নবম শ্রেণির বাংলা মক টেস্ট || পর্ব- ১ম

 পড়াশোনা(ParaSuna):- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মে মাসের মধ্যেই নবম শ্রেণীর ইউনিট টেস্ট পরীক্ষা নিতে হবে ।আশাকরি ইতিমধ্যে তোমাদের বাংলা সিলেবাস সম্পর্কে ধারনা হয়েছে । তাই তোমাদের কথা ভেবে নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তরে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা(Parasuna.com) নিয়ে এসেছি নবম শ্রেণীর বাংলা মক টেস্ট/ কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি MCQ PRACTICE / নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর / নবম শ্রেণীর বাংলা মকটেস্ট অনুশীলন / কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি মকটেস্ট । বাংলায় নৈর্ব্যক্তিক প্রশ্ন (MCQ)থাকে 10টি এবং SAQ থাকে পাঁচটি ।তোমরা যাতে 20র মধ্যে 20 পাও তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি।

বাংলা বিষয়ের মক টেস্ট কেন দেওয়া উচিত? কারণ-  

1-বাংলায় গল্প, কবিতা, নাটক রয়েছে । যেগুলি থেকে লাইন তুলে প্রশ্ন করা হয়। তাই লাইন অনুযায়ী কেমন প্রশ্ন আসতে পারে তা জানার জন্য।


2- বাংলা এমন একটি বিষয়। যেখানে নতুন নতুন প্রশ্ন প্রতিবারই আসে। তা যাতে ছাড়া না পরে তার জন্য।


3- পরীক্ষার  মুহূর্তের প্রস্তুতি আরো ভালো করার জন্য বাংলা বিষয়ের মক টেস্টগুলি বারবার দেওয়া উচিত।


4- বাংলায় যেমন বিভিন্ন উক্তি মূলক প্রশ্ন আসে,সেই প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য অবশ্যই মকটেস্ট দেওয়া উচিত।


5- নৈর্ব্যক্তিক প্রশ্নের প্রস্তুতি ভালো হলে, আমাদের প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে। তাই নৈবিত্তিক প্রশ্নের উপর নির্মিত মকটেস্ট সেটগুলি অনুশীলন করা দরকার ।


মক টেস্ট দেওয়ার নিয়মাবলী-

1- প্রথমে স্টার্ট কুইজ বোতামে চাপ দেবে।

2- এরপর একটি প্রশ্নের চারটি বিকল্প দেখতে পাবে। সঠিক বিকল্পটি বাঁছতে হবে । তারপর নেক্সট বোতামে চাপ দিতে হবে।

3- সঠিক উত্তর দিলে সবুজ রং দেখাবে এবং ভুল উত্তর দিলে লাল রঙ দেখাবে।

4- প্রতিটি প্রশ্নের জন্য 45 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে বিকল্পটি বাঁছতে হবে।

5- মোট দশটি প্রশ্নের জন্য 10 নম্বর রয়েছে। দশটি প্রশ্নের উত্তর দেওয়ার পর তোমরা নিজেদের স্কোর দেখতে পাবে।





নবম শ্রেণীর বাংলা মকটেস্টঃ-





বিষয় বাংলা 
শ্রেণী নবম
কবিতা"কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি"
প্রশ্ন সংখ্যা 10টি 
সময়5 মিনিট। 




Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

Post a Comment

0 Comments