নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর saq & mcq||H.S Bangla Natak

 নানা রঙের দিন:- উচ্চমাধ্যমিকের পাঠ্য নানা রঙের দিন নাটক থেকে mcq acq রচনাধর্মী প্রশ্ন আসে । তাই নাটকটি খুঁটিয়ে পড়ার সাথে সাথে সম্ভাব্য mcq ও acq রচনাধর্মী প্রশ্ন পড়তে হবে।

নানা রঙের দিন নাটকটি ভালোভাবে পড়লে অবশ্যই তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তোমাদের সুবিধার্থে আমরা সম্ভাব্য mcq acq ও রচনাধর্মী প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলি পাঠ করলে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলার প্রস্তুতি অনেকটা ভালো হয়ে যাবে।



নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় নাটক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য-


নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়
নাটকের উৎসরুশ নাট্যকার আনন্ত চেকভের"Swan Song" 
চরিত্রঃ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের(68) ও কালীনাথ সেন(60)
নাটকের প্রকৃতি একাঙ্ক নাটক
পটভূমিথিয়েটার 


অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকের বাছাই করা mcq মান-1


1➤ 'নানা রঙের দিন'- নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স কত?

=> ৬৮ বছর।

2➤ 'নানা রঙের দিন'- নাটকে প্রম্পটার কালিনাথ সেনের বয়স কত?

=> ৬০ বছর।

3➤ দিলদারের পোশাক পরে মঞ্চে কে এসেছিলেন?

=> রজনীকান্ত চট্টোপাধ্যায়।

4➤ দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কী ছিল?

=> জলন্ত মোমবাতি।

5➤ 'আরে গেল কোথায় লোকটা'- লোকটি কে?

=> রামব্রীজ।

6➤ "কাল রাতেও ঠিক একই ব্যাপার।"- ব্যাপারটা কী?

=> মদ গিলে গ্রিনরুমে পড়ে থাকা।

7➤ রজনীকান্তবাবু রামব্রীজকে কত টাকা বকশিশ দিয়েছিলেন?

=> তিন টাকা।

8➤ "আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে"- পাগলটি কে?

=> রামব্রীজ।

9➤ "ঘুরেফিরে কানে বাজছে আমার।"- ঘুরেফিরে বক্তার কানে কী বাজছে?

=> গলাটা।

10➤ "মাতালের এই হচ্ছে বিপদ"- বিপদটা কী?

=> ছাড়বো বললে ছাড়ান নেই।

11➤ রজনীকান্ত চুলে কলপ লাগান কয় শিশি?

=> হাফ শিশি।

12➤ "এক পা এক পা করে এগিয়ে চলেছে"- কিসের দিকে?

=> মৃত্যুর দিকে।

13➤ "সব মিলিয়ে যেন একটা শ্মশান"- কেন?

=> সব গভীর অন্ধকারে ডুবে আছে।

14➤ "মদটা ছেড়ে দিন রজনী বাবু , মদটা ছেড়ে দিন"- কেন?

=> তিনি বুড়ো হয়ে গেছেন।

15➤ "গ্রিন রুমে ঘুমোই"- কে ঘুমোন?

=> কালিনাথ সেন।

16➤ "একথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জেমশাই"- কোন কথাটা?

=> গ্রিনরুমে ঘুমানোর কথা।

17➤ "মিছে কথা বলব না"- বক্তা কেন মিছে কথা বলবেন না?

=> রজনীকান্ত বামুন মানুষ।

18➤ রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কিসের চাকরি করতেন?

=> পুলিশের।

19➤ "আর একদিন তাকে দেখে মনে হয়েছিল"- বক্তার কী মনে হয়েছিল?

=> ভোরের আলোর চেয়েও সুন্দর।

20➤ "মরে যাবো তবু ভুলবো না"- বক্তা কী ভুলবেন না?

=> মেয়েটির সেই আশ্চর্য ভালোবাসা।

21➤ মেয়েটির রজনীকান্তকে কোন চরিত্রে অভিনয় করতে দেখে প্রেমে পরেছিলেন?

=> আলমগীরের।

22➤ "যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প"- তারা সব কী?

=> গাধা।

23➤ "রজনীকান্ত বাবুর মধ্যে অভিনেতা ইসটেজ থেকে নামলে"- কী মনে হয়?

=> অস্পৃশ্ব ভাঁর।

24➤ রজনীকান্ত 'রিজিয়া'- নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন?

=> বক্তিয়ার।

25➤ 'নানা রঙের দিন'- নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন?

=> ওথেলো।



উচ্চমাধ্যমিকের পাঠ্য নানা রঙের দিন নাটক থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ।                 মান -1


1. "কাম অন কুইক মহম্মদের ক্যাচটা দাও তো"- মহম্মদ কে? কে মহম্মদের ক্যাচ দিয়েছিলেন?

