পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নামের তালিকা/The list of West Bengal Chief Minister- মুখ্যমন্ত্রী হলেন রাজ্য মন্ত্রিসভার অবিসংবাদিত নেতা। সরকার ও রাজ্যপালের মধ্যে সংযোগের ভূমিকা পালন করেন তিনি। ক্যাবিনেট ও আইন সভার নেতা মুখ্যমন্ত্রী । সর্বোপরি আইনসভার অদ্বিতীয় দলের নেতা মুখ্যমন্ত্রী । বর্তমানে 2011 সালের 20 মে মমতা ব্যানার্জি দীর্ঘ 34 বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে সিংহাসনে আসীন হন।
■ উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সপ্তম অধ্যায়ঃ ভারতের শাসন বিভাগএ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা হয়েছে । মুখ্যমন্ত্রী সম্পর্কিত MCQ প্রশ্ন আসতে পারে । তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নামের তালিকা দেওয়া হল। তালিকা শেষে মুখ্যমন্ত্রীদের সম্পর্কে যে ধরনের MCQ আসতে পারে তার নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে।
উচ্চমাধ্যমিকের পাঠ্য সপ্তম অধ্যায়ঃ ভারতের শাসনবিভাগ এর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নামের তালিকা :-
মুখ্যমন্ত্রীদের নাম | কার্যালয় গ্রহন | কার্যালয় ত্যাগ |
প্রফুল্ল চন্দ্র ঘোষ | 1947, 15 ই আগস্ট | 1948, 22 শে জানুয়ারি |
বিধানচন্দ্র রায় | 1948, 23 শে জানুয়ারি | 1962, 1লা জুলাই |
রাষ্ট্রপতি | 1962 ,1লা জুলাই | 1962, 8 জুলাই |
প্রফুল্ল চন্দ্র সেন | 1962, 1লা জুলাই | 1967, 28শে ফেব্রুয়ারি |
অজয় কুমার মুখোপাধ্যা | 1967, 1লা মার্চ | 1967, 21 শে নভেম্বর |
প্রফুল্ল চন্দ্র ঘোষ | 1967,21শে নভেম্বর | 1968 , 19শে ফেব্রুয়ারি |
রাষ্ট্রপতি শাসন | 1968, 20 ফেব্রুয়ারি | 1969,25 ফেব্রুয়ারি |
অজয় কুমার মুখোপাধ্যায় | 1969,25শে ফ্রেব্রুয়ী | 1970,30শে জুলাই |
রাষ্ট্রপতি শাসন | 1970,30শে জুলাই | 1971,2মার্চ |
অজয় কুমার মুখোপাধ্যায় | 1971,2এপ্রিল | 1971 ,25 শে জুন |
রাষ্ট্রপতি শাসন | 1971, 25শে জুন | 1972, 19 মার্চ |
সিদ্ধার্থশঙ্কর রায় | 1972, 20 মার্চ | 1977 ,30 এপ্রিল |
রাষ্ট্রপতি | 1977 ,30 এপ্রিল | 1977, 20 জুন |
জ্যোতি বসু | 1977,21 শে জুন | 2000 ,5ই নভেম্বর |
বুদ্ধদেব ভট্টাচার্য | 2000, 6 নম্ভেবর | 2011,13 মে |
মমতা ব্যানার্জি | 2011, 20 মে | বর্তমান |
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের নামের তালিকা থেকে নমুনা প্রশ্নাবলি:-
1- পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ- বিধানচন্দ্র রায়।
2- বামফ্রন্ট সরকার কতদিন বাংলায় ক্ষমতা ভোগ করে?
উত্তরঃ- 34 বছর।
3- পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ?
উত্তর মমতা ব্যানার্জি।
4- আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কতবার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে?
উত্তরঃ- পাঁবার।
5- জ্যোতি বসু কত সালে মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন?
উত্তরঃ-1977 সালের 21 শে জুন।
আরো পড়ো -
0 Comments