****উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2022 || 2022 bengali Suggestion

 উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2022:- পশ্চিমবঙ্গ উচ্চ মধ্য শিক্ষা পর্ষদের প্রস্তাবিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ২০২২ সালের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শেষ মুহূর্তের বাংলা সাজেশন প্রকাশ করা হলো। যা থেকে 99% কমন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা অনেকেই খুঁজে চলেছো- উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2022 , 2022 bengali Suggestion  , Class 12 Suggestion 2022 , Class 12 bangla Suggestion, দ্বাদশ শ্রেণীর বাংলা    2022, দ্বাদশ শ্রেণীর বাংলা সাজেশন  প্রভৃতি। 

সুতরাং তোমাদের কথা ভেবেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তবে রচনার ক্ষেত্রে যে কোনো দুটি বিষয়ের রচনা পড়তে পারো।তোমাদের লক্ষে পৌচ্ছে দেওয়াই আমাদের কাজ। ধন্যবাদ লেখাটি ধৈর্য সহকারে পড়ার জন্য। 

SUBJECT BENGALI 
CLASS XII
BOARD WBCHSE 
TOPICSUGGESTIONS 2022
RUSULTCOMING SOON


দ্বাদশ শ্রেণির বাংলা সাজেশন2022

 গল্প ভাত

***1."দাতগুলো বের করে সে কামটের মতোই সে হিংস্র ভঙ্গি  করে'’ – কে কার প্রতি এরুপ আচরণ করছিল ? তার এরুপ আচরণের কারণ বিশ্মেষণ করো ? 2+3=5

***2. "সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা "- কার সর্বনাশ ? সর্বনাশের বহরখানার পরিচয় দাও।1+4=5

3. "আসল বাদাটার খোঁজ করা হয় না উচ্ছবের"- উচ্ছব " আসল বাদা" খুঁজতে যেতে পারে না কেন?  5

4. ” ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ-সুখ পায় ভাতের স্পর্শে” কার কথা বলা হয়েছে? সে কোথা থেকে ভাত জোগাড় করছিল?এর পরিণতি কী হয়েছিল ?1+1+3=5

5. ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 5

ভারতবর্ষ 

1. “ বুড়ি , তুমি হিন্দু না মুসলমান ? ” — উক্তিটি কার ? কোন প্রসঙ্গে এই উক্তি ? উদ্ধৃতাংশটিতে   ক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তির যে মানসিকতার প্রকাশ ঘটেছে , তা নিজের ভাষায় লেখো ।1+1+3=5

***2." হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য "- অদ্ভুত দৃশ্যটি কী? এরপর কী ঘটতে দেখা গেল? 1+4=5

3. ‘ভারতবর্ষ’ ছোটগল্পের বাজারটি কোথায় অবস্থিত ছিল? এই বাজারটির বর্ণনা দাও। 5

****4. “কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে।” -সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? 1+4=5 

কবিতা রূপনারানের কূলে 

***1.  “রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ”- রক্তের অক্ষরে  কীভাবে  কবি নিজের রূপ দেখলেন তা লেখ।5

2. “সত্য যে কঠিন” / “সে কখনো করেনা বঞ্চনা” – কবি কীভাবে এই উপলব্ধিতে  উপনীত হলেন তা ‘রূপনারানের কূলে’ কবিতা অবলম্বনে লেখ? 5

3. “জানিলাম এ জগত স্বপ্ন নয়” বক্তা কখন কীভাবে এই সত্যে উপনীত হয়েছে ? 5

***4. “আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন” – কবি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা কেন বলেছেন ? 5

মহুয়ার দেশ 

***1. “ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে / শীতের দুঃস্বপ্নের মত” – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। উক্তিটির মাধ্যমে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন ?3+2=5

2 . “অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক” – এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে ? তারা অবসন্ন কেন? ‘ধুলোর কলঙ্ক’ বলতে এখানে  কবি কি বুঝিয়েছেন ?1+1+3=5

আমি দেখি 

**1. “শহরের অসুখ করে কেবল সবুজ খায়” -শহরের অসুখ কী? হাঁ করে তার সবুজ খাওয়ার তাৎপর্য কী? কবির এখানে কোন অভিপ্রায় প্রকাশ পেয়েছে তা লেখ?1+1+3=5

