উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান|| লোকসভার স্পিকারের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা||with PDF

 ParaSuna:- উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ঃ "ভারতের আইন বিভাগ" থেকে প্রায় যে প্রশ্নটি পরীক্ষায় আসে, তা হলো- লোকসভার স্পিকারের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। এবছরের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের কথা ভেবেই আমরা "ভারতের আইন বিভাগ" অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন আপলোড করে চলেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই প্রশ্নের উত্তরের পিডিএফ ডাউনলোড করে প্রস্তুতি নিতে পারো । এতে তোমাদের রেজাল্ট ভাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।


● উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন-উত্তর মনে রাখার সহজ বিষয় হলো- উত্তর মুখস্থ না করে বোঝানোর মতো করে তিন চার বার পড়বে এবং পয়েন্ট গুলো মনে রাখবে। তাতেই তুমি যথাযথভাবে উত্তর লিখতে পারবে। এতে অল্প সময়ের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের প্রস্তুতি ভালোভাবে নিতে পারবে।  অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার লেখাটি পড়ার জন্য।


লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো।

 অথবা লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

 অথবা লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো ।

অথবা লোকসভার স্পিকারের ক্ষমতা আলোচনা করো।



                         ---   উত্তর ----


ভূমিকাঃ- ভারতের লোকসভার সভাপতি কে অধ্যক্ষ বা স্পিকার বলা হয়। অনেকে স্পিকারকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে তুলনা করেছেন । সংবিধানের ধারা অনুযায়ী ভারতের সাধারণ নির্বাচনের পর নবগঠিত লোকসভার সদস্যগণ নিজেদের মধ্য থেকে একজনকে স্পিকার এবং অন্য একজনকে উপাধ্যক্ষ পদে নির্বাচিত করেন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পায় যে দল সেই দল থেকে একজনকে স্পিকার নির্বাচন করা হয়।


স্পিকারের যোগ্যতা কার্যক্রম ও বেতনঃ- লোকসভার সদস্যদের মতোই যোগ্যতা থাকা প্রয়োজন । স্পিকার পাঁচ  বছরের জন্য নির্বাচিত হন।  তবে কোনো কারণে লোকসভা ভেঙে গেলে নতুন লোক সভা গঠনের পূর্ব পর্যন্ত স্পিকারকে দায়িত্বে থাকতে হয় । স্পিকারের বেতন রাজ্যসভার সভাপতির মতোই 1 লক্ষ 25 হাজার টাকা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পান।


স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী:- তিনি নানান ক্ষমতার অধিকারী। স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী নিম্নে আলোচনা করা হল-



প্রশাসনিক কার্যাবলী চালনাঃ- লোকসভায় কোন প্রস্তাব উত্থাপন করা হবে, কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কোনো সংশোধনীর প্রস্তাব বৈধ কিনা,কোন প্রস্তাব  আলোচনার জন্য গৃহীত হবে ইত্যাদি বিষয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়।

সভায় শান্তি-শৃঙ্খলা রক্ষারঃ- শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত রয়েছে। তিনি ঠিক করে দেন কোন সদস্য আগে বক্তব্য রাখবেন, কোন সদস্য পরে বক্তব্য রাখবেন। যদি কোনো সদস্য সভার নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে সেই সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কারের নির্দেশ দেন । তাছাড়া নির্দেশ উপেক্ষা করলে এই স্পিকার মার্শাল বলপ্রয়োগের মাধ্যমে সেই সদস্যকে কক্ষের বাইরে পাঠান।


অর্থবিল এর ক্ষেত্রে ভূমিকাঃ- অর্থবিলই একমাত্র লোকসভায় উত্থাপিত হয়। তাই কোনো বিল অর্থবিল কিনা, সে সম্পর্কে কোনো সংশয় দেখা দিলে তার মীমাংসা করতে হয় অর্থাৎ এ ব্যাপারে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত।


রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে সংযোগ সাধনঃ- স্পিকার হলেন লোকসভা এবং রাস্ট্রপতির মধ্যে একটি যোগসুত্র কারক। স্পিকারের মাধ্যমে লোকসভার যাবতীয় সংবাদ সংগ্রহ করে থাকেন রাষ্ট্রপতি।


নির্ণয়ক ভোট নির্ধারণের ক্ষেত্রে ভূমিকাঃ- স্পিকার লোকসভার কোনো আলোচনায় যোগ দিতে পারেন না। তবে কোনো বিষয়ের পক্ষে-বিপক্ষে সমান সংখ্যক ভোট হলে তিনি তার নির্ণয়ক ভোট প্রদান করতে পারেন । এই নির্ণয়ক ভোটের সাহায্যে বিষয়টির অচলাবস্থার অবসান ঘটে।



কোরামের বিচারের ক্ষেত্রে ভূমিকাঃ-উপযুক্ত সদস্য   উপস্থিত না থাকলে লোকসভার কাজকর্ম চলতে পারে না।  লোকসভায় কোরাম আছে কিনা তা দেখেন স্পিকার এবং না থাকলে সভার কাজকর্ম সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন।

সভার সচিবালয়ের প্রধানঃ-  স্পিকার লোকসভার সচিবালয়ের প্রধান হিসেবে তার ভূমিকা পালন করে থাকেন। তিনি সবার সকল সদস্য তথা সকল কর্মচারী জীবন, সম্মান এমনকি তাদের সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা জনিত দায়িত্ব পালন করে থাকেন।


সদস্যপদ বাতিল লোকসভার সদস্য শৃঙ্খলাবিরোধী আইনে প্রযুক্ত হলে বা অভিযোগটি সত্য বলে প্রমাণিত হলে তার সদস্যপদ খারিজ করে দিতে পারেন স্পিকার।  সংবিধানের 52 তম সংশোধনে স্পিকারের হাতে এই ক্ষমতা তুলে দেওয়া হয়েছে।


 স্পিকারের পদমর্যাদা স্পিকারের পদমর্যাদা সম্পর্কে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একটি বক্তব্য উল্লেখ করা যেতে পারে- তিনি বলেছেন স্পিকার আইনসভার প্রতিনিধিত্ব দান করেন। তিনি আইনসভার সম্মান, স্বাধীনতা প্রদানের মাধ্যমে আইনসভাকে সমগ্র জাতির প্রতিনিধিত্ব করার ভূমিকা গ্রহণ করেন............ জাতির স্বাধীনতা এবং সম্মানের প্রতীক হলেন স্পিকার।



আরো পড়ো ......


Post a Comment

0 Comments