 

উত্তরঃ- মহম্মদ হলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র এবং মোগল সম্রাট শাহাজানের নাতি । প্রম্পটার কালিনাথ সেন মহম্মদের ক্যাচ দিয়েছিলেন।


2- "খুব খারাপ হচ্ছে না, কি বল?"- কী খারাপ হচ্ছে না?


 উত্তরঃ- দ্বিজেন্দ্রলালের 'রিজিয়া' নাটকের বক্তিয়ার এর মুখের সংলাপটি বলেছিলেন রজনী চাটুজ্জে মশাই। এখানে সেই সংলাপটি খারাপ না হওয়ার কথা বলা হয়েছে।


3- "সেই রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝলুম"- বক্তা কী বুঝেছিলেন?

 উত্তরঃ- থিয়েটারে অভিনয় দেখে প্রেমে পরা মেয়েটি বিয়ের সময় যখন রজনীকান্তকে অভিনয় ছেড়ে দিতে বলে, সেই রাতেই রজনীকান্ত বুঝেছিলেন যে ,যারা নাট্যাভিনয়কে পবিত্র শিল্প বলে তারা সব গাধা। তারা সব মিথ্যা কথা  বা বাজে কথা বলেন।

4- "আমারও আর কিছু ভালো লাগতোনা"- বক্তার কিছু ভালো না লাগার কারণ কী? 


উত্তরঃ- নাট্যাভিনয়ের পবিত্রতার নামাবলী অভিনেতা রজনীকান্ত এর সামনে স্পষ্ট হয়ে উঠল। তাছাড়া প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর প্রেমিকার আর কোনো খোঁজ না পাওয়ায় উক্তিটির বক্তা রজনীকান্তের কিছু ভালো লাগতোনা।

5- "এইতো জীবনের সত্য কালিনাথ"-সত্যটি কী?


 উত্তরঃ-যার প্রতিভা আছে ।বয়সে তার কিছু এসে যায় না। এটাই হলো জীবনের সত্য।

6-শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার অবস্থা কেমন হয়?


 উত্তরঃ- শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য  নেই,  একাকীত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে।


7- "তোমার চোখে জল কেন বলতো"- শ্রোতার চোখে জল আসার কারন কী?


 উত্তরঃ- বার্ধক্য অবস্থায় অভিনেতা রজনীকান্ত চাটুজ্জের অভিনয় দেখে অভিভূত শ্রোতা কালিনাথ এর চোখে জল এসে গিয়েছিলো, দুঃখে ,আবেগে ও ভালোবাসায়।


8- "রাজনীতি বড় কূট"- কথাটি কে বলেছিলেন?

উত্তরঃ- দ্বিজেন্দ্রলাল রায়ের 'শাহজাহান' নাটকে উদ্ধৃত উক্তিটি করেছিলেন ঔরঙ্গজেব। তবে 'নানা রঙের দিন' নাটকে আলোচ্য উক্তিটি উচ্চারিত হয়েছে অভিনেতা রজনীকান্ত চাটুজ্জের কন্ঠে।


9- "আপনি বামুক মানুষ, মিছে কথা বলব না"- বক্তা কোন সত্য কথাটি বলেছিল?


 উত্তরঃ- কালিনাথ সেন বামুন মানুষ রজনীকান্ত চট্টোপাধ্যায়কে যে সত্য কথাটি বলেছিল তা হলো- তিনি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিনরুমে ঘুমোন।


10- "ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের"- তারা কি করেন ?


উত্তরঃ- তারা রোজ মেপে খাওয়ার খান।এছাড়াও ডায়েটিং করেন, মর্নিং করেন, ঈশ্বরের আরাধনা ও কীর্তন করেন।


11- "দিলাম তো তোকে বকশিস দিলাম"- কে কাকে বকশিশ দিলেন?

 উত্তরঃ- 'নানা রঙের দিন'- নাটকের অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে তিন টাকা বকশিশ দিয়েছিলেন।


12- "মরা হাতি সোয়া লাখ"- কার সম্পর্কে কোন প্রসঙ্গে এমন প্রবাদ প্রয়োগ করা হয়েছে ?

উত্তরঃ- বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয় দক্ষতা প্রসঙ্গে উক্ত প্রবাদটি প্রয়োগ করা হয়েছে।


আরো পড়ো:-

ক্রন্দনরতা জননীর পাশে মক টেস্ট

ভাত গল্পের সারাংশ ও প্রশ্ন উত্তর আলোচনা

ভারতবর্ষ গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর 


Post a Comment

0 Comments