই সমস্ত দুশ্চিন্তা দূর করে তোমাদের পুনরায় পড়াশোনায় মনোযোগ দিতে হবে।

● আজকে আলোচনা করব WBCHSEএর REDUCE SYLLABUS এর অন্তর্ভুক্ত একাদশ শ্রেণীর পাঠ্য গল্প 'ডাকাতের মা'। গল্পটি থেকে সম্ভাব্য বাছাই করা ছোট প্রশ্ন mcq তুলে দেওয়া হল যদি কোন প্রশ্নের উত্তর নিয়ে সংশয় থাকে, তাহলে আমাদের Telegram চ্যানেলে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারো।এছাড়াও সেখানে "DAILYPRACTICE SET"অনুশীলন করতে পারবে।


সতীনাথ ভাদুড়ীর 'চকাচকী' গল্পগ্রন্থের অন্তর্গত 'ডাকাতের মা' গল্প থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর(MCQ)         মান-1



1➤ "ঘুম আর আসতে চায়না"-এখানে কার কথা বলা হয়েছে?






2➤ টকটক করে টোকার শব্দ থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে কে এসেছে?






3➤ "ডাকাতের মায়ের ঘুম পাতলা না হলে চলে না"- কেন?






4➤ কে জেল দেখতে গিয়েছিলেন?






5➤ কাছারির ঘড়িতে কটা বাজে ?






6➤ সৌখির ক'বছর হল জেলে গিয়েছে?

ⓐ সাত বছর
ⓑ দুই বছর
ⓒ তিন বছর
ⓓ পাঁচ বছর

7➤ সৌখীর ছেলের বয়স কত?






8➤ সৌখির মা আগে ছিল কী?






9➤ জেলের ঠিকাদারের কাছ থেকে সৌখী কত টাকা রোজগার করে এনেছিল?






10➤ "চোরাই মাল জেনেই কিনেছিস" - বক্তা কে?






11➤ "ওকে ছেড়ে দিন দারোগা সাহেব"- বক্তা কে?

ⓐ সৌখী
ⓑ পেশকার সাহেব
ⓒ সৌখীর মা
ⓓ সৌখীর বউ

12➤ "পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়"- এখানে কার কথা বলা হয়েছে?






13➤ "বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে"-উক্তিটি কার?






14➤ হাতি পাকে পড়লে কে লাথি মারে?






15➤ সৌখীদের বাড়ির বাইরে কোন ফলের গাছ ছিল?

ⓐ আম
ⓑ পেয়ারা
ⓒ লেবু
ⓓ নোনা-আতা

16➤ "লোটা হলো বাড়ির লক্ষী" -বক্তা কে?






17➤ সৌখীর মায়ের বেয়াই এর কয়টি মোষ ছিল?






18➤ সৌখী কাকে ঘুষ দিয়েছিল?

ⓐ জেলার সাহেবকে
ⓑ লাট সাহেবকে
ⓒ চৌকিদারকে
ⓓ হেড জমাদার সাহেবকে

19➤ সৌখীর মা কী বিক্রি করে জীবন কাটায়?






20➤ দলের লোকেরা কয় বছর সৌখীর মাকে টাকা পাঠিয়েছিল?






একাদশ শ্রেণীর পাঠ্য 'ডাকাতের মা' গল্প থেকে ছোটো প্রশ্ন উত্তর-  মান- 1


1- "দুনিয়ায় বিশ্বাস করবে কাকে"- কে এই উক্তিটি করেছে ?একথা বলার কারণ কী?


 উত্তরঃ- সতীনাথ ভাদুড়ীর লেখা 'ডাকাতের মা' গল্পে উদ্ধৃত উক্তিটি করেছেন সৌখির মা। কারণ পুলিশের ভয় নেই কিন্তু কোনো ছেলে লোভে পড়ে যেকোনো কাজ করতে পারে। তাদের বিশ্বাস করা যায় না। তাই তিনি একথা বলেছেন।


2- "কি কপাল নিয়ে এসেছিল"- কে এই কথা বলেছে? কার সম্পর্কে একথা বলা হয়েছে ?