***2. ওই সবুজের ভীষণ  দরকার- কবি এখানে ‘ওই সবুজ ‘ বলতে কি বুঝিয়েছেন? তার দরকার কেন?  2+3=5

ক্রন্দনরতা জননীর পাশে 

1. ‘ক্রন্দনরতা জননীর পাশে’- কবিতায় জননী কাঁদছেন কেন? এরকম অবস্থায় কবির কী করনীয় বলে কবি মনে করেছেন? 2+3=5

**2. "কেন ভালোবাসা, কেন- বা সমাজ/ কীসের মূল্যবোধ "- উদ্ধৃতাংশটি কার লেখা? কোন কবিতার অংশ? তাৎপর্য লেখো।  1+1+3=5

নাটক বিভাব 

***1.  “বুদ্ধিটা কী করে এল তা বলি।” কোন বুদ্ধি এবং তা কীভাবে এল নাট্যকারকে অনুসরণ করে লেখ। 1+4=5

2. “এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না।” জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন? শেষে তাঁর কীরুপ অভিজ্ঞতা হয়েছিল? 2+3=5

3. “নাঃ কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই।” এখানে বক্তা কে? সে কেন একথা বলেছে? এ থেকে তার কোন পরিচয় পাওয়া যায়?1+1+3=5

***4. ' বিভাব '- নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো।  5

***5.  “এই পড়ে বুকে ভরসা এল” নাট্যকার ভরসা  হারিয়েছিলেন কেন? কীভাবে তিনি ভরসা ফিরে পান?2+3=5

নানা রঙের দিন 

***1. "নানা রঙের দিন"- নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লষণ করো । 5

2. " শিল্পকে যে মানুষ ভালোবেসে- তার বার্ধক্য নেই কালীনাথ"- বক্তা কে?  মন্তব্যটির তাৎপর্য লেখো। 1+4=5

***3. আমাদের দিন ফুরিয়েছে কোন প্রসঙ্গে এই উক্তি ? এই উক্তির কারণ কি ? 2+3=5

***4.  ” থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কালো অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশ বছর ” বক্তার পঁয়তাল্লিশ বছরের জীবনযন্ত্রণার ইতিহাসের পরিচয় দাও ।5

ভারতীয় গল্প 

অলৌকিক 

***1. " আমার চোখে জল। "- বক্তার চোখে কখন জল আসে তা কাহিনী অনুসারে লেখো। অথবা  ” মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন ” – ঘটনাটি উল্লেখ করো । এতে বক্তার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল ?1+4=5

***2. “ গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে । ” — ‘ গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে ? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো ।1+4=5

3. ” ঠিক হল , ট্রেনটা থামানো হবে । ” — কোন ট্রেনের কথা বলা হয়েছে ? সেটি কীভাবে থামানো হয়েছিল ? অথবা , “ ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল , পাথরের চাই থামানো যাবেনা কেন ? ” – ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ? ট্রেন কীভাবে থামানো হয়েছিলো ? 1+4=5

পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন

1. ‘ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন ‘ কবিতায় কবির সমাজচেতনার পরিচয় দাও ।5

***2. "পাতায় পাতায় জয়/ জয়োৎসবের ভোজ বানাত করা?"- 'পাতায় পাতায়'- কাদের জয় লেখা? 'জয়োৎসবের ভোজ' যারা বানাত তাদের প্রতি কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?5

***3. সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক । / কে জিতেছিল ? একলা সে ? ” — উক্তিটির অন্তর্নিহিত ভাবনা পরিস্ফুট করো । 1+4=5

4. “ ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার । / একলাই না কি ? ” আলেকজান্ডারের পরিচয় দাও । এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন ? 2+3= 5

দ্বাদশ শ্রেণির বাংলা সাজেশন 2022

আমার বাংলা

গারো পাহাড়ের নীচে

1. " গারো পাহাড়ের নীচে"- বসবাসকারী মানুষজনের চাষবাস ও জীবনযাত্রার বর্ণনা দাও। 5

***2. "তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল "- প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন?  4+1=5

ছাতির বদলে হাতি

***1. " বিশ্বাস করো বানানো গল্প নয়"- যে কাহিনী সম্পর্কে লেখক বলেছেন তা উল্লেখ করো। অথবা " চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে"-  চেংমান কে? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? 1+4=5

