পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নামের তালিকা || The list of West Bengal Chief Minister

 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নামের  তালিকা/The list of West Bengal Chief Minister- মুখ্যমন্ত্রী হলেন রাজ্য মন্ত্রিসভার অবিসংবাদিত নেতা। সরকার ও রাজ্যপালের মধ্যে সংযোগের ভূমিকা পালন করেন তিনি। ক্যাবিনেট ও আইন সভার নেতা মুখ্যমন্ত্রী । সর্বোপরি আইনসভার অদ্বিতীয় দলের নেতা মুখ্যমন্ত্রী । বর্তমানে 2011 সালের 20 মে মমতা ব্যানার্জি দীর্ঘ 34 বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে সিংহাসনে আসীন হন।


■ উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সপ্তম অধ্যায়ঃ ভারতের শাসন বিভাগএ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা হয়েছে । মুখ্যমন্ত্রী সম্পর্কিত MCQ প্রশ্ন আসতে পারে । তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নামের তালিকা দেওয়া হল। তালিকা শেষে মুখ্যমন্ত্রীদের সম্পর্কে যে ধরনের MCQ আসতে পারে তার নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে।


উচ্চমাধ্যমিকের পাঠ্য সপ্তম অধ্যায়ঃ ভারতের শাসনবিভাগ এর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নামের তালিকা :-

    

মুখ্যমন্ত্রীদের নামকার্যালয় গ্রহন কার্যালয় ত্যাগ 
প্রফুল্ল চন্দ্র ঘোষ1947, 15 ই আগস্ট1948, 22 শে জানুয়ারি
বিধানচন্দ্র রায়1948, 23 শে জানুয়ারি1962, 1লা জুলাই
রাষ্ট্রপতি 1962 ,1লা জুলাই1962, 8 জুলাই
প্রফুল্ল চন্দ্র সেন1962, 1লা জুলাই1967, 28শে ফেব্রুয়ারি 
 অজয় কুমার মুখোপাধ্যা1967, 1লা মার্চ1967, 21 শে নভেম্বর
প্রফুল্ল চন্দ্র ঘোষ1967,21শে নভেম্বর1968 , 19শে ফেব্রুয়ারি
রাষ্ট্রপতি শাসন 1968, 20  ফেব্রুয়ারি1969,25 ফেব্রুয়ারি 
অজয় কুমার মুখোপাধ্যায়1969,25শে ফ্রেব্রুয়ী1970,30শে জুলাই
রাষ্ট্রপতি শাসন1970,30শে জুলাই 
1971,2মার্চ 
অজয় কুমার মুখোপাধ্যায়1971,2এপ্রিল 1971 ,25 শে জুন
রাষ্ট্রপতি শাসন1971, 25শে জুন1972, 19 মার্চ 
 সিদ্ধার্থশঙ্কর রায়1972, 20 মার্চ 1977 ,30 এপ্রিল 
 রাষ্ট্রপতি1977 ,30 এপ্রিল 1977, 20 জুন
জ্যোতি বসু1977,21 শে জুন2000 ,5ই নভেম্বর 
বুদ্ধদেব ভট্টাচার্য 2000, 6 নম্ভেবর2011,13 মে 
মমতা ব্যানার্জি2011, 20 মেবর্তমান 


 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নামের তালিকা থেকে নমুনা প্রশ্নাবলি:-

1- পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

 উত্তরঃ- বিধানচন্দ্র রায়।


2- বামফ্রন্ট সরকার কতদিন বাংলায় ক্ষমতা ভোগ করে?

 উত্তরঃ- 34 বছর।


3- পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ?

উত্তর মমতা ব্যানার্জি।


4- আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কতবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে?

উত্তরঃ- পাঁবার।


5- জ্যোতি বসু কত সালে মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন?

 উত্তরঃ-1977 সালের 21 শে জুন।



 আরো পড়ো -

ভারতের রাষ্ট্রপতিদের নামের তালিকা।

উচ্চমাধ্যমিকের বাংলা মকটেস্ট। 

উচ্চমাধ্যমিকের ইতিহাস মকটেস্ট। 

Post a Comment

0 Comments