একাদশ শ্রেণীর ইতিহাস || চতুর্থ অধ্যায় ||গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

 ড়াশোনাঃ- আজকে আমরা একাদশ শ্রেণির ইতিহাসের চতুর্থ অধ্যায়ঃ "রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনতন্ত্র"- থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ বাছাই করা MCQ ও SAQ আপলোড করলাম।


● এবছর একাদশ শ্রেণির ইতিহাসের সিলেবাস কমানো হয়েছে । তাই এই অধ্যায় থেকে আসবে 3 টি MCQ এবং 3 টি SAQ ।


● এই অধ্যায় থেকে বিগত বছরগুলিতে যে mcq ও saq প্রশ্নগুলি এসেছে তা তুলে দেওয়া হল। এছাড়াও অতিরিক্ত সম্ভাব্য প্রশ্ন গুলো দেওয়া হয়েছে ।যেগুলি পড়লে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে।


● সবশেষে তোমরা যাতে নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারো তার জন্য একাদশ শ্রেণির ইতিহাস, চতুর্থ অধ্যায়: থেকে online-কুইজ দেওয়া হয়েছে।ঝটপট দেখে নাও। 



একাদশ শ্রেণির ইতিহাসের চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ সম্ভাব্য mcq



Q ➤ কৌটিল্যের অপর নাম কি?


Q ➤ কাকে "ভারত ইতিহাসের মেকিয়াভেলি" বলা হয়?


Q ➤ অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রের কয়টি অঙ্গের কথা বলেছেন?


Q ➤ কৌটিল্য অর্থ শাস্ত্রে কত প্রকার দুর্গের উল্লেখ করেছেন?


Q ➤ "জিলুল্লাহ"- শব্দের অর্থ কি?


Q ➤ কোন দেশের রাজতন্ত্র দিল্লির সুলতানির দ্বারা অনুসৃত বলে বরণী মনে করতেন?


Q ➤ দিল্লির কোন সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান?


Q ➤ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কমনওয়েলথ আদর্শের কথা কে বলেছিলেন?


Q ➤ টিউডর বিপ্লবের নেতৃত্ব কে দেন?


Q ➤ টমাস ক্রমওয়েল "অ্যাক্ট অফ সুপ্রিমেসি"- কবে ঘোষণা করেন?


Q ➤ "অ্যাক্ট অফ টেন্ডার"- আইনের দ্বারা কার মুন্ডচ্ছেদ করা হয়?


Q ➤ "আধুনিক রাষ্ট্রচিন্তার জনক"- কাকে বলা হয়?


Q ➤ "দা ডিসকোর্সেস"- গ্রন্থটির রচয়িতা কে?


Q ➤ "লেভিয়াথান"- গ্রন্থটি কবে প্রকাশিত হয়?


Q ➤ জন লক কে ছিলেন?


Q ➤ উদারনীতিবাদের জন্মদাতা কাকে বলা হয়?


Q ➤ "ঝড়ের পাখি"- কাকে বলা হত?


Q ➤ ইক্তা প্রথার প্রবর্তক কে?


Q ➤ ইউটোপিয়া গ্রন্থটির রচয়িতা কে?


Q ➤ দিল্লির সুলতানদের মধ্যে কে প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন?


একাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র থেকে ছোট প্রশ্ন উত্তর


1- কৌটিল্য কে ছিলেন?


উত্তর:- কৌটিল্য ছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী যিনি চাণক্য নামেও পরিচিত।


2- অর্থশাস্ত্র গ্রন্থটি কে ,কবে আবিষ্কার করেন?


উত্তর:- ডঃ শ্যাম শাস্ত্রী 1905 খ্রিস্টাব্দে অর্থশাস্ত্র গ্রন্থটি আবিষ্কার করেন।


3-অর্থশাস্ত্র গ্রন্থটি কোন ভাষায় লেখা?


উত্তর:- অর্থশাস্ত্র গ্রন্থটি সংস্কৃত ভাষায় লেখা।


4- উলেমা কাদের বলা হয়?


উত্তর:- ইসলামের শাস্ত্রে পারদর্শী পন্ডিত জ্ঞানী ব্যক্তিদের  উলেমা বলা হয়। এরা হলেন ইসলামী আইনের ব্যাখ্যা কর্তা।


5- খলিফা কাকে বলা হত?


উত্তরঃ- ইসলামী আইন অনুসারে সমগ্র মুসলিম ধর্মীয় ও রাষ্ট্রীয় জগতের প্রধানকে খলিফা বলা হত।


6- সিসেরো কে ছিলেন?


উত্তরঃ- সিসেরো ছিলেন প্রাচীন রোমের বিখ্যাত দার্শনিক, রাজনীতিবিদ, আইনজ্ঞ এবং রাজার পরামর্শদাতা।তিনি ছিলেন গদ্যশিল্পী।


7-টমাস ক্রমওয়েল কে ছিলেন?


উত্তরঃ- টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির চ্যান্সেলর ও মুখ্য উপদেষ্টা। তার নেতৃত্বে ইংল্যান্ডে নব রাজতন্ত্র প্রসারিত প্রতিষ্ঠিত হয়েছিল।


8- ম্যান্ডারিন কাদের বলা হত?


উত্তরঃ- চীনে নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থায় নতুন ধরনের সরকারি কর্মচারী নিয়োগ করা হয়। এদেরকে বলা হতো ম্যান্ডারিন।


9- "মন্ডলতত্ত্ব"- কী?


উত্তর:- কৌটিল্যের মতে সীমান্তবর্তী প্রতিবেশী রাষ্ট্র হল স্বভাব জাতশত্রু এবং তার পরবর্তী রাষ্ট্র হল স্বভাবজাত মিত্র ।এই দৃষ্টিতে রাষ্ট্রের শত্রু-মিত্র নির্ধারণ করতে হবে। কৌটিল্যের এই তত্ত্বকে মন্ডল তত্ত্ব বলা হয়।


10- মনসবদারি প্রথা কী?


উত্তর:- সম্রাট আকবর সাম্রাজ্যের সামরিক ও বেসামরিক কাজকর্মের ভিত্তি হিসেবে 1577 সালে যে প্রথা চালু করেন তা মনসবদারি প্রথা নামে পরিচিত কথাটির অর্থ হলো পদমর্যাদা।


Read-more......


একাদশ শ্রেণীর ইতিহাস কুইজ 

একাদশ শ্রেণির সংক্ষিপ নতুন  সিলেবাস 2022

একাদশ শ্রেণির নম্বর বিভাজন জানতে CLICK HERE 


Post a Comment

0 Comments