2. " আর এক রকমের প্রথা আছে- নানকার প্রথা"- নানকার প্রথা কী? কীভাবে এ প্রথার অবসান ঘটেছিল?1+4=5

মেঘের গায়ে জেলখানা

**1. " গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশে ডাকাত"- সাধুচরণ কে? সাধুচরণ এর পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে।1+4=5

হাত বাড়াও 

****1. " সরু লিকলিকে আঙ্গুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে"- কে শনাক্ত করছে? কাদের কেন খুনি বলা হয়েছে?1+4=5

2. তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো-লেখক কাকে, কিভাবে, কেন সাহায্য করতে বলেছেন? 1+4=5

বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি

বাঙালির চিত্রকলা

***1.বাঙালির চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো? 5

***2. বাংলার চিত্রকলার ইতিহাসে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো?5

3. বাংলা চিত্রকলার ইতিহাসে বিনোদবিহারী মুখোপাধ্যায়ের  অথবা রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে আলোচনা করো?5


বাংলার চলচ্চিত্রের কথা


***1.বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক তপন সিংহের কৃতিত্ব আলোচনা করো?5


2.বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো?5


বাঙালির বিজ্ঞান চর্চা


**1. বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু বিজ্ঞানের চর্চা ও গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তা কি নামে পরিচিত?জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও? ১+৪

                                        অথবা

 বাংলা বিজ্ঞানচর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো?


2. বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো?5


বাঙালির ক্রীড়া সংস্কৃতি

 1. রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার  শ্রষ্ঠা কে?  এই খেলায়  বাঙালির  সাফল্যের সংক্ষিপ পরিচয় দাও। 

  

***2. বাঙালির ক্রীড়া চর্চায় ব্রতচারীর অবদান উল্লেখ করো।1+4=5




ভাষা 

ধ্বনিতত্ত্ব


***1.উদাহরণসহ গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনি আলোচনা করো। 5


***2. বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনির তুলনামূলক আলোচনা করো। 5


রুপ তত্ত্ব


***1. রুপ, রুপমূল  এবং সহরূপমূল সম্পর্কে আলোচনা করো। 5


2. রূপমূল কাকে বলে? উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূল এর পরিচয় দাও?2+3=5


3. প্রত্যয় কাকে বলে ?প্রত্যয় কয় প্রকার ও কী কী? উদাহরণ সহ আলোচনা করো।1+1+3=5


বাক্যতত্ত্ব


***1   গঠনগত দিক থেকে বাক্য কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? উদাহরণসহ প্রতিটি ভাগের পরিচয় দাও।2+3=5


2. বাক্যের অব্যবহিত উপাদান কি উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করো।5

***3. বাক্য গঠন তত্ত্ব অনুসারে অধোগঠন অধিগঠন প্রক্রিয়া ও তাদের সম্পর্ক নির্ণয় করো।5

রচণা বা প্রবন্ধ (মান-10)

পরিবেশ সম্পর্কিত প্রবন্ধ রচনা

বাংলার ঋতুবৈচিত্র্য
বিশ্ব  উষ্ণায়ণ
**বাংলার উৎসব
উন্নয়ন বনাম পরিবেশ

খেলাধুলা সম্পর্কিত প্রবন্ধ রচনা

শিক্ষায় ও চরিত্রগঠনে খেলাধুলো

বিজ্ঞান অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো
**বিজ্ঞান ও কুসংস্কার
আধুনিক প্রযুক্তি ও মানব-সভ্যতা

প্রিয় লেখক বা প্রিয় কবি বা প্রিয় ব্যক্তি 

জগদীশচন্দ্র বসু।
মাদার টেরিজা।
****সৈয়দ মুজতবা আলি (১৯০৪-১৯৭৪)।

সাম্প্রতিক  বিষয় 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

***করোনা ভাইরাস

অনান্য

ছাত্রজীবন
জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ
শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা
বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন


সম্পূর্ণ বাংলা সাজেশনটির পি ডি এফ পেতে CLICK HERE 

দ্বাদশ শ্রেণির ইতিহাস সাজেশন 2022



উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সাজেশন 2022



উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  সাজেশন 2022



দ্বাদশ শ্রেণীর  পরিবেশ বিদ্যার সাজেশন 2022


Post a Comment

0 Comments