উত্তরঃ- সতীনাথ ভাদুড়ীর লেখা 'ডাকাতের মা' গল্পে উদ্ধৃত উক্তিটি করেছেন সৌখির মা। সৌখীর নাবালক ছেলে সম্পর্কে কথা সে বলেছে।


3-তার নাকি দুবেলা ভাত জোটে না এখানে কার কথা বলা হয়েছে দুবেলা ভাত না জোটার কারণ কী?


 উত্তরঃ- ডাকাতের মা গল্পের উদ্ধৃতাংশে সৌখীর চার-পাঁচ  বছরের ছেলের কথা বলা হয়েছে।  ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে সৌখী। ফলে তার পরিবার চরম অর্থাভাবে পরে। তার নাবালক ছেলে না খেয়ে রোগা হয়ে যায়।


4- "ঘুম আর আসতে চায়না"- কার ঘুম আসতে চায়না? ঘুম না আসার কারণ কী? 


উত্তরঃ- সতীনাথ ভাদুড়ীর লেখা "ডাকাতের মা" গল্পে সৌখীর মায়ের ঘুম না আসার কথা বলা হয়েছে। কারণ তার ছেলে যখন-তখন রাত্রে বাড়ি ফেরে। তাই দরজায় কখন টোকা পড়বে সেই ভাবনাতে সৌখীর মায়ের ঘুম আসতে চায় না। কারণ একবার দেরিতে দরজা খোলায় সৌখী চরম মার মেরেছিল তার মাকে।


5- "হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে"- উক্তিটি কে করেছেন?


 উত্তরঃ- সতীনাথ ভাদুড়ীর লেখা ডাকাতের মা গল্পে উদ্ধৃত উক্তিটি করেছেন সৌখীর মা।


6-"বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে"- কেন ?


উত্তরঃ- সৌখী পাঁচ বছর আগে জেলে গিয়েছিল।  ফলে তার পরিবারের অবস্থা শোচনীয় হয়ে পড়ে । তার মা ছেলের চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। তাই বহুদিন পর সৌখী জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলে, বুড়ি আনন্দ ধরে রাখতে না পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে।


7-"ছেলে ছেলে করে মরে সৌখী"- কে কোন প্রসঙ্গে এ উক্তি করেছে?


 উত্তরঃ-"ডাকাতের মা"- গল্পে উদ্ধৃত উক্তিটি করেছেন সৌখীর মা। কারণ জেল থেকে ফিরে সৌখী বাড়ির কোনো খবর না নিয়ে শুধু তার ছেলের সংবাদ জানতে চেয়েছিল।


8-"দারোগাসাহেব মেয়েমানুষকে নিয়ে টানাটানি করছ কেন"- বক্তা কে? মেয়ে মানুষ কে?


 উত্তর:-সতীনাথ ভাদুড়ীর লেখা 'ডাকাতের মা' গল্পে উদ্ধৃত  উক্তিটি করেছেন সৌখী।  এখানে মেয়েমানুষ বলতে সৌখীর মায়ের কথা বলা হয়েছে।



9-"ডাকাতের মায়ের ঘুম পাতলা না হলে চলে না"- কেন ?


উত্তরঃ-যেকোনো সময় দলের লোক টাকা দিতে আসতে পারে অথবা পুলিশ আসতে পারে এমনকি হঠাৎ তার ছেলেও বাড়ি ফিরতে পারে। তাই ডাকাতের মায়ের ঘুম পাতলা হওয়া চাই।

10-"চোরাই মাল জেনেই কিনেছিস"- কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করে ?


উত্তরঃ- সতীনাথ ভাদুড়ীর লেখা 'ডাকাতের মা' গল্পের মাতাদিন পেশকার সাহেব বাসনের দোকানদারকে উদ্দেশ্য করে এই মন্তব্য করে।


11- "আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে"- কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করে?


 উত্তর সতীনাথ ভাদুড়ীর লেখা 'ডাকাতের মা' গল্পে সৌখী   দারোগাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করে।



12- "তার আসল দরকার অপরাধী কে নিয়ে"- একথা বলার কারণ কী?


 উত্তরঃ- দারোগাবাবু ন্যায়-অন্যায় বোঝেন না, সত্য-মিথ্যা যাচাই করেন না। তার দরকার শুধুমাত্র আসল অপরাধীকে নিয়ে । কিন্তু তিনি জানেন না আসল অপরাধী সৌখী নন।



More Related Post- 








Post a Comment

2 Comments